শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঝিনাইদহ
এসকেটেক | |
![]() | |
নীতিবাক্য | we create the engineers who build the nation |
---|---|
ধরন | সরকারি প্রকৌশল কলেজ |
স্থাপিত | ২০১৬ |
অধিভুক্তি | বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় |
আচার্য | রাষ্ট্রপতি আব্দুল হামিদ |
উপাচার্য | প্রফেসর ইঞ্জিনিয়ার আবুল কাশেম (১৮ ফেব্রুয়ারি ২০১৯ থেকে -বর্তমান)[১] |
অধ্যক্ষ | ইঞ্জিঃ মোঃ নুরুল ইসলাম নাহিদ |
শিক্ষার্থী | 480+ |
অবস্থান | , ৭৩০০ , |
ওয়েবসাইট | www |
শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সংক্ষেপে এসকেটেক বাংলাদেশের খুলনা বিভাগের ঝিনাইদহ জেলায় অবস্থিত একটি স্নাতক পর্যায়ের সরকারি প্রকৌশল কলেজ। কলেজটি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এর অধীনে চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী প্রদান করে থাকে। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে কলেজ টি বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ একাডেমিক কার্যক্রম শুরু করে।
অবস্থান[সম্পাদনা]
শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজটি খুলনা বিভাগের ঝিনাইদহ জেলায় অবস্থিত। এটি ঝিনাইদহ সদর উপজেলায় অবস্থিত। কলেজটি ঝিনাইদহ শহর থেকে ৮ কিলোমিটার দূরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাশে এটির ক্যাম্পাস অবস্থিত । সর্বোমোট ৮ একর জমির উপর ক্যাম্পাসটি অবস্থিত।
অবকাঠামো[সম্পাদনা]
মোট ১২ টি সুবিশাল ভবন রয়েছে এখানে। সেগুলো হলো একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, অফিসার্স ডরমেটরি, স্টাফ কোয়ার্টার, অধ্যক্ষের বাস ভবন, ছেলেদের হল (২ টি), মেয়েদের হল, পাওয়ার প্লান্ট, পাম্প হাউজ, সুবিশাল ল্যাব ভবন ২ টি, আধুনিক জিমনেসিয়াম, অডিটোরিয়াম, লাইব্রেরী, মসজিদ।
অনুষদ ও বিভাগ[সম্পাদনা]
শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এর অধীনে চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থেকে ৪ টি ডিপার্টমেন্টে পাঠদান করানো হয়।
বিভাগের র নাম | শিক্ষার্থী সংখ্যা |
---|---|
১.ওয়েট প্রোসেস ইঞ্জিনিয়ারিং | ৩০ জন |
২. অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং | ৩০ জন |
৩.ফেব্রিক ইঞ্জিনিয়ারিং | ৩০ জন |
৪. ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং | ৩০ জন |
গবেষণাগার[সম্পাদনা]
- পদার্থবিজ্ঞান ল্যাব
- রসায়ন ল্যাব
- কম্পিউটার ল্যাব
- ইয়ার্ণ ম্যানুফ্যাকচারিং ল্যাব
- ফেব্রিক ম্যানুফ্যাকচারিং ল্যাব
- ওয়েট প্রোসেসিং ল্যাব
- ফ্যাশান ডিজাইন ল্যাব
ছাত্র সংঠন[সম্পাদনা]
- স্পন্দন ব্লাড সোসাইটি , এসকেটেক
- এসকেটেক ডিবেটিং ক্লাব
- এসকেটেক ফটোগ্রাফী সোসাইটি
- ছাত্র শিক্ষক মিলনায়তন কেন্দ্র, এসকেটেক
- এসকেটেক ক্যারিয়ার ক্লাব
- অগ্নিবীণা কালচারাল ক্লাব
- এসকেটেক স্বেচ্ছাসেবী সংগঠন
- এসকেটেক স্পোর্টস ক্লাব
- প্রথমআলো বন্ধুসভা - এসকেটেক
- এসকেটেক ডিবেট এন্ড ইংলিশ ক্লাব
- এসকেটেক ক্রিয়েটিভ সোসাইটি
চিত্রশালা[সম্পাদনা]
তথ্যসুত্রে[সম্পাদনা]
- ↑ "Bangladeh University of Textiles"। butex.edu.bd।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- এসকেটেক ওয়েবসাইট www
.sktecjhenaidah .com - বুটেক্স ওয়েবসাইট www
.butex .edu .bd - বস্ত্র অধিদপ্তর ওয়েবসাইট www
.dot .gov .bd - বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ওয়েবসাইট www
.motj .gov .bd