বিষয়বস্তুতে চলুন

হুগো থিউরেল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হুগো থিউরেল
হুগো থিউরেল
জন্ম(১৯০৩-০৭-০৬)৬ জুলাই ১৯০৩
মৃত্যু১৫ আগস্ট ১৯৮২(1982-08-15) (বয়স ৭৯)
জাতীয়তাসুইডিশ
পুরস্কারচিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার (১৯৫৫)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রজৈবরসায়ন

অ্যালেক্স হুগো থিউডর থিউরেল এফএমআরএস[] (৬ জুলাই ১৯০৪ – ১৫ আগস্ট ১৯৮২) ছিলেন একজন সুইডিশ বিজ্ঞানী এবং ১৯৫৫ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভকারী।

জন্ম ও পারিবারিক পরিচিতি

[সম্পাদনা]

হুগো থিউরেল ১৯০৪ সালের ৬ জুলাই সুইডেনের লিংকোপিংয়ে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম থুরে থিউরেল এবং মাতা আরমিদা বিল।

শিক্ষাজীবন

[সম্পাদনা]

থিউরেল লিংকোপিং-এর ক্যাটেরালসকোলানের মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হন এবং সেখান থেকে ১৯২১ সালের ২৩ মে উত্তীর্ণ হন। ১৯২১ সালের সেপ্টেম্বরে তিনি ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে মেডিসিন বিষয়ে অধ্যয়ন শুরু করেন এবং ১৯২৪ সালে তিনি মেডিসিনে স্নাতক হন। এরপর তিনি প্যারিসের পাস্তুর ইনস্টিটিউটে প্রফেসর অ্যালবার্ট ক্যালমেটের অধীনে ব্যাকটেরিয়াবিদ্যা অধ্যয়ন করতে তিন মাস অতিবাহিত করেন। ১৯৩০ সালে তিনি রক্তের প্লাজমার লিপিডের উপর একটি তত্ত্বের জন্য এমডি ডিগ্রি অর্জন করেন এবং ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে শারীরবৃত্তীয় রসায়ন বিষয়ের অধ্যাপক হিসাবে নিযুক্ত হন।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Dalziel, K. (১৯৮৩)। "Axel Hugo Theodor Theorell. 6 July 1903-15 August 1982"। Biographical Memoirs of Fellows of the Royal Society29: 584–621। জেস্টোর 769814ডিওআই:10.1098/rsbm.1983.0021অবাধে প্রবেশযোগ্য 

বহিঃসংযোগ

[সম্পাদনা]
  • Nobelprize.org-এ হুগো থিউরেল উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন (ইংরেজি) including the Nobel Lecture, December 12, 1955 The Nature and Mode of Action of Oxidation Enzymes

টেমপ্লেট:চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী ১৯৫১-১৯৭৫