জোয়াও পেদ্রো গনসালভেস নেভেস
![]() ২০২৩ সালে বেনফিকার হয়ে নেভেস | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | জোয়াও পেদ্রো গনসালভেস নেভেস | ||
জন্ম | ২৭ এপ্রিল ২০০৪ | ||
জন্ম স্থান | তাভিরা, পর্তুগাল | ||
উচ্চতা | ১.৭৪ মিটার (৫ ফুট ৮+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | বেনফিকা | ||
জার্সি নম্বর | ৮৭ | ||
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬:০০, ২১ মে ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
জোয়াও পেদ্রো গনসালভেস নেভেস (পর্তুগিজ: João Neves; জন্ম: ২৭ এপ্রিল ২০০৪; জোয়াও নেভেস নামে সুপরিচিত) হলেন একজন পর্তুগিজ পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে পর্তুগালের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমেইরা লিগার ক্লাব বেনফিকা এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৯ সালে, নেভেস পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলের হয়ে পর্তুগালের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় তিন বছর যাবত পর্তুগালের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২৩ সালে পর্তুগালের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; পর্তুগালের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৫ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]জোয়াও পেদ্রো গনসালভেস নেভেস ২০০৪ সালের ২৭শে এপ্রিল তারিখে পর্তুগালের তাভিরায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]নেভেস পর্তুগাল অনূর্ধ্ব-১৫, পর্তুগাল অনূর্ধ্ব-১৯ এবং পর্তুগাল অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে পর্তুগালের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৯ সালের ২৭শে এপ্রিল তারিখে তিনি উত্তর মেসিডোনিয়া অনূর্ধ্ব-১৫ দলের বিরুদ্ধে ম্যাচে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[১] পর্তুগালের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৩ বছরে ২৭ ম্যাচে অংশগ্রহণ করে ৪টি গোল করেছেন।
২০২৩ সালের ১৬ই অক্টোবর তারিখে, ১৯ বছর, ৫ মাস ও ১৯ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী নেভেস বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে অনুষ্ঠিত উয়েফা ইউরো ২০২৪ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালের হয়ে অভিষেক করেছেন।[২] উক্ত ম্যাচের ৮৫তম মিনিটে মধ্যমাঠের খেলোয়াড় ওতাভিওয়ের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[৩] ম্যাচে তিনি ১৮ নম্বর জার্সি পরিধান করে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৪] ম্যাচটি পর্তুগাল ৫–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৫] পর্তুগালের হয়ে অভিষেকের বছরে নেভেস সর্বমোট ৩ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ২১ মে ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
পর্তুগাল | ২০২৩ | ৩ | ০ |
২০২৪ | ২ | ০ | |
সর্বমোট | ৫ | ০ |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Portugal U15 - North Macedonia U15, Apr 27, 2019 - International Friendlies - Match sheet"। www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৩।
- ↑ "Bosnia-Herzegovina vs. Portugal - 16 October 2023 - Soccerway"। int.soccerway.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৩।
- ↑ "Bosnia-Herzegovina - Portugal 0:5 (EURO Qualifiers 2023/2024, Group J)"। worldfootball.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৩।
- ↑ "Bosnia-Herzegovina - Portugal, Oct 16, 2023 - European Qualifiers - Match sheet"। www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৩।
- ↑ Strack-Zimmermann, Benjamin। "Bosnia & Herzegovina vs. Portugal"। www.national-football-teams.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
- {{ফিফা খেলোয়াড়}} আইডি অনুপস্থিত এবং উইকিউপাত্তে নেই।
- জোয়াও পেদ্রো গনসালভেস নেভেস – উয়েফা প্রতিযোগিতার রেকর্ড (আর্কাইভ) (ইংরেজি)
- সকারওয়েতে জোয়াও পেদ্রো গনসালভেস নেভেস (ইংরেজি)
- সকারবেসে জোয়াও পেদ্রো গনসালভেস নেভেস (ইংরেজি)
- বিডিফুটবলে জোয়াও পেদ্রো গনসালভেস নেভেস (ইংরেজি)
- ইইউ-ফুটবলে জোয়াও পেদ্রো গনসালভেস নেভেস (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে জোয়াও পেদ্রো গনসালভেস নেভেস (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে জোয়াও পেদ্রো গনসালভেস নেভেস (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে জোয়াও পেদ্রো গনসালভেস নেভেস (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে জোয়াও পেদ্রো গনসালভেস নেভেস (ইংরেজি)
- ফিফা খেলোয়াড় টেমপ্লেট আইডি অনুপস্থিত
- ২০০৪-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- পর্তুগিজ ফুটবলার
- ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- স্পোর্ট লিসবোয়া বেনফিকার খেলোয়াড়
- প্রিমেইরা লিগার খেলোয়াড়
- পর্তুগালের আন্তর্জাতিক যুব ফুটবলার
- পর্তুগালের অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ফুটবলার
- পর্তুগালের অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক ফুটবলার
- পর্তুগালের আন্তর্জাতিক ফুটবলার
- উয়েফা ইউরো ২০২৪-এর খেলোয়াড়