জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর
ধরনকওমি মাদ্রাসা
স্থাপিত১৯৫৭
প্রতিষ্ঠাতানূর উদ্দিন গহরপুরী
মূল প্রতিষ্ঠান
দারুল উলুম দেওবন্দ
অধিভুক্তিআল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ
ধর্মীয় অধিভুক্তি
ইসলাম
আচার্যমুসলেহ উদ্দিন রাজু
অবস্থান
শিক্ষাঙ্গনগ্রামীণ
সংক্ষিপ্ত নামগহরপুর মাদ্রাসা
ওয়েবসাইটjamiagohorpur.com

জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর (সংক্ষেপে গহরপুর মাদ্রাসা) সিলেটের বালাগঞ্জ উপজেলার গহরপুর এলাকায় বড়বাঘা নদীর তীরে অবস্থিত একটি কওমি মাদ্রাসা। এলাকায় উল্লেখযোগ্য কোনো উচ্চতর ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় বিখ্যাত আলেম নূর উদ্দিন গহরপুরী এলাকাবাসীর সহযোগিতায় দারুল উলুম দেওবন্দের মূলনীতির আলোকে ১৯৫৭ সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার এক বছরের মধ্যে তিনি দাওরায়ে হাদিস (মাস্টার্স) চালু করেন। প্রতিষ্ঠাতা নূর উদ্দিন গহরপুরী দীর্ঘকাল মাদ্রাসা শিক্ষাবোর্ডের নেতৃত্বে থাকায় মাদ্রাসাটিও দেশব্যাপী পরিচিত।

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

এই মাদ্রাসাটি বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশর অধিভুক্ত। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় কয়েকটি বিভাগ রয়েছে:[১][২][৩][৪][৫]

  1. কিতাব বিভাগ: এটি মাদ্রাসার মূল বিভাগ। বিভাগটি মোট পাঁচটি স্তরে বিভক্ত। ইবতিদাইয়্যাহ (প্রাথমিক), মুতাওয়াসসিতাহ (মাধ্যমিক), সানুবিয়্যাহ উলয়া (উচ্চ মাধ্যমিক), ফযীলত (ডিগ্রী) ও তাকমীল (মাষ্টার্স)। সময়কাল মোট ১৪ বছর।
  2. হিফজুল কুরআন বিভাগ: কুরআন শরীফ নাযেরা ও মুখস্থকরণ।
  3. ইফতা কোর্স: দাওরায়ে হাদিস (মাস্টার্স) সমাপনকারীদের জন্য ফিকহ শাস্ত্রের উচ্চতর গবেষণা কোর্স।
আন নূর ছাত্র কাফেলা

মাদ্রাসার ছাত্র সংসদের নাম আন নূর ছাত্র কাফেলা।

প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. গোলাম ছরোয়ার, মুহাম্মদ (নভেম্বর ২০১৩)। "বাংলা ভাষায় ফিকহ চর্চা (১৯৪৭-২০০৬): স্বরূপ ও বৈশিষ্ঠ্য বিচার"ঢাকা বিশ্ববিদ্যালয়: ৩১৮। ২৭ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২১ 
  2. নাঈম, মুনশী (২০২০-১২-০৩)। "সিলেটের প্রাচীন মসজিদ ও মাদরাসার সন্ধানে"ফাতেহ২৪। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৭ 
  3. "পরিচিতি — জামিয়া গহরপুর"জামিয়াগহরপুর.কম। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৯ 
  4. "জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর সিলেট"কওমিপিডিয়া। ১৭ মে ২০১৮। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৯ 
  5. "সিলেটের গহরপুর জামিয়ার কওমি গ্র্যাজুয়েশন"বাংলানিউজ২৪.কম। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৯