বিষয়বস্তুতে চলুন

চুতেফা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চাওলুং চ্যু-তেও-ফা
চাওলুং আহোম ভাষা
আসামের রাজা
উত্তরসূরিচাওলুং চ্যু-বিণ্‌-ফা
পূর্ণ নাম
চাওলুং চ্যু-তেও-ফা
রাজবংশছ্যু ফৈদ , আহোম রাজবংশ
ধর্মআহোম ধর্ম

চাওলুং চ্যু-তেও-ফা মৌঙ ডুন চোন খাম বা আহোম রাজ্যের দ্বিতীয় চাওফা ছিলেন। তিনি চাওলুং চুকাফার বড় ছেলে ছিলেন। তাঁর রাজ্যকাল ১২৬৮ সাল থেকে ১২৮১ সাল পর্যন্ত।

চুতেওফার বঢ়াগোঁহাইর নাম ছিল থাওরুরু বুঢ়াগোঁহাই এবং বরগোঁহাইর নাম ছিল চাওবিন বরগোঁহাই।

চুতেওফা নরারাজ্য পর্যন্ত নিজের কটকী প্রেরণ করে নরারাজ্যের সাথে নিজেদের সর্ম্পক সুদৃঢ় করেন এবং কুটনৈতিক কৌশলে কাছাড়িদের থেকে দিখৌ নদীর পূর্ব অংশ নিজ রাজ্যের অর্ন্তভুক্ত করেন।

চুতেওফার সময়ে রামখা দেও শালর বরুয়া পদটি সৃষ্টি করেন। রামখা দেও শালর পূজার জন্য খাজনা রেহাই দেওয়া জমি দান করেন এবং বরদেউরী, ছোটদেউরী , দেওঘরিয়া , আঠপরিয়া , তেলি , মালী , নাপিত, কমার, চমার , ধুলীয়া , বলিকটীয়া , খাতোয়াল , বারিচোয়া , বেলিচোয়া , চাউলকরা , মলখুবচা এবং পানিতোলা ইত্যাদি পূজার জন্য সহায়ক পদ সৃষ্টি করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]