চুখ্ৰাংফা
অবয়ব
চাওলুং চ্যু-খ্রাম্-ফা | |||||
---|---|---|---|---|---|
চাওলুং আহোম ভাষা | |||||
আসামের রাজা | |||||
উত্তরসূরি | চাওলুং চ্যু-তু-ফা | ||||
| |||||
রাজবংশ | ছ্যু ফৈদ , আহোম রাজবংশ | ||||
ধর্ম | আহোম ধর্ম |
আহোম রাজবংশ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
চাওলুং চ্যু-খ্রাম্-ফা মৌঙ ডুন চোন খাম বা আহোম রাজ্যের পঞ্চম চাওফা ছিলেন। তিনি ১৩৩২ সালে রাজপাটে বসেন।
তাঁর সময়ে ভাই চাওপুলা চাওপাংবণ্ডুক বরগোঁহাইর সাথে মিলে স্বর্গদেউর বিরুদ্ধে বিদ্রোহ করেন। রাজার ভাই কামতাপুরের রাজার সহায়তায় আহোম রাজ্য আক্রমণ করেন যদিও পরে আলোচনার মধ্য দিয়ে চারিংয়ের রাজা করে দেন।
চুখ্রাংফার সময়ে বুঢ়াগোঁহাই পদে চাওফ্রংডাম এবং বরগোঁহাই পদে তাফ্রিখিন বরগোঁহাই ছিলেন।
প্রায় ৩২ বছর কাল শাসনে থেকে ১৩৬৪ সালে রাজার মৃত্যু হয়।