চুবিন্ফা
অবয়ব
চাওলুং চ্যু-বিণ্-ফা | |||||
---|---|---|---|---|---|
চাওলুং আহোম ভাষা | |||||
আসামের রাজা | |||||
উত্তরসূরি | চাওলুং চ্যু-খাং-ফা | ||||
| |||||
রাজবংশ | ছ্যু ফৈদ , আহোম রাজবংশ | ||||
ধর্ম | আহোম ধর্ম |
আহোম রাজবংশ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
চাওলুং চ্যু-বিণ্-ফা মৌঙ ডুন চোন খাম বা আহোম রাজ্যের তৃতীয় চাওফা ছিলেন। তিনি চাওলুং চুতেওফার বড় ছেলে ছিলেন। তিনি ১২৮১ সালে রাজপাটে বসেন।
চুবিনফা রাজ্যের প্রজাকে বুঢ়াগোঁহাই এবং বরগোঁহাইর অধীন পর্যন্ত দুটি ভাগে নিয়ে রাজ্যের শাসন-কর্ম অধিক কার্য্যক্ষম এবং সচল করেন। চুবিনফা ত্যাওকাংবণ্ডুকা নাম মিসিং সম্প্রদায়ের একজন ব্যক্তির কন্যা হিঙ্গুলীকে বিয়ে করেন এবং বরকুঁয়রীর মর্য্যদা দেন।
এই স্বর্গদেউর সময়েই সাতঘরীয়া আহোমদের সৃষ্টি হয়।
চুবিনফার সময়ে থাওরুরু বুঢ়াগোঁহাই এবং চাওপাংবণ্ডুক বরগোঁহাই ছিলেন।