চাঞ্চুমা খুংগুর বিচমূতিয়ারী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চাঞ্চুমা খুংগুর বিচমূতিয়ারী
সংসদ সদস্য, লোকসভা
কাজের মেয়াদ
১৯৯৮ – ২০১৪
পূর্বসূরীলুই ইসলারী
উত্তরসূরীহীরা সরানিয়া
সংসদীয় এলাকাকোকরাঝাড়
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1960-01-01) ১ জানুয়ারি ১৯৬০ (বয়স ৬৪)
কোকরাঝাড়, আসাম
রাজনৈতিক দলবোডোল্যান্ড পিপলস ফ্রন্ট
দাম্পত্য সঙ্গীউত্তরা বিচমূতিয়ারী
সন্তান4
বাসস্থানকোকরাঝাড়
প্রাক্তন শিক্ষার্থীগুয়াহাটি বিশ্ববিদ্যালয় (B.A. (Hons. in Political Science))
25 September, 2006 অনুযায়ী
উৎস: [২]

চাঞ্চুমা খুংগুর বিচমূতিয়ারী (জন্ম ১ জানুয়ারি ১৯৬০) ভারতের চতুর্দশ লোকসভার সদস্য। তিনি আসামের কোকরাঝাড় আসনের প্রতিনিধিত্ব করেন।[১] তিনি একজন স্বতন্ত্র রাজনীতিবিদ।

বিচমূতিয়ারী ১৯৯৮, ১৯৯৯, ২০০৪ এবং ২০০৯ সালে আসামের কোকরাঝাড় নির্বাচনী এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লোকসভায় নির্বাচিত হয়েছেন। বিচমূতিয়ারী একজন বোডো জাতীয়তাবাদী, এবং একটি স্বায়ত্তশাসিত বোডোল্যান্ড অঞ্চল তৈরির পক্ষে। তার সমর্থকদের মধ্যে রয়েছে অল বোডো স্টুডেন্টস ইউনিয়ন এবং জাতীয় গণতান্ত্রিক জোট

বিচমূতিয়ারী ভারত-মার্কিন পরমাণু চুক্তির সমর্থক।[২]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

বিচমূতিয়ারী হল একটি বোরো এবং ১ জানুয়ারী ১৯৬০ তারিখে আসামের বাকসা জেলার গয়বাড়ি গ্রামে পিতা বাউরাই মহাজন বিশ্বমুথিয়ারি এবং মা ঈশারি (আশাগী) বিশ্বমুথিয়ারির ঘরে জন্মগ্রহণ করেন। তিনি উয়াবাড়ি লোয়ার প্রাইমারি স্কুল, হাশরাবাড়ি এবং বড়বাজার হাই স্কুল, বিজনী থেকে স্কুলে পড়াশোনা করেন। গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের অধীনে কোকরাঝাড় কলেজ থেকে বিএ (রাজনীতিতে অনার্স) স্নাতক। এছাড়াও আসাম রাষ্ট্রভাষা প্রচার সমিতি, গুয়াহাটি থেকে হিন্দিতে প্রবিন ডিপ্লোমা অর্জন করেন। তিনি ১৮ ফেব্রুয়ারি ১৯৮১ তারিখে উত্তরা বিশ্বমুথিয়ারীকে বিয়ে করেন, যার সাথে তার চারটি ছেলে রয়েছে।[৩][৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Fifteenth Lok Sabha Member's Bio-profile: Bwiswmuthiary, Shri Sansuma Khunggur"। Government of India (NIC)। ২০১২। ১৪ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০১২ 
  2. [১] [অকার্যকর সংযোগ]
  3. "Current Lok Sabha Members Biographical Sketch"/164.100.24.20। ১৯ জুন ২০০৬। ১৯ জুন ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২০ 
  4. "BPF names Chandan Brahma for Kokrajhar - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। ২৫ মার্চ ২০১৪। 

বহিঃসংযোগ[সম্পাদনা]