সংসদ সদস্য, লোকসভা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সংসদ সদস্য
লোকসভা, সদস্যদের বৈঠকস্থল
দায়িত্ব
সপ্তদশ লোকসভা

২৩ মে ২০১৯ থেকে
অবস্থাসক্রিয়
সংক্ষেপেএমপি
এর সদস্যলোকসভা
যার কাছে জবাবদিহি করেঅধ্যক্ষ
আসনভারতীয় সংসদ
মেয়াদকাল৫ বছর; নবায়নযোগ্য
গঠনের দলিলভারতের সংবিধানের ৮১ নং অনুচ্ছেদ
গঠন২৬ জানুয়ারি ১৯৫০
বেতন ৩,৩০,০০০ (US$ ৪,০৩৩.৬৯)
(ভাতাসহ) প্রতিমাসে[১]
ওয়েবসাইটloksabha.nic.in

লোকসভার একজন সংসদ সদস্য (সংক্ষেপে: এমপি) ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় ভারতীয় জনগণের প্রতিনিধি। লোকসভার সংসদ সদস্যরা প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন। ভারতের পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট; রাজ্যসভা (উচ্চ কক্ষ অর্থাৎ রাজ্য পরিষদ) এবং লোকসভা (নিম্নকক্ষ অর্থাৎ জনগণের কক্ষ)। লোকসভায় সংসদ সদস্যদের সর্বোচ্চ অনুমোদিত শক্তি হল ৫৫০। এর মধ্যে রয়েছে নির্বাচনী এলাকা ও রাজ্যের প্রতিনিধিত্ব করার জন্য সর্বাধিক ৫৩০ জন সদস্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতিনিধিত্ব করার জন্য ২০ জন সদস্য পর্যন্ত (উভয়টিই সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত)। ১৯৫২ এবং ২০২০ এর মধ্যে, অ্যাংলো-ইন্ডিয়ান সম্প্রদায়ের সদস্যদের জন্য দুটি আসন সংরক্ষিত ছিল। লোকসভার বর্তমান নির্বাচিত শক্তি হল ৫৪৩। লোকসভায় সংখ্যাগরিষ্ঠ দল বা দলগুলির জোট ভারতের প্রধানমন্ত্রী নির্বাচন করে।[২][৩][৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Salaries, allowances and facilities to Members" (পিডিএফ)Lok Sabha website। ২৩ আগস্ট ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৬ 
  2. "Lok Sabha"Lok Sabha। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৬ 
  3. "Lok Sabha, House of people"Parliament of India। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৬ 
  4. "Members of Parliament (Lok Sabha and Rajya Sabha)"। elections.in। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০১৬