গোড্ডা লোকসভা কেন্দ্র
গোড্ডা লোকসভা কেন্দ্র | |
---|---|
ভারতীয় নির্বাচনী এলাকা | |
নির্বাচনী এলাকার বিবরণ | |
দেশ | ভারত |
রাজ্য | ঝাড়খণ্ড |
প্রতিষ্ঠিত | ১৯৬২-বর্তমান |
সংসদ সদস্য | |
১৮তম লোকসভা | |
শায়িত্ব নিশিকান্ত দুবে | |
দল | ভারতীয় জনতা পার্টি |
নির্বাচিত বছর | ২০১৯ |
গোড্ডা লোকসভা কেন্দ্রটি ঝাড়খণ্ড রাজ্যের ১৪ টি লোকসভা কেন্দ্রের একটি এবং ১৯৬২ সালের লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এটি তফসিলী জাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয় এবং মোট ৬ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। এই লোকসভা কেন্দ্রটি গোড্ডা জেলার সম্পূর্ণ অংশ এবং দুমকা ও দেওঘর জেলাগুলির কিছু অংশ দ্বারা গঠিত এবং সদর দফতর গোড্ডা শহরে অবস্থিত। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল হিন্দি।
এই লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সদস্য ভারতীয় সংসদের লোকসভাতে প্রতিনিধিত্ব। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিশেষ কারণে ৫ বছরের পূর্বেই নির্বাচন হয়, যা উপনির্বাচন নামে পরিচিত।
ইতিহাস
[সম্পাদনা]এই লোকসভা কেন্দ্রে ১৯৬৭ সালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২০১৯ সালে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বিধানসভা কেন্দ্র গুলি
[সম্পাদনা]লোকসভা কেন্দ্রটি ঝাড়খণ্ড রাজ্যের ৮১ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৬ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত।[১] বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য ঝাড়খণ্ড বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ৬ টি বিধানসভা কেন্দ্র সর্বশেষ ২০১৪ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৬ টি কেন্দ্রের মধ্যে ১ টি বিধানসভা কেন্দ্র তফসিলী জাতি অথবা তফসিলী উপজাতিদের সংরক্ষিত। এই ৬ টি বিধানসভাতে প্রথম ২০০৫ সালে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয় ঝাড়খণ্ড বিধানসভা গঠনের জন্য।
- মধুপুর বিধানসভা কেন্দ্র়়
এই বিধানসভা কেন্দ্রটি ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৩ নং বিধানসভা কেন্দ্রের। এই কেন্দ্রটি তফসিলী জাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয়।
- জারমুন্ডি বিধানসভা কেন্দ্র
এই বিধানসভা কেন্দ্রটি ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১২ নং বিধানসভা কেন্দ্রের। এই কেন্দ্রটি তফসিলী জাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয়।
- গোড্ডা বিধানসভা কেন্দ্র
এই বিধানসভা কেন্দ্রটি ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৭ নং বিধানসভা কেন্দ্রের। এই কেন্দ্রটি তফসিলী জাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয়।
- দেওঘর বিধানসভা কেন্দ্র
এই বিধানসভা কেন্দ্রটি ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৫ নং বিধানসভা কেন্দ্রের। এই কেন্দ্রটি তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত।
- পড়েয়াহাট বিধানসভা কেন্দ্র
এই বিধানসভা কেন্দ্রটি ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৬ নং বিধানসভা কেন্দ্রের। এই কেন্দ্রটি তফসিলী জাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয়।
- মহাগমা বিধানসভা কেন্দ্র
এই বিধানসভা কেন্দ্রটি ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে ১৮ নং বিধানসভা কেন্দ্রের। এই কেন্দ্রটি তফসিলী জাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয়।
বর্তমান ও প্রাক্তন বিজয়ী সাংসদদের তালিকা
[সম্পাদনা]নিচের সারণীটি শুরু থেকে শেষ নির্বাচন পর্যন্ত এই সংসদীয় আসনের সকল বিজয়ী ও প্রাক্তন সংসদ সদস্যের নাম উপস্থাপন করে। আসনটির বর্তমান সংসদ সদস্য হলেন ভারতীয় জনতা পার্টি-এর শ্রী নিশিকান্ত দুবে।[২]
ক্রমিক নং | বছর | নাম | পার্টি |
---|---|---|---|
১. | ১৯৬২ | প্রভু দয়াল হিমসিংকা | ভারতীয় জাতীয় কংগ্রেস |
২. | ১৯৭৬ | প্রভু দয়াল হিমসিংকা | ভারতীয় জাতীয় কংগ্রেস |
৩. | ১৯৭১ | জগদীশ মণ্ডল | ভারতীয় জাতীয় কংগ্রেস |
৪ | ১৯৭৭ | জগদম্বী প্রসাদ যাদব | ভারতীয় লোকদল |
৫ | ১৯৮০ | মাওলানা সামউদ্দিন | ভারতীয় জাতীয় কংগ্রেস (ইন্দিরা) |
৬ | ১৯৮৪ | মাওলানা সামউদ্দিন | ভারতীয় জাতীয় কংগ্রেস |
৭ | ১৯৮৯ | জনারদন যাদব | ভারতীয় জনতা পার্টি |
৮ | ১৯৯১ | সুরজ মণ্ডল | ঝাড়খণ্ড মুক্তি মোর্চা |
৯ | ১৯৯৬ | জগদম্বী প্রসাদ যাদব | ভারতীয় জনতা পার্টি |
১০ | ১৯৯৮ | জগদম্বী প্রসাদ যাদব | ভারতীয় জনতা পার্টি |
১১ | ১৯৯৯ | জগদম্বী প্রসাদ যাদব | ভারতীয় জনতা পার্টি |
১২ | ২০০২ (পোল দ্বারা) |
প্রদীপ যাদব | ভারতীয় জনতা পার্টি |
১৩ | ২০০৪ | ফুরকান আনসারী | ভারতীয় জাতীয় কংগ্রেস |
১৪. | ২০০৯ | নিশিকান্ত দুবে | ভারতীয় জনতা পার্টি |
১৫. | ২০১৪ | নিশিকান্ত দুবে | ভারতীয় জনতা পার্টি |
১৬. | ২০১৯ | নিশিকান্ত দুবে | ভারতীয় জনতা পার্টি |
নির্বাচনের ফলাফল
[সম্পাদনা]সাধারণ নির্বাচন, ২০১৯: গোড্ডা
- ভারতীয় জনতা পার্টি
- প্রার্থী : নিশিকান্ত দুবে
- ভোট : ৬,৩৭,৬১০ +১৭.১৫
- শতাংশ: ৫৩.৪
- পরিবর্তন: +১৭.১৫%
- জেভিএম (পি)
- প্রার্থী: প্রদীপ যাদব
- ভোট: ৪,৫৩,৩৮৩
- শতাংশ: ৩৭.৯৭
- পরিবর্তন: +১৯.৫৩%
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ http://www.elections.in/jharkhand/parliamentary-constituencies/godda.html?utm_source=from_pctrack
- ↑ "All Members of Lok Sabha (Since 1952)"। New Delhi: Lok Sabha Secretariat। ১৬ জানুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৫।
আরও পড়ুন
[সম্পাদনা]- Surjit S. Bhalla. Citizen Raj: Indian Elections 1952-2019 (2019 [১]
- Prannoy Roy, Dorab R. Sopariwala . he Verdict:Decoding India's Elections (2019) [২]
বহিঃসংযোগ
[সম্পাদনা]- উইকিমিডিয়া কমন্সে গোড্ডা লোকসভা কেন্দ্র সম্পর্কিত মিডিয়া দেখুন।
- ভারতে লোকসভা কেন্দ্রের তালিকা
- লোকসভা নির্বাচনের ফলাফল সরাসরি ২০১৯
- লোকসভা নির্বাচন