লুৎফর রহমান জর্জ
লুৎফর রহমান জর্জ | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | বাংলাদেশি |
পেশা | অভিনয় |
কর্মজীবন | ১৯৯৩–বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম |
লুৎফুর রহমান জর্জ (জন্ম: ১ জুলাই ১৯৬৩) একজন বাংলাদেশী টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেতা। তিনি বিখ্যাত টেলিভিশন ধারাবাহিক কোথাও কেউ নেই - এ অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন।[১] এছাড়াও তিনি আগুনের পরশমণি এবং আয়নবাজির মতো ছবিতে কাজ করেছেন। [২] বর্তমানে তিনি অভিনয় শিল্পী সংঘ তথা অ্যাক্টর্স ইক্যুইটি বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক।[৩]
কর্মজীবন
[সম্পাদনা]লুৎফুর রহমান ১৯৮৫ সালে থিয়েটারে তার অভিনয় জীবন শুরু করেন। তিনি নামী সংস্থা নাগরিক নাট্য সম্প্রদায়ের সাথে কাজ করেছিলেন। তিনি হুমায়ূন আহমেদের বিখ্যাত টেলিভিশন ধারাবাহিক কোথাও কেউ নেই -এ মজনুর ভূমিকায় অভিনয় করে টিভি নাটকে পদার্পণ করেন। তারপর তিনি হুমায়ূন আহমেদেরই পরিচালিত আগুনের পরশমণি (১৯৯৪) ও পোকামকড়ের ঘরবসতি (১৯৯৬) চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর তিনি প্রাত ১৪ বছর অভিনয় থেকে দূরে থেকে ব্যবসায় মনোযোগ দেন। তারপর তার হার্ট অ্যাটাক হলে সুস্থ হওয়ার পর আবার তিনি অভিনয়ে ফিরে আসেন।[৪] মোস্তফা সরয়ার ফারুকীর টিভি নাটক ৪২০ -এ তার ভূমিকাও প্রশংসিত হয়েছিল।[২][৫] এছাড়া তিনি বেশকিছু চলচ্চিত্র, টিভি নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন।
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]বছর | শিরোনাম | ভূমিকা | পরিচালক | টীকা |
---|---|---|---|---|
২০২৩ | দুঃসাহসী খোকা | মুশফিকুর রহমান গুলজার | সংক্ষিপ্ত চলচ্চিত্র | |
প্রিয়তমা | খালেক চেয়ারম্যান | হিমেল আশরাফ | ||
রেডিও | অনন্য মামুন | |||
২০২২ | কালো প্রজাপতি | কিসলু | গোলাম সোহরাব দোদুল | ওয়েব চলচ্চিত্র |
হডসনের বন্দুক | প্রশান্ত অধিকারী | সৈয়দ শামসুল হকের কাহিনী অবলম্বনে | ||
পরাণ | রায়হান রাফি | |||
২০২১ | কালবেলা | ফ্যাক্টরির গার্ড | সাইদুল আনাম টুটুল | |
চরের মাস্টার | ভিকি জাহেদ | টিভি চলচ্চিত্র | ||
২০১৯ | ইন্দুবালা | জয় সরকার | পায়েল অভিষিক্ত চলচ্চিত্র | |
ইতি তোমারই ঢাকা | ১১ জন পরিচালক | ১১টি গল্প নিয়ে নির্মিত | ||
২০১৮ | কালের পুতুল | লক্ষণ দাস | আকা রেজা গালিব | আগাথা ক্রিস্টি'র "দ্বীপ বিভীষিকা" অবলম্বনে [৬] |
২০১৭ | ভয়ংকর সুন্দর | অনিমেষ আইচ | মতিনন্দীর ‘জলের ঘূর্ণি ও বকবক’ অবলম্বনে | |
গহীন বালুচর | অনিস চেয়ারম্যান | বদরুল আনাম সৌদ | বদরুল আনাম সৌদ পরিচালিত প্রথম চলচ্চিত্র | |
২০১৬ | আয়নাবাজি | কুদ্দুস সিদ্দিকী | অমিতাভ রেজা চৌধুরী | [৪] |
২০১৩ | মৃত্তিকা মায়া | গাজী রাকায়েত | ||
২০১১ | বেইলি রোড | মাসুদ কায়নাত | ||
১৯৯৬ | পোকামাকড়ের ঘরবসতি | আখতারুজ্জামান | [৪] | |
১৯৯৪ | আগুনের পরশমনি | জর্জ, মুক্তিযোদ্ধা | হুমায়ূন আহমেদ | অভিষিক্ত চলচ্চিত্র |
টিভি নাটক ও টেলিফিল্ম
[সম্পাদনা]- কোথাও কেউ নেই[৭]
- ৪২০[৮]
- হাওয়াই মিঠাই
- হাড় কিপটা
- আত্মজ[৯]
- কাল নিতুর বিয়ে[১০]
- বুকের বাঁ পাশে[১১]
- বেকারত্বের সৌরভ (২০২১) [১২]
- চোরের মাষ্টার (২০২১)
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]- ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ডডিজিটাল কনটেন্ট পুরস্কার
প্রদানের তারিখ | বিভাগ | মনোনীত কর্ম | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|
২১ অক্টোবর ২০২৩ | শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী | কালো প্রজাপতি | মনোনীত | [১৩] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "বদির বিদায়ে কাঁদছেন মজনু"। জাগো নিউজ। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২৫।
- ↑ ক খ "Lutfur Rahman George opens up about television, films and more"। দ্য ডেইলি স্টার। ৬ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "মধ্যমণি অভিনেতা জর্জ"। আরটিভি অনলাইন। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২৫।
- ↑ ক খ গ "'সুস্থ থাকার জন্য অভিনয় করি'"। চ্যানেল আই। ২০১৭-০২-২৬। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২৫।
- ↑ "ফারুকীর '৪২০' আবারও টিভিতে"। The Business Standard। ২০২০-১০-০৪। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২৫।
- ↑ "দৈনিক জনকন্ঠ || হাসপাতালে লুৎফর রহমান জর্জ"। দৈনিক জনকন্ঠ। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২৫।
- ↑ "'কোথাও কেউ নেই', 'বহুব্রীহি' এখনও জীবন্ত: নুহাশ"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০২১-০৪-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২৫।
- ↑ "চ্যানেল আইয়ে চলছে ফারুকীর '৪২০'"। চ্যানেল আই। ২০২০-১০-১৪। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২৫।
- ↑ "বিজয় দিবসের নাটক 'আত্মজ'"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২৫।
- ↑ "'কাল নিতুর বিয়ে'"। Sarabangla.net। ২০২০-০৮-০১। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২৫।
- ↑ "টেলিফিল্ম 'বুকের বাঁ পাশে'"। sarabangla.ne। ২০২১-০২-১১। সংগ্রহের তারিখ ২০২১-০৪-২৫।
- ↑ "বেকারত্বকে 'সৌরভ' হিসেবে দেখছেন শাওন!"। এনটিভি অনলাইন (ntvbd.com)। ঢাকা। জুলাই ১০, ২০২১। সংগ্রহের তারিখ আগস্ট ৫, ২০২১।
- ↑ "Blender's Choice-The Daily Star to celebrate the best of OTT"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৩১ আগস্ট ২০২৩। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০২৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে লুৎফর রহমান জর্জ (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে লুৎফর রহমান জর্জ