কুষ্টিয়া কেন্দ্রীয় জামে মসজিদ
অবয়ব
কুষ্টিয়া কেন্দ্রীয় জামে মসজিদ কুষ্টিয়া বড় জামে মসজিদ | |
---|---|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
জেলা | কুষ্টিয়া জেলা |
অবস্থান | |
অবস্থান | এনএস রোড, থানা পাড়া, কুষ্টিয়া[১] |
পৌরসভা | কুষ্টিয়া পৌরসভা |
দেশ | বাংলাদেশ |
স্থানাঙ্ক | ২৩°৫৪′৩০″ উত্তর ৮৯°০৭′৪৭″ পূর্ব / ২৩.৯০৮৩৪০° উত্তর ৮৯.১২৯৮৩১° পূর্ব |
স্থাপত্য | |
প্রতিষ্ঠাতা | জমিদার আতাউল হক |
সম্পূর্ণ হয় | ১৮৯৬[২] |
বিনির্দেশ | |
মিনার | ১ |
মিনারের উচ্চতা | ১১১ ফুট (৩৪ মি)[৩] |
কুষ্টিয়া কেন্দ্রীয় জামে মসজিদ কুষ্টিয়া শহরে অবস্থিত একটি মসজিদ।[১][৪] ১৮৯৬ সালে মসজিদটি প্রতিষ্ঠিত হয়। এটিই কালক্রমে কুষ্টিয়ার কেন্দ্রীয় মসজিদ হিসেবে গড়ে ওঠে। মসজিদটি কুষ্টিয়া বড় জামে মসজিদ নামেও বেশ পরিচিত।[২]
ইতিহাস
[সম্পাদনা]বর্তমান মসজিদটির জায়গায় ১৮৯০ সালে কুষ্টিয়া হাই স্কুলের মৌলবির জন্য একটি খড়ের ঘর তৈরি করা হয়। ১৮৯৬ সালে শেখপাড়ারক[›] জমিদার অ্যাওয়াজ সূত্রে এই জমির মালিক হন এবং এখানে মসজিদটি নির্মাণ করে। সেই সময় মসজিদটির দৈর্ঘ্য ও প্রস্থ ২৪ ফুট (৭.৩ মি) করে ছিল। মুসল্লিদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় কারণে ১৯২৬ সালে মসজিদের আয়তন বৃদ্ধি করা হয়। ১৯৮৬ সালে দক্ষিণ দিকে বর্ধিত করা হয়। বর্তমানে মসজিদের ভবন দ্বিতল ও একটি বিশাল আকৃতির মিনার রয়েছে।[২] মিনারের উচ্চতা ১১১ ফুট (৩৪ মি), মিনার নির্মানের কাজ ২০২১ সালে শুরু হয়।[৩]
চিত্রশালা
[সম্পাদনা]-
মসজিদের প্রবেশদ্বার
-
কুষ্টিয়া পাবলিক লাইব্রেরির মাঠ থেকে মসজিদের মিনার
-
প্রবেশদ্বার দিয়ে প্রবেশের পরের দৃশ্য
পাদটীকা
[সম্পাদনা]- ^ ক: শেখপাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী একটি এলাকা। এটি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় মধ্যে অবস্থিত।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "কু্টিয়া জেলার বিভিন্ন মসজিদের তথ্য"। জাতীয় তথ্য বাতায়ন - কুষ্টিয়া জেলা। ২০২৪-০৯-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০৮।
- ↑ ক খ গ ঘ ড. মুহাম্মদ এমদাদ হাসনায়েন; ড. সারিয়া সুলতানা (২০২০)। ধর্মীয় ইতিহাস স্থাপত্যে কুষ্টিয়া। ঢাকা: কন্ঠধ্বনি প্রকাশনী। পৃষ্ঠা ১২৫,১২৬। আইএসবিএন 9789849443506।
- ↑ ক খ "কুষ্টিয়ার কেন্দ্রীয় জামে মসজিদের মিনারের ঢালাই কাজের উদ্বোধন"। দৈনিক দিনকাল। ২০২১-০২-০৬। ২০২৪-০৮-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০৮।
- ↑ আব্দুল বারী (২০২২-০৭-২৬)। "কুষ্টিয়া কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারী পদে নির্বাচন ৩০ জুলাই"। দৈনিক দেশতথ্য। ২০২৪-০৯-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৯-০৮।
গ্রন্থপঞ্জি
[সম্পাদনা]- ড. মুহাম্মদ এমদাদ হাসনায়েন; ড. সারিয়া সুলতানা (২০২০)। ধর্মীয় ইতিহাস স্থাপত্যে কুষ্টিয়া। ঢাকা: কন্ঠধ্বনি প্রকাশনী। আইএসবিএন 9789849443506।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে কুষ্টিয়া কেন্দ্রীয় জামে মসজিদ সংক্রান্ত মিডিয়া রয়েছে।