ত্রিপুরার সঙ্গীত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ত্রিপুরা ভারতের একটি রাজ্য যেটি বিভিন্ন ধরনের লোকসংগীত তৈরি করেছে। সংগীতশিল্পী হেমন্ত জামাতিয়া প্রায় ১৯৭৯ সালে প্রধান খ্যাতি অর্জন করেছিলেন, যখন তিনি বিচ্ছিন্নতাবাদী ত্রিপুরা জাতীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গীত প্রতিনিধি হয়েছিলেন। পরে তিনি আত্মসমর্পণ করেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসেন, ত্রিপুরীর লোকসংগীতে তার কাজ উৎসর্গ করেন। ত্রিপুরী ভাষায় লোকজ ও আধুনিক সঙ্গীতে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ, তিনি ভারত সরকারের সঙ্গীত নাটক একাডেমী কর্তৃক সঙ্গীত ক্ষেত্রের সর্বোচ্চ সম্মানে ভূষিত হন।

ত্রিপুরী লোকসংগীত[সম্পাদনা]

ত্রিপুরীরা বাদ্যযন্ত্র ব্যবহার করে যেমন কাঠ এবং পশুর চামড়া দিয়ে তৈরি খাম, বাঁশের তৈরি সুমুই (বাঁশি), সারিন্দা, চোংপ্রেং, ডাংডু এবং করতাল আদিবাসী ত্রিপুরিদের মধ্যে খুব বিখ্যাত এবং জনপ্রিয়।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Sanajaoba, Naorem (১৯৮৮)। Manipur, Past and Present: The Heritage and Ordeals of a Civilization (ইংরেজি ভাষায়)। Mittal Publications। আইএসবিএন 978-81-7099-853-2