আদি অসমীয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আদি অসমীয়া
অঞ্চলআসাম
যুগ১৪শ-১৬শ শতক
পূর্বসূরী
উপভাষা
বাংলা-অসমীয়া লিপি
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-৩
দক্ষিণপাট সত্র থেকে আদি অসমিয়া ভাষায় লেখা ভাগবতের পাণ্ডুলিপি।

আদি অসমীয়া ( অসমীয়া: পুৰণি অসমীয়া ) বা প্রোটো-ইস্টার্ন কামরূপ [১] আধুনিক অসমীয়া ভাষার পূর্বরূপ। চতুর্দশ থেকে ষোড়শ শতকের শেষ পর্যন্ত কামতা রাজ্য এবং আসামের ব্রহ্মপুত্র উপত্যকায় রচিত সাহিত্যকর্মে এভাষার নমুনা পাওয়া যায়।[২][৩]

সাহিত্য[সম্পাদনা]

আদি অসমিয়া সাহিত্যের সময়কালকে ভাগ করা যায়: ক) প্রাক-বৈষ্ণব যুগ এবং খ) বৈষ্ণব উপযুগ।[৪] প্রাক-বৈষ্ণব যুগ শঙ্করদেবের আবির্ভাবের পূর্বের সময়কাল এবং তার সাহিত্যিক কর্মকাণ্ড দ্বারা সূচিত বৈষ্ণব যুগকে অন্তর্ভুক্ত করে। প্রাচীন অসমীয়া লেখক, হরিভর বিপ্র, যিনি যথাক্রমে প্রহ্লাদ চরিত্র এবং বব্রুবাহন পর্ব রচনা করেছিলেন, এবং হেমা সরস্বতী; কামতাপুরের রাজা দুর্লভনারায়ণের পৃষ্ঠপোষকতায় লিখেছেন। দুর্লভনারায়ণ ত্রয়োদশ শতকের শেষের দিকে বা চতুর্দশ শতকের শুরুতে কামতা রাজ্য শাসন করেছিলেন। একই সময়ের পরবর্তী দুই গুরুত্বপূর্ণ কবি হলেন রুদ্র কান্দালি এবং কবিরত্ন সরস্বতী যিনি দ্রোণপর্ব এবং জয়দ্রথ বধ রচনা করেছিলেন। কিন্তু এই সময়ের প্রবল কবি হলেন মাধব কান্দালি যাকে সম্মানের সাথে শঙ্করদেব (জন্ম ১৪৪৯) তার পূর্বসূরি হিসেবে উল্লেখ করেছেন। মাধব কন্দলী চতুর্দশ শতকের শেষের দিকে বিকাশ লাভ করেন এবং মধ্য আসামের তৎকালীন কাছারি (ভারাহ) রাজা মহামাণিক্যের পৃষ্ঠপোষকতায় সমগ্র রামায়ণ অনুবাদ করেন।[৫]

লিখন পদ্ধতি[সম্পাদনা]

১৪/১৫ শতকের নীলাচল রাজা মাধবদেবের তাম্রলিপিতে ১৪-১৫শ শতকের আদি অসমিয়া ভাষা প্রচলিত সময়ে ব্যবহৃত লিপি দেখানো হয়েছে।

আদি অসমীয়া লেখা হতো পূর্ব নাগরী লিপিতে

ব্যাকরণ[সম্পাদনা]

সর্বনাম[সম্পাদনা]

ব্যক্তি [৬] [৭] একক মনোনীত একবচন তির্যক বহুবচন মনোনীত বহুবচন তির্যক
১ম মাই, মা, আমি মো-, মোহো- আমি, আমারা আমা-, আমহা-, আমাসা-
২য় অনানুষ্ঠানিক তাই, তাই থেকে-, তোহো- তোরা তোরা-
২য় পরিচিত তুমি তোমা-, তোমহা তোমারা তোমাসা-
৩য় ব্যক্তি (পুরুষ বাচক) আমি, এটি ইহা-, আ- আরা আরা-, এসম্বা-
৩য় ব্যক্তি (স্ত্রীবাচক) এই এই- আরা আরা-, এসম্বা-
৩য় ব্যক্তি সম্মানসূচক ehe, eho ইহান্তে , ইহান্তো এসাম্বা-
৩য় ব্যক্তি (পুরুষ)

দূরসম্পর্কে

si, sito তা-, তাহা- তারা তারা-, তাসাম্বা-
৩য় ব্যক্তি (স্ত্রীবাচক)

দূরসম্পর্কে

তাই তাই-
৩য় ব্যাক্তি সম্মান সূচক তেহো, তেহে, তেহা তেহন্তে, তেহেন্তো, তেসাম্বে তাসাম্বা-

গ্রন্থসূত্র[সম্পাদনা]

  1. Toulmin 2006
  2. (Kakati 1941)
  3. "The history of Assamese language, as preserved in literature, may be conveniently divided into three periods:- (1) Early Assamese: from the fourteenth to the end of the sixteenth century." (Kakati 1953)
  4. Kakati 1941
  5. (Kakati 1953)
  6. (Bez 2012)
  7. Kakati 1941

তথ্যসূত্র[সম্পাদনা]

 

  • Bez, Gitanjali (২০১২)। Grammatical Categories in Madhav Kandali's Ramayana (Ph.D.)। Gauhati University। hdl:10603/116370 
  • Kakati, Banikanta (১৯৪১), Assamese: Its Formation and Development, Gauhati, Assam: Government of Assam 
  • Kakati, Banikanta (১৯৫৩), "The Assamese Language", Kakati, Banikanta, Aspects of Early Assamese Literature, Gauhati: Gauhati University, পৃষ্ঠা 1–16 
  • Toulmin, Mathew W S (২০০৬)। Reconstructing linguistic history in a dialect continuum: The Kamta, Rajbanshi, and Northern Deshi Bangla subgroup of Indo-Aryan (Ph.D.)। The Australian National University।