বিষয়বস্তুতে চলুন

কেমরে প্রিমিয়ার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(ওয়েল্স প্রিমিয়ার লীগ থেকে পুনর্নির্দেশিত)
কেমরে প্রিমিয়ার
স্থাপিত১৯৯২; ৩২ বছর আগে (1992)
দেশওয়েলস ওয়েলস (১১টি দল)
অন্য দেশের ক্লাবইংল্যান্ড ইংল্যান্ড (১টি দল)
কনফেডারেশনইউরোপ উয়েফা
দলের সংখ্যা১২
লিগের স্তর
অবনমিতকেমরে উত্তর
কেমরে দক্ষিণ
ঘরোয়া কাপওয়েলশ কাপ
ওয়েলশ লিগ কাপ
আন্তর্জাতিক কাপ
বর্তমান চ্যাম্পিয়নকোনাহ'স কায় নোমাডস (১ম শিরোপা)
(২০১৯–২০)
সর্বাধিক শিরোপাদ্য নিউ সেন্টস
(১৩টি শিরোপা)
সম্প্রচারকএস৪সি
ওয়েবসাইটcymrufootball.wales
২০২০–২১ কেমরে প্রিমিয়ার

কেমরে প্রিমিয়ার (এছাড়াও লিগ অফ ওয়েলস অথবা ওয়েলস প্রিমিয়ার লিগ নামে পরিচিত) হচ্ছে পুরুষদের ফুটবল ক্লাবগুলোর মধ্যে আয়োজিত ওয়েলসের একটি পেশাদার লিগ।[] ২০১৯– ২০ মৌসুমে, এই লিগের পরিবর্তন করে কেমরে প্রিমিয়ার রাখা হয়।[] এই লিগটি ওয়েলস ফুটবল লিগ পদ্ধতির শীর্ষস্তরের ফুটবল প্রতিযোগিতা। ওয়েলস ফুটবল এসোসিয়েশন দ্বারা পরিচালিত কেমরে প্রিমিয়ারে সর্বমোট ১২টি ক্লাব প্রতিযোগিতা করে থাকে; যার মধ্য হতে চ্যাম্পিয়নস পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দল বিজয়ী দল হিসেবে শিরোপা জয়লাভ করে এবং প্লে-অফ পর্ব শেষে পয়েন্ট তালিকার নিচের দিকের দুটি দল কেমরে উত্তর অথবা কেমরে দক্ষিণে অবনমিত হয়।

কেমরে প্রিমিয়ারের প্রতিটি মৌসুমে নিয়মিত পর্বে প্রতিটি ক্লাব একে অপরের সাথে দুইটি করে ম্যাচ খেলে; যার মধ্যে একটি হচ্ছে হোম ম্যাচ এবং অন্যটি হচ্ছে অ্যাওয়ে ম্যাচ। নিয়মিত মৌসুম শেষে পয়েন্ট তালিকার শীর্ষ ৬ দল চ্যাম্পিয়নস পর্বে প্রবেশ করে এবং নিচের দিকের ৬টি দল প্লে-অফ পর্বে প্রবেশ করে, যেখানে প্রতিটি ক্লাব নিজের পর্বের ক্লাবের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলে। প্লে-অফ পর্ব শেষে, নিচের দুটি ক্লাবটি স্বয়ংক্রিয়ভাবে ওয়েলস ফুটবল লিগ পদ্ধতির দ্বিতীয় স্তরে অবনমিত হয়। একই সাথে, দুটি দল স্বয়ংক্রিয়ভাবে কেমরে প্রিমিয়ারে উন্নীত হয়।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]