বিষয়বস্তুতে চলুন

আলসভেনস্কান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলসভেনস্কান
স্থাপিত১৩ জানুয়ারি ১৯২৪; ১০১ বছর আগে (1924-01-13)
দেশসুইডেন সুইডেন
কনফেডারেশনইউরোপ উয়েফা
দলের সংখ্যা১৬
লিগের স্তর
অবনমিতসুপেরেত্তান
ঘরোয়া কাপসভেনস্কা কুপেন
আন্তর্জাতিক কাপ
বর্তমান চ্যাম্পিয়নইয়ুরগরদেন্স (৮ম শিরোপা)
(২০১৯)
সর্বাধিক শিরোপামালমো (২৩টি শিরোপা)
সর্বাধিক ম্যাচসুইডেন সভেন অ্যান্দারসন (৪৩১)
শীর্ষ গোলদাতাসুইডেন সভেন ইয়োনাসন (২৫৪)
সম্প্রচারকইউরোস্পোর্ট
ইএসপিএন+ (প্রতি সপ্তাহে একটি ম্যাচ)
ওয়েবসাইটwww.allsvenskan.se
২০২৫ আলসভেনস্কান

আলসভেনস্কান (সুয়েডিয় উচ্চারণ: [ˈâlːˌsvɛnːskan], ইংরেজি: the All-Swedish, অনু. সর্ব-সুয়েডীয়; এছাড়াও ফতবলসালসভেনস্কান নামেও পরিচিত) হচ্ছে পুরুষদের ফুটবল ক্লাবগুলোর মধ্যে আয়োজিত একটি সুয়েডীয় পেশাদার লিগ,[][] যা ১৯২৪ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই লিগটি সুয়েডীয় ফুটবল লিগ পদ্ধতির শীর্ষস্তরের ফুটবল প্রতিযোগিতা। সুয়েডীয় ফুটবল এসোসিয়েশন দ্বারা পরিচালিত আলসভেনস্কানে সর্বমোট ১৬টি ক্লাব প্রতিযোগিতা করে থাকে; যার মধ্য হতে পয়েন্ট তালিকার শীর্ষ দল বিজয়ী দল হিসেবে শিরোপা জয়লাভ করে এবং পয়েন্ট তালিকার নিচের দুটি দল সুপেরেত্তানে অবনমিত হয়।

আলসভেনস্কানের প্রতিটি মৌসুমে প্রতিটি ক্লাব একে অপরের সাথে দুইটি করে ম্যাচ খেলে; যার মধ্যে একটি হচ্ছে হোম ম্যাচ এবং অন্যটি হচ্ছে অ্যাওয়ে ম্যাচ। প্রতিটি মৌসুমের শেষে, পয়েন্ট তালিকার নিচের দুটি ক্লাবটি স্বয়ংক্রিয়ভাবে সুয়েডীয় ফুটবল লিগ পদ্ধতির দ্বিতীয় স্তরে অবনমিত হয়। একই সাথে, সুপেরেত্তানের চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় স্থান অর্জনকারী দল স্বয়ংক্রিয়ভাবে আলসভেনস্কানে উন্নীত হয়। অন্যদিকে, সুয়েডীয় প্রথম ফুটবল লিগের পয়েন্ট টেবিলের ১৪তম দল এবং সুপেরেত্তানের তৃতীয় স্থান অধিকারী দল অবনমন প্লে-অফে অংশগ্রহণ করে।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "আলসভেনস্কানের তথ্য"সকারওয়ে। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২০ 
  2. Allsvenskan [আলসভেনস্কান]। fotbollskanalen (সুয়েডীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০২০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:আলসভেনস্কান টেমপ্লেট:আলসভেনস্কানের মৌসুম টেমপ্লেট:সুইডেনে ফুটবল