কোনাহ'স কায় নোমাডস ফুটবল ক্লাব
![]() | |||
পূর্ণ নাম | কোনাহ'স কায় নোমাডস ফুটবল ক্লাব | ||
---|---|---|---|
ডাকনাম | দ্য নোমাডস | ||
প্রতিষ্ঠিত | জুলাই ১৯৪৬ (কোনাহ'স কায় জুনিয়র হিসেবে)[১] | ||
মাঠ | ডিসাইড স্টেডিয়াম | ||
ধারণক্ষমতা | ১,৫০০[২] | ||
সভাপতি | ![]() ![]() | ||
ম্যানেজার | ![]() | ||
লিগ | কেমরে প্রিমিয়ার | ||
২০১৯–২০ | ১ম (চ্যাম্পিয়ন) | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
|
কোনাহ'স কায় নোমাডস ফুটবল ক্লাব (ওয়েলশ: Clwb Pêl-droed Cei Connah; এছাড়াও কোনাহ'স কায় নোমাডস এফসি অথবা শুধুমাত্র কোনাহ'স কায় নোমাডস নামে পরিচিত) হচ্ছে কোনাহ'স কায় ভিত্তিক ওয়েলসের একটি পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ওয়েলসের শীর্ষ স্তরের ফুটবল লীগ কেমরে প্রিমিয়ারে খেলে। এই ক্লাবটি ১৯৪৬ সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত হয়েছে। কোনাহ'স কায় নোমাডস তাদের সকল হোম ম্যাচ কোনাহ'স কায়ের ডিসাইড স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১,৫০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন অ্যান্ডি মরিসন এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ভিক্টোরিয়া রয়ক্রফট এবং জন গ্রে। ইংরেজ রক্ষণভাগের খেলোয়াড় জর্জ হোরান এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
ঘরোয়া ফুটবলে, কোনাহ'স কায় নোমাডস এপর্যন্ত ৪টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি কেমরে প্রিমিয়ার, ১টি ওয়েলশ কাপ এবং ২টি ওয়েলশ লীগ কাপ শিরোপা রয়েছে।
অর্জন[সম্পাদনা]
- চ্যাম্পিয়ন (১): ২০১৯–২০
- চ্যাম্পিয়ন (১): ২০১৭–১৮
- চ্যাম্পিয়ন (২): ১৯৯৫–৯৬, ২০১৯–২০
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "কোনাহ'স কায় নোমাডস ফুটবল ক্লাবের সকল তথ্য"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২০।
- ↑ "Deeside Stadium | gap connah's Quay FC | Dafabet Welsh Premier League"। The Nomads। ২৬ এপ্রিল ২০১৫। ১ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৬।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (ইংরেজি)