ব্যারি টাউন ইউনাইটেড ফুটবল ক্লাব

স্থানাঙ্ক: ৫১°২৪′৩৯″ উত্তর ৩°১৫′৫৫″ পশ্চিম / ৫১.৪১০৮৩° উত্তর ৩.২৬৫২৮° পশ্চিম / 51.41083; -3.26528
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ব্যারি টাউন ইউনাইটেড
পূর্ণ নামব্যারি টাউন ইউনাইটেড ফুটবল ক্লাব
ডাকনামটাউন, লিনেটস, ড্রাগনস
প্রতিষ্ঠিত১৯১২; ১১২ বছর আগে (1912)
(ব্যারি এএফসি হিসেবে)
মাঠজেনার পার্ক
ধারণক্ষমতা৩,৫০০
স্থানাঙ্ক৫১°২৪′৩৯″ উত্তর ৩°১৫′৫৫″ পশ্চিম / ৫১.৪১০৮৩° উত্তর ৩.২৬৫২৮° পশ্চিম / 51.41083; -3.26528
সভাপতিওয়েলস মার্ক ব্যারেট
ম্যানেজারওয়েলস গেভিন চেস্টারফিল্ড
লিগকেমরে প্রিমিয়ার
২০১৯–২০৪র্থ
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

ব্যারি টাউন ইউনাইটেড ফুটবল ক্লাব (ওয়েলশ: Clwb Pêl Droed Tref Y Barri, ইংরেজি: Barry Town United Football Club; এছাড়াও ব্যারি টাউন ইউনাইটেড এফসি অথবা শুধুমাত্র ব্যারি টাউন ইউনাইটেড নামে পরিচিত) হচ্ছে ব্যারি ভিত্তিক ওয়েলসের একটি পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ওয়েলসের শীর্ষ স্তরের ফুটবল লীগ কেমরে প্রিমিয়ারে খেলে। এই ক্লাবটি ১৯১২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ব্যারি টাউন ইউনাইটেড তাদের সকল হোম ম্যাচ ব্যারির জেনার পার্কে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩,৫০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন গেভিন চেস্টারফিল্ড এবং সভাপতির দায়িত্ব পালন করছেন মার্ক ব্যারেট। ওয়েলশ রক্ষণভাগের খেলোয়াড় লুক কুপার এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

ঘরোয়া ফুটবলে, ব্যারি টাউন ইউনাইটেড এপর্যন্ত ১৩টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৭টি কেমরে প্রিমিয়ার এবং ৬টি ওয়েলশ লীগ কাপ শিরোপা রয়েছে।

অর্জন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:ব্যারি টাউন ইউনাইটেড ফুটবল ক্লাব