এমটিভি পাকিস্তান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এমটিভি পাকিস্তান
উদ্বোধন২৩ অক্টোবর ২০০৬
বন্ধ১ অক্টোবর ২০১১
মালিকানাভিয়াকম পাকিস্তান, ইন্দু মিডিয়া গ্রুপ পাকিস্তান
চিত্রের বিন্যাস৪:৩/১৬:৯ (৫৭৬আই, এসডিটিভি)
দেশপাকিস্তান
প্রচারের স্থানপাকিস্তান
প্রধান কার্যালয়করাচি
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
ভিএইচওয়ান পাকিস্তান
প্রাপ্তিস্থান
কৃত্রিম উপগ্রহ
ফ্রি-টু-এয়ার৩৮.০°E পাকস্যাট ১
ফ্রি-টু-এয়ার১০৫.৫ °E এশিয়াস্যাট ৩এস
ফ্রি-টু-এয়ার৯১.৫°E মিনস্যাট

এমটিভি পাকিস্তান হচ্ছে পাকিস্তানের একটি প্রাক্তন চ্যানেল। পাকিস্তানি উর্দু ভাষায় মূলত এই চ্যানেলটি পপসঙ্গীত সহ পাকিস্তানি চলচ্চিত্রের সঙ্গীত প্রচারিত হতো। এছাড়াও চ্যানেলটিতে সিন্ধি ভাষার গান, পাঞ্জাবি ভাষার গান সহ পশতু ভাষাতেও কিছু কিছু জনপ্রিয় গান প্রচারিত হয়েছে। ইন্দু মিডিয়া গ্রুপ এই চ্যানেলটি ২০০৬ সালে চালু করে।

মূলত ভারতীয় এমটিভির দ্বারা অনুপ্রাণিত এই চ্যানেলটি পাকিস্তানি তরুণ-তরুণীদের জন্যই নির্মিত ছিলো এবং পশ্চিমা ধাচে ভিডিও জকি সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান উপস্থাপনা পশ্চিমা ধাচেই মূলত ভারতের এমটিভিকে অনুকরণ করে নির্মিত হতো।

অনুষ্ঠানমালা[সম্পাদনা]

  • এমটিভি বসন্তী
  • মোস্ট ওয়ান্টেড
  • এমটিভি সিলেক্ট
  • ভেজা ফ্রাই
  • লাভ লকডাউন
  • লাভ স্টোরিজ
  • টপ টেন ওয়ার্ল্ড মিউজিক
  • এমটিভি ক্লাসিকস
  • এমটিভি রিকোয়েস্টেড
  • এমটিভি নিউজ
  • এমটিভি ভিজে হান্ট
  • গ্রুভ অ্যান্ড ক্লাসিকস

বহিঃসংযোগ[সম্পাদনা]