এটিকে ফুটবল ক্লাব
পূর্ণ নাম | আতলেতিকো দে কলকাতা | ||
---|---|---|---|
ডাকনাম | দি বেঙ্গল টাইগার্স | ||
সংক্ষিপ্ত নাম | এটিকে | ||
প্রতিষ্ঠিত | ৭ মে ২০১৪ [১] | ||
বিলুপ্তি | ১ জুন ২০২০ | ||
স্টেডিয়াম | বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা, পশ্চিমবঙ্গ রবীন্দ্র সরোবর স্টেডিয়াম, কলকাতা, পশ্চিমবঙ্গ | ||
ধারণক্ষমতা | ১২০,০০০[২] , ২২,০০০ | ||
মালিকরা | কলকাতা গেমস এন্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেড (সৌরভ গঙ্গোপাধ্যায়, সঞ্জীব গোয়েঙ্কা , হর্ষবর্ধন নেওটিয়া , উৎসব পারেখ ) | ||
প্রধান কোচ | আন্তোনিও লোপেজ হাবাস | ||
লিগ | ইন্ডিয়ান সুপার লীগ | ||
২০১৪ | বিজয়ী | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
এটিকে (ইংরেজি: ATK) (পূর্বতন নাম: আতলেতিকো দে কলকাতা) হল ইন্ডিয়ান সুপার লীগে পশ্চিমবঙ্গের কলকাতা শহর থেকে অংশগ্রহণকারী একটি ভারতীয় ফুটবল দল। এই দলটি ২০১৪ সালের ৭ ই মে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম দল হিসাবে স্থাপিত হয়।[১] দলটির নাম স্পেনীয় ফুটবল দল আতলেতিকো মাদ্রিদ-এর অনুকরণে রাখা হয়েছিল। ২০২০ সালে দলটির মালিকপক্ষ মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের ফুটবল বিভাগের ৮০ শতাংশ মালিকানা অধিগ্রহণ করে নবগঠিত এটিকে মোহনবাগান প্রাইভেট লিমিটেড-এ অর্থ বিনিয়োগ করার সিদ্ধান্ত নেন এবং এটিকে ফুটবল ক্লাবের নিবন্ধ বাতিল করার মধ্যে দিয়ে এই ক্লাবের অবলুপ্তির সিদ্ধান্ত গ্রহণ করেন।[৩]
মালিকানা স্বত্ব
[সম্পাদনা]কলকাতা গেমস এন্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেড এবং মোহনবাগান এই দলটির মালিকানা বহন করত। এই সংস্থায় ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় , সঞ্জীব গোয়েঙ্কা , হর্ষবর্ধন নেওটিয়া ও উৎসব পারেখ।
মাঠ
[সম্পাদনা]বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন দলটির ঘরের মাঠ হিসেবে পরিচিত। এছাড়া সংস্কারের জন্য মূল মাঠটি উপলব্ধ না থাকায় ২০১৬ সালে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম টি ব্যবহৃত হয়েছে।
খেলোয়াড়
[সম্পাদনা]২০১৮ মৌসুমের দল
[সম্পাদনা]- মার্চ ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[৪]
টীকা: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।
|
|
তারকা প্রদর্শনকারীদের গাঢ় রঙে দেখানো হলো।
সর্বশেষ মৌসুমের কর্মকর্তা
[সম্পাদনা]অবস্থান | নাম |
---|---|
প্রধান কোচ | আন্তোনিও লোপেজ হাবাস |
সহকারী কোচ | কেভিন কীন সঞ্জয় সেন |
শারীরিক প্রশিক্ষক এবং ফিটনেস কোচ | কার্লস রিভেরো |
গোলরক্ষক কোচ | জুসসি জাসকেলাইনেন |
প্রযুক্তিগত পরিচালক | সঞ্জয় সেন |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Indian Super League football: Sourav Ganguly-backed Atletico de Kolkata launched"। NDTV Sports। ৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৪।
- ↑ Mendola, Nicholas। "No New, just Nou: Barcelona decides to upgrade stadium to 105,000"। NBC Sports। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৪।
- ↑ ATK disaffiliated, Mohun Bagan to play with new brand name
- ↑ "মেহতাব জামশেদপুরে, দল পেলেন না নবি"। Anandabazar।