বিষয়বস্তুতে চলুন

এটিকে ফুটবল ক্লাব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এটিকে
পূর্ণ নামআতলেতিকো দে কলকাতা
ডাকনামদি বেঙ্গল টাইগার্স
সংক্ষিপ্ত নামএটিকে
প্রতিষ্ঠিত৭ মে ২০১৪ []
বিলুপ্তি১ জুন ২০২০
স্টেডিয়ামবিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা, পশ্চিমবঙ্গ
রবীন্দ্র সরোবর স্টেডিয়াম, কলকাতা, পশ্চিমবঙ্গ
ধারণক্ষমতা১২০,০০০[] , ২২,০০০
মালিকরাকলকাতা গেমস এন্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেড
(সৌরভ গঙ্গোপাধ্যায়, সঞ্জীব গোয়েঙ্কা , হর্ষবর্ধন নেওটিয়া , উৎসব পারেখ )
প্রধান কোচস্পেন আন্তোনিও লোপেজ হাবাস
লিগইন্ডিয়ান সুপার লীগ
২০১৪বিজয়ী
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

এটিকে (ইংরেজি: ATK) (পূর্বতন নাম: আতলেতিকো দে কলকাতা) হল ইন্ডিয়ান সুপার লীগে পশ্চিমবঙ্গের কলকাতা শহর থেকে অংশগ্রহণকারী একটি ভারতীয় ফুটবল দল। এই দলটি ২০১৪ সালের ৭ ই মে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম দল হিসাবে স্থাপিত হয়।[] দলটির নাম স্পেনীয় ফুটবল দল আতলেতিকো মাদ্রিদ-এর অনুকরণে রাখা হয়েছিল। ২০২০ সালে দলটির মালিকপক্ষ মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের ফুটবল বিভাগের ৮০ শতাংশ মালিকানা অধিগ্রহণ করে নবগঠিত এটিকে মোহনবাগান প্রাইভেট লিমিটেড-এ অর্থ বিনিয়োগ করার সিদ্ধান্ত নেন এবং এটিকে ফুটবল ক্লাবের নিবন্ধ বাতিল করার মধ্যে দিয়ে এই ক্লাবের অবলুপ্তির সিদ্ধান্ত গ্রহণ করেন।[]

মালিকানা স্বত্ব

[সম্পাদনা]

কলকাতা গেমস এন্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেড এবং মোহনবাগান এই দলটির মালিকানা বহন করত। এই সংস্থায় ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় , সঞ্জীব গোয়েঙ্কা , হর্ষবর্ধন নেওটিয়া ও উৎসব পারেখ।

বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন দলটির ঘরের মাঠ হিসেবে পরিচিত। এছাড়া সংস্কারের জন্য মূল মাঠটি উপলব্ধ না থাকায় ২০১৬ সালে রবীন্দ্র সরোবর স্টেডিয়াম টি ব্যবহৃত হয়েছে।

খেলোয়াড়

[সম্পাদনা]

২০১৮ মৌসুমের দল

[সম্পাদনা]
মার্চ ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[]

টীকা: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।

নং অবস্থান খেলোয়াড়
ভারত অর্নব মন্ডল (ভারতীয় জাতীয় দলের অধিনায়ক ছিলেন)
ভারত সন্দেশ ঝিঙ্গন
ইংল্যান্ড জন জনশন
ভারত রিকি লালমুয়ানকিমা
স্কটল্যান্ড কার্ল মেগহাগ (স্কটল্যান্ড এর বিখ্যাত দল মাদারওয়েল এর অধিনায়ক ছিলেন)
অস্ট্রেলিয়া ডাভিদ উইলিয়ামস (ওয়েলিংটন ফোনিক্স এর হয়ে এ-লিগে ১০টি গোল আছে)
১০ স্পেন এদু গার্সিয়া (লা লিগা খেলেছেন)
১৩ গো ভারত অভিলাশ পাল (এএফসি কাপে একটা ক্লিনশিট আছে)
১৪ স্পেন আগাস গার্সিয়া
১৫ ভারত বলবন্ত সিং (ভারতীয় জাতীয় দলের প্লেয়ার)
১৬ ভারত জয়েশ রানে
১৭ ভারত প্রণয় হালদার
১৮ ভারত হিতেশ শর্মা
নং অবস্থান খেলোয়াড়
১৯ স্পেন জাভি হার্নান্দেজ (পোলিশ লীগ এ খেলেছেন)
২০ ভারত প্রীতম কোটাল
২১ ফিজি রয় কৃষ্ণা (এ-লিগের টপ স্কোরার ও ফিজির অধিনায়ক)
২২ ভারত জবি জাস্টিন
২৩ ভারত মাইকেল সুসেইরাজ (ভারতীয় ফুটবলের ইতিহাসে রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে একে কিনেছে এটিকে)
২৪ গো ভারত ধিরাজ সিং (অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে খেলেছেন)
২৬ ভারত শেহনাজ সিং
২৯ গো ভারত অরিন্দম ভট্টাচার্য
৩০ ভারত আনাস ইথাথোড্ডিকা
৩১ ভারত প্রীতম কোটাল (ভারতীয় জাতীয় দলের প্লেয়ার)
৩৩ ভারত প্রবীর দাস
৮৭ অস্ট্রেলিয়া ডারিও ভিদোসিক (চীন সুপার লীগ ও এ-লিগে খেলেছেন,ফিফা বিশ্বকাপ খেলেছেন)

তারকা প্রদর্শনকারীদের গাঢ় রঙে দেখানো হলো।

সর্বশেষ মৌসুমের কর্মকর্তা

[সম্পাদনা]
অবস্থান নাম
প্রধান কোচ স্পেন আন্তোনিও লোপেজ হাবাস
সহকারী কোচ ইংল্যান্ড কেভিন কীন
ভারত সঞ্জয় সেন
শারীরিক প্রশিক্ষক এবং ফিটনেস কোচ স্পেন কার্লস রিভেরো
গোলরক্ষক কোচ ফিনল্যান্ড জুসসি জাসকেলাইনেন
প্রযুক্তিগত পরিচালক ভারত সঞ্জয় সেন

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Indian Super League football: Sourav Ganguly-backed Atletico de Kolkata launched"NDTV Sports। ৬ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৪ 
  2. Mendola, Nicholas। "No New, just Nou: Barcelona decides to upgrade stadium to 105,000"NBC Sports। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৪ 
  3. ATK disaffiliated, Mohun Bagan to play with new brand name
  4. "মেহতাব জামশেদপুরে, দল পেলেন না নবি"। Anandabazar।