উইকিপিডিয়া আলোচনা:অনলাইন এডিটাথন/২০২১/রমজান

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Al Riaz Uddin Ripon কর্তৃক ২ বছর পূর্বে "ফলাফল" অনুচ্ছেদে

নিবন্ধ সম্পর্কে[সম্পাদনা]

@আফতাবুজ্জামান এবং SHEIKH: ভাই, আমি কী এরকম নিবন্ধ অনুবাদ করতে পারি যা বাংলা উইকিতে নেই? ~ Laisur W ∎∎ (আলাপ📩) ০৬:০৩, ১২ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Laisurw2020: ইসলাম বিষয়ক যে কোন নিবন্ধ করতে পারেন। ধন্যবাদ — SHEIKH (আলাপন) ০৯:২২, ১২ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@SHEIKH: অসংখ্য ধন্যবাদ। ~ Laisur W ∎∎ (আলাপ📩) ০৯:৩৬, ১২ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ জমা[সম্পাদনা]

নিবন্ধ জমা দিবার জায়গা কোথায়? নাকি নিবন্ধ জমা দিতে হবে না? ~ তন্ময় (আলাপ) ০৭:০৫, ১২ এপ্রিল ২০২১ (ইউটিসি)°উত্তর দিন

@Mzz Tanmay: https://fountain.toolforge.org/editathons/romjan -- আফতাবুজ্জামান (আলাপ) ১৬:১৭, ১২ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

মিনার নিয়ে নিবন্ধ[সম্পাদনা]

মিনার নিয়ে কোন নিবন্ধ কি এই এডিটাথনে জমা দেওয়া যাবে? গত রমজান এডিটাথনে মিনার সংশ্লিষ্ট একটা তালিকা ছিল। যদিও এবার মিনার নিয়ে কোন তালিকা নাই। এই সম্পর্কে দয়া করে উত্তর দিবেন। ~ তন্ময় (আলাপ) ১৪:০৭, ১৩ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Mzz Tanmay: ইসলাম/মুসলিম সম্পর্কিত যেকোন কিছু হলেই হবে। --আফতাবুজ্জামান (আলাপ) ২২:৩৭, ১৬ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

জরুরি দৃষ্টি আকর্ষণ[সম্পাদনা]

আমি যেকোন নিবন্ধের অনুবাদের কাজ করাকালীন তাতে কি অন্য যেকেউ অনুবাদ যোগ করতে পারবে? বা আমার অনুবাদ বাদ দিয়ে নিজের অনুবাদ অন্তর্ভুক্ত করতে পারবে?

আমি ইসলামের প্রাথমিক যুগে সামাজিক পরিবর্তন নামে নিবন্ধটির কাজ শুরু করেছিলাম। অনেকখানি অনুবাদ করেছিলাম। আজ একজন জানালেন তিনি এই নিবন্ধ অন্য নামে ইতোমধ্যেই করে রেখেছেন এবং আমার নিবন্ধটি পুনর্নিদেশ করে দিয়েছেন। আর এও জানালেন নতুন নিবন্ধ শুরু করার সময় ভালো করে যেন দেখে নেই। এত সময় নিয়ে পরিশ্রমের পর এ ধরনের ঘটনা অত্যন্ত হতাশাব্যাঞ্জক। এখন কি করব? আমি তালিকা দেখে নিবন্ধ নির্বাচন করেছিলাম এবং যেদিন তালিকা দেয়া হয়েছিল তার পরদিনই নির্বাচন করেছিলাম।

এ ধরনের বিষয় নিয়ে নিশ্চয়ই উইকিপিডিয়ার সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। নইলে অনুবাদ অব্যাহত রাখার আগ্রহই অনুবাদক হারিয়ে ফেলবেন। অনুগ্রহ করে জানাবেন। Naznin S. Niti (আলাপ) ০৩:৩৩, ১৯ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

Naznin S. Niti উক্ত নিবন্ধ গত বছর তৈরি হয়েছিল। যাইহোক হতাশ হবেন না। দেখতে পাচ্ছি, আপনি অনেকখানি সম্পন্ন করেছেন। আমি বরং আপনারটি রেখে পুরনোটি আপনার নিবন্ধে নির্দেশ করে দিচ্ছি। ইসলামের প্রাথমিক যুগে সামাজিক পরিবর্তন-এর লেখাগুলি ফেরত আনা হয়েছে। অনুগ্রহ করে কাজ চালিয়ে যান। আফতাবুজ্জামান (আলাপ) ২৩:২৫, ১৯ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

Uzair[সম্পাদনা]

Uzair নিবন্ধটা কেউ অনুবাদ করছেন কি? জানাতে পারেন, না করে থাকলে আমি শুরু করে দিলাম। মাহে রমাদান। ‍‍‍‍~ ফায়সাল বিন দারুল (২০২১) ১১:২৩, ২১ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

Deadline[সম্পাদনা]

এবারের প্রতিযোগিতায় সময়সীমা কতদিন? বিজয়ীদের জন্য কোন সনদ আছে কি — ArmaanMehfuzSahil (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@ArmaanMehfuzSahil: প্রতিযোগিতাটি পুরো রমজান মাস জুড়ে চলবে। যেহেতু এটি সম্পূর্ণ ই স্বেচ্ছাসেবকদের দ্বারা পরিচালিত (উইকিপ্রকল্প ইসলাম) তাই এখানে কোন পুরষ্কার নেই, ধন্যবাদ —শাকিল হোসেন আলাপ ২২:১২, ২৫ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ফলাফল[সম্পাদনা]

সুধীবৃন্দ, ইসলাম বিষয়ক এডিটাথনের পর্যালোচকগণ, অনুবাদের মানের উপর ভিত্তি করে সেরা দশ বিজয়ী নির্বাচিত করেছেন।

তারা হলেন @Mzz Tanmay, Safi Mahfouz, ফুরকান ইবন্ সা'দাদ, Maruf Hossain, FARMER, Hasnat Abdullah, MdsShakil, Asik12, Muhammad WAHID, এবং Meena Islam: আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনাদের ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৫:৪১, ১৫ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন