উইকিপিডিয়া:অধিকারের আবেদন/ব্যর্থ/ফাইল স্থানান্তরকারী/২০২২

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Abazizfahad[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

ফাইল নিয়ে কাজ করতে সহজ হবে কারণ অনেক সময় ভুল করে অনেক ভুল নামে ফাইল আপলোড দিয়ে ফেলি। মানে এক নামে ফাইল আপলোড দেওয়ার পর এটি একটু ভিন্নভাবে নাম পরিবর্তন করে দিতে মন চায় এবং এজন্য অন্য উইকিপিডিয়ানকে নাম পরিবর্তনের জন্য বিরক্ত করতে লজ্জা লাগে। Abazizfahad (আলাপ) ১৪:৩৯, ২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

  • প্রশ্ন: @Abazizfahad: আপনার আপলোডকৃত ছবির সংখ্যা খুব বেশি নয়। তার ওপর আপনি নিয়মিত আপলোড দেন না। সম্প্রতি সক্রিয় হয়েছেন। উপরন্তু এগুলোর মধ্যে দুইটি মাত্র স্থানান্তর করতে হয়েছে। আপনার আবেদনের জন্য আমার সম্পূরক প্রশ্ন হলো: আপনি ঠিক কী উপায়ে চিত্র স্থানান্তরের অনুরোধ করেন? চিত্র নামস্থানে আপনার অল্পসংখ্যক অবদান পর্যবেক্ষণ করে জিজ্ঞাস্য: আপনি কি জানেন, ঠিক কী উপায়ে উইকিপিডিয়ায় ফাইল স্থানান্তরের অনুরোধ করা হয়? — আদিভাইআলাপ১৫:০৪, ২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
    @Meghmollar2017 মূলত আমি এখন পর্যন্ত কাউকে ফাইল স্থানান্তর করতে অনুরোধ করিনি এবং কোন উপায়ে ফাইল স্থানান্তর অনুরোধ করা হয় তা আমি জানিনা। তবে আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করে অনুরোধ করা যেতে পারে বলে মনে করি। -- Abazizfahad (আলাপ) ০৮:০৮, ৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
    @Abazizfahad: সুধী, কোনো অধিকারের জন্য আবেদন করার সময় আশা করা হয়, যে আবেদনকারীগণ অধিকারের কারণ এবং কার্যাবলি সম্পর্কে সম্যকভাবে অবহিত থাকবেন। ফাইল স্থানান্তর অধিকারের জন্য বিস্তারিত পাবেন এখানে: উইকিপিডিয়া:ফাইল স্থানান্তরকারী। ফাইল স্থানান্তরের অনুরোধের জন্য {{মিডিয়া পুনঃনামকরণ}} টেমপ্লেট ব্যবহার করা হয়, যার ফলে বিষয়শ্রেণী:উইকিপিডিয়া ফাইল যার নামান্তর প্রয়োজন বিষয়শ্রেণীতে তালিকাভুক্ত হবে এবং কোনো ফাইল স্থানান্তরকারীর দৃষ্টিগোচর হলে, তিনি তা স্থানান্তর করে দিবেন। প্রশাসকগণ এই অধিকারটি দেওয়ার সময় সাধারণত চিত্র নামস্থানে ব্যবহারকারীর অবদান বিবেচনায় আবেদনের প্রাসঙ্গিকতা দেখে থাকেন। এই মুহূর্তে আপনি হয়তো এই অধিকারটি না-ও পেতে পারেন; কিছু সময় পর একজন প্রশাসক আপনার অধিকারটি পর্যালোচনা করবেন এবং আবেদনকে সফল/নিষ্ফল হিসেবে চিহ্নিত করবেন। আমরা আশা রাখবো, চিত্র নামস্থানে আপনার অবদান জারি থাকবে এবং অদূর ভবিষ্যতে একজন ফাইল স্থানান্তরকারী হিসেবে আপনাকে দেখতে পাবো। — আদিভাইআলাপ০৯:২৪, ৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
 মন্তব্য
@Abazizfahad ভাই, যেমনটি আপনি বলেছেন, এজন্য অন্য উইকিপিডিয়ানকে নাম পরিবর্তনের জন্য বিরক্ত করতে লজ্জা লাগে। অনুগ্রহপূর্বক উইকিপিডিয়ায় এধরণের উন্নয়নমূলক কাজে বিরক্ত করার মত কাজ করতে লজ্জিত হবেন না। তবে আপনি হয়ত সক্রিয়তা বা যোগ্যতা বলে অধিকারটি পেতে পারেন। কিন্তু উইকিপিডিয়া পারস্পরিক সহায়তার ফলেই বৃদ্ধি পেয়েছে ও উন্নত হয়েছে। আমি আশা করব, এই ধরণের কাজে আপনি বিনা দ্বিধায় সাহায্য চাইবেন ও সাহায্য করবেন। ধন্যবাদ! -- ~ খাত্তাব , , ... ১০:৫৭, ৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়নি, চিত্র নামস্থানে আরও অবদান রেখে অভিজ্ঞতা অর্জন করুন, আশা করি পরবর্তীতে এই অধিকারটি পাবেন। অধিকারটি সম্পর্কে আরও জানতে উইকিপিডিয়া:ফাইল স্থানান্তরকারী পাতাটি পড়তে পারেন। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৩:৩৫, ৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

Safi Mahfouz[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

মাঝেমধ্যেই ফাইল আপলোডের সময় অজান্তেই ভুল নাম লিখে আপলোড করে ফেলি। এছাড়াও বিভিন্ন সময় ফাইলের ভুল নাম চোখে পরে। এক্ষেত্রে টেমপ্লেট লাগিয়ে বার্তা দিয়ে অপেক্ষা করতে হয়। আমি এই অধিকার সম্পর্কিত নীতিমালা পড়ে দেখেছি। এই অধিকারটি পেলে আমার কাজটি সহজ হবে। তাই প্রশাসকবৃন্দকে আমাকে অধিকারটি প্রদান করার অনুরোধ করছি। • — সাফি মাহফুজ 《ডাকঘর》 ০৯:৪৭, ৩ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@Safi Mahfouz ভাই, আমি আপনার অবদান অনুসন্ধান করে কোনও সম্পাদনা পেলাম না যেখানে আপনি কোনও ছবির নাম পরিবর্তন করার অনুরোধ করেছেন। আমি প্রথমে আপনাকে এই নিয়ে কিছু কাজ করার অনুরোধ করছি। এই অনুরোধ এখন স্থগিত থাকুক, আপনি এই নিয়ে কিছু কাজ করে ১৫-২০ দিন পর আমাকে এই আবেদনের কথা মনে করিয়ে দিয়েন। -- আফতাবুজ্জামান (আলাপ) ০৩:৩৫, ৪ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: আমি সাধারণত টেমপ্লেটের মাধ্যমে আবেদন করিনা। ফাইল স্থানান্তরকারীদের আলাপ পাতায় বার্তা দিয়ে থাকি। সমস্যা নেই। আমি এই বিষয়ে কিছুদিন কাজ করে আপনাকে জানাবো।• — সাফি মাহফুজ 《ডাকঘর》 ০৬:৫৭, ৪ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Safi Mahfouz: ভাই, তাহলে কি আবেদনটি কি আপাতত স্থগিত হিসেবে চিহ্নিত করে দিব? — আদিভাইআলাপ১৪:৪৫, ৪ জানুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়নি। দুঃখের বিষয় এই আবেদনের পর থেকে সাফি ভাই উইকিতে নিষ্ক্রিয়। উপরে যেমনটা বলেছি তা করে ভবিষ্যতে পুনরায় আবেদন করতে বলা হচ্ছে। --আফতাবুজ্জামান (আলাপ) ০২:৫৮, ৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

DeloarAkram[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

এই অধিকারটি আমার প্রয়োজন। আমি অনেক সময় অসতর্কবশত ভুল শিরোনামে ছবি আপলোড করে ফেলি, সেগুলো দ্রুত সংশোধনের জন্য এই অধিকার প্রয়োজন। এছাড়াও অনেক সময় বিভিন্ন ছবির নাম পরিবর্তনের প্রয়োজন দেখি, কিন্তু অধিকার না থাকায় করতে পারিনা। আমি উইকিপিডিয়া:FMV/W, Commons:File_renaming এগুলো বা এই সংক্রান্ত নীতিমালা জানা আছে ও পড়ে দেখেছি। বিদ্রঃ নিরীক্ষন, রোলব্যাক প্রভৃতি অধিকার আমার একাউন্টে আছে। প্রশাসকদের সু-দৃষ্টি আকর্ষণ করছি। Deloar Akram (আলাপঅবদানলগ) ১৬:১১, ২৪ জুলাই ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@DeloarAkram আপনি কি কখনো {{মিডিয়া পুনঃনামকরণ}} টেমপ্লেট ব্যবহার করে ফাইল স্থানান্তরের অনুরোধ করেছেন? আর আপনার কমন্সের সর্বশেষ আপলোডগুলোতে দেখলাম ভুল লাইসেন্স ব্যবহার করেছেন। অর্থাৎ সাধারণ আলোকচিত্রেও PD-Art ব্যবহার করেছেন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৪:৩৬, ১ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাই ব্যর্থ হিসেবে চিহ্নিত করলাম। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১২:৫৬, ১৬ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]