ইয়াহ্ইয়া চৌধুরী
মোঃ ইয়াহ্ইয়া চৌধুরী | |
---|---|
সিলেট-২ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ২৯ জানুয়ারি ২০১৪ – ৩০ ডিসেম্বর ২০১৮ | |
পূর্বসূরী | শফিকুর রহমান চৌধুরী |
উত্তরসূরী | মোকাব্বির খান |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | মোহাম্মদ ইয়াহিয়া চৌধুরী ১৭ ফেব্রুয়ারি ১৯৭৪ সিলেট |
রাজনৈতিক দল | জাতীয় পার্টি |
মাতা | দিলওয়ারা বেগম চৌধুরী |
পিতা | এম. এ. হাই চৌধুরী |
প্রাক্তন শিক্ষার্থী | সিলেট সরকারি কলেজ শাহজালাল জামেয়া ইসলামিয়া |
জীবিকা | ব্যবসা |
ইয়াহ্ইয়া চৌধুরী (জন্ম: ১৭ ফেব্রুয়ারি ১৯৭৪) হলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ যিনি সিলেট-২ আসনের সংসদ সদস্য ছিলেন।[১][২]
প্রাথমিক ও শিক্ষাজীবন
[সম্পাদনা]মোঃ ইয়াহ্ইয়া চৌধুরী ১৭ ফেব্রুয়ারি ১৯৭৪ সালে সিলেটের বিশ্বনাথের দেওকলশের দারোগার বাড়িতে জন্মগ্রহণ করেন।[৩] তার পিতার নাম এম. এ. হাই চৌধুরী ও মাতা মোছাঃ দিলওয়ারা বেগম চৌধুরী।[২] তিনি সিলেট শহরের শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ও সিলেট সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এর পর যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ নর্থহ্যাম্পটন থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন।
কর্মজীবন
[সম্পাদনা]রাজনৈতিক জীবন
[সম্পাদনা]ইয়াহ্ইয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের প্রার্থী মোকাব্বির খানের কাছে তিনি পরাজিত হন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "১০ম জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা)"। www.parliament.gov.bd। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২০১৯-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৮।
- ↑ ক খ বাংলাদেশ গেজেট : অতিরিক্ত সংখ্যা (পিডিএফ)। ঢাকা: নির্বাচন কমিশন, বাংলাদেশ। ৮ জানুয়ারি ২০১৪। পৃষ্ঠা ২২৪। ২৪ জানুয়ারি ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৮।
- ↑ "Constituency230_10_Bn"। www.parliament.gov.bd। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২০১৯-০১-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৮।