মোকাব্বির খান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মোকাব্বির খান
সিলেট-২ আসনের
সংসদ সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৩০ ডিসেম্বর ২০১৮
পূর্বসূরীইয়াহ্ইয়া চৌধুরী
ব্যক্তিগত বিবরণ
জন্ম২৩ মার্চ ১৯৬১
চান্দাইর পাড়ায, বালাগঞ্জ, সিলেট
নাগরিকত্ব
জাতীয়তাবাংলাদেশি
রাজনৈতিক দলগণফোরাম
মাতামরহুমা মহিবুন নেছা খাতুন
পিতামরহুম মোহাম্মদ ফিরোজ খান
পেশারাজনীতিবিদ

মোকাব্বির খান (জন্ম: ২৩ মার্চ ১৯৬১) একজন বাংলাদেশি রাজনীতিবিদ যিনি সিলেট-২ আসনের সংসদ সদস্য।[১]

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

মোকাব্বির খান ২৩ মার্চ ১৯৬১ সালে সিলেটের বালাগঞ্জের বর্তমান ওসমানীনগর উপজেলার চান্দাইর পাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ ফিরোজ খান ও মাতা মহিবুন নেছা খাতুন।

রাজনৈতিক জীবন[সম্পাদনা]

মোকাব্বির খান ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের মনোনয়নে উদীয়মান সূর্য্য প্রতীকে তিনি জাতীয় পার্টির ইয়াহ্ইয়া চৌধুরীকে পরাজিত করে সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনিই গণফোরামের নির্বাচিত প্রথম সংসদ সদস্য।[২][৩][৪][৫] গনফোরাম নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট হিসেবে জোটগতভাবে নির্বাচন করে এবং ঐক্যফ্রন্ট থেকে এ আসনের নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনাকে মনোনয়ন প্রদান করা হয়। পরবর্তীতে মোকাব্বির খান ঐক্যফ্রন্ট প্রার্থী লুনাকে সমর্থন দিয়ে লন্ডনে তার কর্মস্থলে চলে যান। কিন্তু নির্বাচনকালীন প্রচারণা চলার সময় লুনার প্রার্থিতা বাতিল করা হয় ফলে ঐক্যফ্রন্ট মোকাব্বিরকে সমর্থন দেয়।[৬] তিনি বর্তমানে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সংসদের লাইব্রেরি কমিটির সদস্য।[৭]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯ 
  2. "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"বিবিসি বাংলা (ইংরেজি ভাষায়)। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯ 
  3. "একাদশ সংসদ নির্বাচন"সমকাল (ইংরেজি ভাষায়)। ১৩ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯ 
  4. "নিখোঁজ 'ইলিয়াস আলীর' জনপ্রিয়তায় ইতিহাস গড়লেন মোকাব্বির খান"নয়া দিগন্ত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯ 
  5. "২৬ বছর পর গণফোরামের প্রথম এমপি মোকাব্বির খান"যুগান্তর। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯ 
  6. "লন্ডন প্রবাসী থেকে ভাগ্যগুণে সংসদ সদস্য!"চ্যানেল আই। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯ 
  7. "লাইব্রেরী কমিটি"parliament.gov.bd। ২০২১-০৫-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-২৩