বিষয়বস্তুতে চলুন

আহমাদ তেজন কাব্বাহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আহমাদ তেজন কাব্বাহ
সিয়েরা লিওনের ৩য় রাষ্ট্রপতি
কাজের মেয়াদ
মার্চ ২৯, ১৯৯৬ – মে ২৫, ১৯৯৭
উপরাষ্ট্রপতিআলবার্ট জো ডাম্বি
পূর্বসূরীজুলিয়াস মাদা বায়ো (সামরিক জান্তা)
উত্তরসূরীজনি পল করোমা(সামরিক জান্তা)
কাজের মেয়াদ
মার্চ ১০, ১৯৯৮ – সেপ্টেম্বর ১৭,২০০৭
উপরাষ্ট্রপতি
পূর্বসূরীজনি পল করোমা (সামরিক জান্তা)
উত্তরসূরীআর্নেস্ট বাই করোমা
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৩২-০২-১৬)১৬ ফেব্রুয়ারি ১৯৩২
পেন্দেম্বু, কৈলাহুন জেলা, ব্রিটিশ সিয়েরা লিওন
মৃত্যু১৩ মার্চ ২০১৪(2014-03-13) (বয়স ৮২)
ফ্রিটাউন, সিয়েরা লিওন
জাতীয়তাসিয়েরা লিওনীয়
রাজনৈতিক দলসিয়েরা লিওন পিপলস পার্টি (SLPP)
দাম্পত্য সঙ্গী
সন্তান৫ সন্তান:
  • মরিয়ামা কাব্বাহ
  • আহমেদ তেজন কাব্বাহ জুনিয়র (প্রয়াত)
  • আবুবকর কাব্বাহ
  • ইশাতা কাব্বাহ
  • মাইকেল কাব্বাহ
প্রাক্তন শিক্ষার্থী (কার্ডিফ, ওয়েলস)
জীবিকাঅর্থনীতিবিদ, অ্যাটর্নী
ধর্মইসলাম (সুন্নি)

আলহাজি আহমদ তেজান কাববাহ (ফেব্রুয়ারি ১৬, ১৯৩২ - ১৩ই মার্চ, ২০১৪) একজন সিয়েরা লিওনীয় রাজনীতিবিদ যিনি ১৯৯৬ থেকে ১৯৯৭ এবং ১৯৯৮ সাল থেকে ২০০৭ পর্যন্ত সিয়েরা লিওনের তৃতীয় রাষ্ট্রপতি হিসাবে দুবার দায়িত্ব পালন করেছিলেন। [] পেশায় একজন অর্থনীতিবিদ এবং আইনজীবী হওয়ায় কাবাহ বহু বছর ধরে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচীতে কাজ করেছিলেন। তিনি জাতিসংঘ থেকে অবসর নিয়ে ১৯৯২ সালে সিয়েরা লিওনে ফিরে আসেন।

১৯৯৯ সালের শুরুর দিকে, কাবাহ সিয়েরা লিওন পিপলস পার্টির (এসএলপিপি) নেতা নির্বাচিত হয়েছিলেন এবং বছরের পরবর্তীতে দেশের প্রথম মুুুক্ত রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ইউনাইটেড ন্যাশনাল পিপলস পার্টির (ইউএনপিপি) জন কারেফা-স্মার্টকে ৫৯% ভোটে পরাজিত করে নির্বাচিত হয়েছিলেন, যার রান অফে ৪০% ছিল এবং তিনি পরাজয় স্বীকার করেছিলেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নির্বাচন অবাধ ও সুষ্ঠু ঘোষণা করেছেন। কাব্বাহ রাষ্ট্রপতি নির্বাচিত হলে গৃহযুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি নিয়ে প্রচার করেছিলেন। রাষ্ট্রপতি হিসাবে তার উদ্বোধনী ভাষণ চলাকালীন কাববাহ গৃহযুদ্ধের অবসান করার প্রতিশ্রুতি পুনরাবৃত্তি করেছিলেন, যা তিনি প্রকৃতপক্ষেই পরে তাঁর রাষ্ট্রপতির সময়ে অর্জন করেছিলেন।

পূর্ব সিয়েরা লিওনের কাইলাহুন জেলার পেনডেমবুতে এক ধর্মপ্রাণ মুসলমান পরিবারে জন্মগ্রহণ করলেও কাব্বাহ রাজধানী ফ্রিটাউনে বেড়ে উঠেন। কাব্বাহ একজন নৃতাত্ত্বিক ম্যান্ডিঙ্গো। কাব্বাহ সিয়েরা লিওনের প্রথম এবং বর্তমানে দেশের একমাত্র মুসলিম প্রধান ছিলেন। []

কাববাহের প্রথম বিয়ে ১৯৬৫ সালে শেরব্রো নৃগোষ্ঠীর ধর্মপ্রাণ খ্রিস্টান এবং দক্ষিণ সিয়েরা লিওনের বোন্টে জেলার বাসিন্দা প্যাট্রিসিয়া টিকারের সাথে হয়েছিল। তাঁর এবং প্যাট্রিসিয়া কাববাহের পাঁচটি সন্তান ছিল। দু'জনকে প্রায়শই তাঁর রাষ্ট্রপতি হওয়ার আগে জনসমক্ষে একসাথে দেখা যেত। তিনি তার রাষ্ট্রপতি থাকাকালীন অত্যন্ত প্রভাবশালী ছিলেন, মূলত মানবিক বিষয়গুলিতে মনোনিবেশ করেছিলেন এবং গৃহযুদ্ধের অবসানের প্রয়োজনীয়তার বিষয়ে স্পষ্টবাদী ছিলেন। তিনি ১৯৯৮ সালে একটি অসুস্থতায় মারা যান এবং এভাবে ২০০২ সালে যুদ্ধের শেষ দেখতে বাঁচেন না।

তিনি রাষ্ট্রপতি হিসাবে পদ ছাড়ার এক বছর পরে এবং তার স্ত্রী প্যাট্রিসিয়ার মৃত্যুর দশ বছর পরে কাববাহ ফ্রেইটাউনে একটি ইসলামিক বিবাহ অনুষ্ঠানে একটি নৃতাত্ত্বিক মান্ডিংগো এবং একজন মুসলিম ইসতা জাব্বি কাবাবাহকে বিয়ে করেছিলেন। [] ২০১৪ সালে তাঁর মৃত্যুর আগ পর্যন্ত তারা বিবাহিত ছিল।

অফিসে কাব্বার বেশিরভাগ সময় বিপ্লবী যুক্তফ্রন্টের সাথে গৃহযুদ্ধ দ্বারা প্রভাবিত হয়েছিল, যার নেতৃত্বে ছিলেন ফোধা সংহোহ, যার ফলে তাকে সাময়িকভাবে সামরিক সশস্ত্র বাহিনী বিপ্লবী কাউন্সিল ১৯৯৭ সালের মে থেকে ১৯৮৮ পর্যন্ত বহিষ্কার করেছিল। নাইজেরিয়ার নেতৃত্বে পশ্চিম আফ্রিকার রাজ্যগুলির অর্থনৈতিক সম্প্রদায় (ইকোওয়াস) দ্বারা সামরিক হস্তক্ষেপের পরে শীঘ্রই তাকে ক্ষমতায় ফিরিয়ে দেওয়া হয়েছিল। গৃহযুদ্ধের আরেকটি পর্বের ফলে ২০০০ সালে জাতিসংঘ এবং ব্রিটিশদের দেশটিতে জড়িত ছিল।

রাষ্ট্রপতি হিসাবে কাবা গৃহযুদ্ধের অবসান ঘটাতে আরইউএফ বিদ্রোহীদের সাথে সরাসরি আলোচনা শুরু করেছিলেন। তিনি ১৯৯৯ এর লোম পিস অ্যাকর্ড সহ বিদ্রোহী নেতা ফোদায় সংহোহর সাথে একাধিক শান্তি চুক্তি স্বাক্ষর করেছিলেন, যেখানে বিদ্রোহীরা প্রথমবারের মতো সিয়েরা লিওন সরকারের সাথে সাময়িকভাবে যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল। বিদ্রোহীদের সাথে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গেলে কাবা বাহিনী বিদ্রোহীদের পরাজিত করতে এবং সিয়েরা লিওনে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়তা করার জন্য ব্রিটিশ, জাতিসংঘের সুরক্ষা কাউন্সিল, আফ্রিকান ইউনিয়ন এবং পশ্চিম আফ্রিকার রাজ্যের অর্থনৈতিক সম্প্রদায়ের কাছ থেকে আন্তর্জাতিক সহায়তার জন্য প্রচারণা চালিয়েছিল।

কাববাহ ২০০২ সালের প্রথম দিকে গৃহযুদ্ধের সমাপ্তি আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন। যুদ্ধের সমাপ্তি উদযাপনের জন্য দেশজুড়ে কয়েক হাজার সিয়েরা লিওনিয়ান রাস্তায় নেমেছিল। কাব্বাহ তার বছরের পাঁচ বছরের মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে সহজেই ৭০.১% ভোট পেয়ে তার প্রধান বিরোধী মূল বিরোধী অল পিপলস কংগ্রেসের (এপিসি) আর্নেস্ট বাই কোরোমাকে পরাজিত করে তার চূড়ান্ত পাঁচ বছরের মেয়াদে জয়লাভ করেছিলেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নির্বাচন অবাধ ও সুষ্ঠু ঘোষণা করেছেন।

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

যৌবন ও শিক্ষা

[সম্পাদনা]

আহমেদ তেজন কাব্বাহ গ্রামীণ শহর ব্রিটিশ সিয়েরা লিওনের পূর্ব প্রদেশে কাইলাহুন জেলার পেন্দেম্বুতে ১৬ ফেব্রুয়ারি, ১৯৩২ সালে জন্ম গ্রহণ করেন কাব্বাহের বাবা আবু বকর সিদ্দিক কাব্বাহ একজন ব্যবসায়ী এবং গভীরভাবে ধর্মীয় মুসলিম ব্যক্তি হিসেবে কাজ করতেন, একজন ম্যান্ডিঙ্গো এর গিনি বংশদ্ভুত উত্তর সিয়েরা লিওনের কাম্ব্বিয়া জেলার[] কাব্বাহের মা হাজা আদামা কুম্বার কাব্বাহ, গভীরভাবে ধার্মিক মুসলিম মেন্ডে গোষ্ঠীর কুম্ববার পরিবাার , পূর্ব সিয়েরা লিওনের কাইলাহুন জেলায় মোড়লশাসিত গ্রামীণ শহর মোবাইয়েের একটি বাড়িতে।কাব্বাহ একজন নিবেদিতপ্রাণ মুসলমান, কাব্বাহর প্রথম নাম আহমদের অর্থ আরবী ভাষায় "অত্যন্ত প্রশংসিত" বা "যারা সর্বদা আল্লাহকে ধন্যবাদ জানায়"। কাব্বাহ ইংরেজি, ফরাসি, সুসু, মেন্ডে,ক্রিয় এবং তার মাতৃভাষা মানডিঙ্কা ভাষাসহ বিভিন্ন ভাষায় পারদর্শী ছিলেন।[] কৈলাহুন জেলায় জন্মগ্রহণ করলেও কাববাহ রাজধানী ফ্রিটাউনে বড় হয়েছেন।

একনিষ্ঠ মুসলমান হওয়া সত্ত্বেও কাব্বা ফ্রিটাউনের সবচেয়ে পুরনো ক্যাথলিক মাধ্যমিক বিদ্যালয় সেন্ট এডওয়ার্ডস মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক শিক্ষা লাভ করেছিলেন। তিনি দক্ষিণ সিয়েরা লিওনের বোন্টে জেলার বাসিন্দা প্রয়াত প্যাট্রিসিয়া কাবাবাহ নামে একজন ক্যাথলিককেও বিয়ে করেছিলেন। একসাথে এই দম্পতির পাঁচটি সন্তান ছিল।

কাবাহ ১৯৫৯ সালে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করে যুক্তরাজ্যের ওয়েলসের কার্ডিফ কলেজ অফ ফুড টেকনোলজি অ্যান্ড কমার্স এবং ইউনিভার্সিটি কলেজ আবেরিস্টউইথ থেকে তাঁর উচ্চ শিক্ষা লাভ করেন। পরে তিনি আইন অধ্যয়ন করেন এবং ১৯৬৯ সালে তিনি শিক্ষানবিশ ব্যারিস্টার-এট-ল এবং লন্ডনের গ্রে'স ইন এর সম্মানিত সোসাইটির সদস্য হন।

কাবা তাঁর প্রায় পুরো ক্যারিয়ার পাবলিক সেক্টরে কাটিয়েছেন। তিনি পশ্চিম অঞ্চল এবং সিয়েরা লিওনের সমস্ত প্রদেশে দায়িত্ব পালন করেছিলেন। তিনি বোম্বালী ও কম্বিয়া (উত্তর প্রদেশ), কনো (পূর্ব প্রদেশ) ও ময়ম্বা এবং বো (দক্ষিণ প্রদেশ) এর জেলা প্রশাসক ছিলেন। তিনি পরে বাণিজ্য ও শিল্প, সমাজকল্যাণ ও শিক্ষাসহ বিভিন্ন মন্ত্ত্রঅণাাায়ের স্থায়ী সচিব হন।

জাতিসংঘ

[সম্পাদনা]

কাববাহ প্রায় দুই দশক ধরে একজন আন্তর্জাতিক বেসামরিক কর্মচারী ছিলেন। নিউ ইয়র্ক সিটিতে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির ( ইউএনডিপি ) পশ্চিম আফ্রিকা বিভাগের উপ-প্রধানের দায়িত্ব পালন করার পরে, ১৯৩৩ সালে তাঁকে লেসোথো কিংডম-এ আবাসিক প্রতিনিধি হিসাবে কর্মসূচির পরিচালনায় নেতৃত্ব দেওয়া হয়েছিল। তিনি তানজানিয়া ও উগান্ডায় ইউএনডিপি অভিযানেরও নেতৃত্ব দিয়েছিলেন এবং জিম্বাবুয়ের স্বাধীনতার ঠিক আগে, তাকে জাতিসংঘের সিস্টেমের সাথে সহযোগিতার ভিত্তি স্থাপনের জন্য সাময়িকভাবে সেই দেশে নিযুক্ত করা হয়েছিল।

পূর্ব ও দক্ষিণ আফ্রিকার এক সফল দায়িত্ব পালনের পরে কাববাহ ইউএনডিপির পূর্ব এবং দক্ষিণ আফ্রিকা বিভাগের প্রধান হয়ে নিউ ইয়র্কে ফিরে আসেন। অন্যান্য বিষয়গুলির মধ্যে, তিনি দক্ষিণ আফ্রিকার আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি), এবং নামিবিয়ার দক্ষিণ পশ্চিম আফ্রিকার গণ সংস্থা (সুইপো) এর মতো সংগঠন অফ আফ্রিকান (ওএইউ) দ্বারা স্বীকৃত মুক্তি আন্দোলনগুলিতে ইউএন সিস্টেমের সহায়তার সমন্বয়ের জন্য সরাসরি দায়বদ্ধ ছিলেন।

১৯৯২ সালে অবসর নেওয়ার আগে কাবাহ নিউইয়র্কের ইউএনডিপি সদর দফতরে একাধিক ঊর্ধ্বতন প্রশাসনিক পদে অধিষ্ঠিত ছিলেন, যার মধ্যে উপ-পরিচালক ও কর্মচারীর পরিচালক এবং প্রশাসন, প্রশাসন বিভাগের পরিচালক ছিলেন।

সিয়েরা লিওনে রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

১৯৯২ সালে সামরিক অভ্যুত্থানের পরে, তাকে সিয়েরা লিওনের নতুন সংবিধানের খসড়া সহ সাংবিধানিক শাসন পুনরুদ্ধারের সুবিধার্থে সামরিক বাহিনী দ্বারা নির্ধারিত একটি পদ্ধতিতে জাতীয় উপদেষ্টা কাউন্সিলের সভাপতিত্ব করতে বলা হয়েছিল। তিনি সিয়েরা লিওনে ফিরে আসার জন্য সুনির্দিষ্টভাবে তা ফিরিয়ে দিয়েছিলেন, তবে তার আশপাশের লোকজন এবং সিয়েরা লিওনের রাজনীতিতে আরও সক্রিয়ভাবে জড়িত হওয়ার জন্য উত্থিত রাজনৈতিক পরিস্থিতি দ্বারা উত্সাহিত হয়েছিল।

রাষ্ট্রপতি হিসাবে প্রথম মেয়াদ

[সম্পাদনা]

কাব্বাহকে হিসেবে দেখা হয়েছিল আপস যখন তিনি এগিয়ে দ্বারা করা হয় প্রার্থী মেন্ডে-শাসিত সিয়েরালিওন পিপলস পার্টির 1996 প্রেসিডেন্ট এবং সংসদীয় নির্বাচনে তাদের রাষ্ট্রপতি আশাবাদী, তেইশ বছর প্রথম বহুদলীয় নির্বাচন হিসেবেই (SLPP)। এসএলপিপি দেশের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশে বিধানসভা ভোটগুলি অত্যধিকভাবে জিতেছে, তারা ইউএনপিপির সাথে পশ্চিমাঞ্চলে ভোট ভাগ করেছিল এবং তারা উত্তর প্রদেশে হেরেছে।

২৯ শে মার্চ, ১৯৯৬ সালে আলহাজী আহমদ তেজান কাববাহ সিয়েরা লিওনের প্রথম অবাধ নির্বাচিত রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছিলেন। তাঁর "রাজনৈতিক অন্তর্ভুক্তি" দর্শনের দ্বারা পরিচালিত, তিনি দেশের ইতিহাসে সর্বাধিক বিস্তৃত ভিত্তিক সরকার নিয়োগ করেছিলেন, সংসদে প্রতিনিধিত্ব করা সমস্ত রাজনৈতিক দল এবং নাগরিক সমাজে 'টেকনোক্র্যাটস' থেকে এনেছিলেন। একটি সংখ্যালঘু দল তার মন্ত্রিসভা পদের প্রস্তাব গ্রহণ করেনি।

রাষ্ট্রপতির প্রথম প্রধান লক্ষ্য ছিল বিদ্রোহী যুদ্ধের সমাপ্তি, যা চার বছরে ইতিমধ্যে কয়েকশ নিরীহ প্রাণহানির ঘটনা ঘটেছে, হাজার হাজার মানুষকে শরণার্থীতে পরিণত করেছিল এবং দেশটির অর্থনীতিকে নষ্ট করেছিল। ১৯৯৬ সালের নভেম্বরে, কোট ডি আইভায়ারের আবিদজানে, তিনি বিদ্রোহী নেতা, বিপ্লবী যুক্তফ্রন্টের (আরইউএফ) প্রাক্তন কর্পোরাল ফডায়ে সংহোকের সাথে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেন।

বিদ্রোহীরা চুক্তিটি বাতিল করে, শত্রুতা পুনরায় শুরু করে এবং পরবর্তীতে সিয়েরা লিওনের লোকদের উপর এই ঘটনা ঘটিয়েছিল যেটিকে বিশ্বের অন্যতম নৃশংস অভ্যন্তরীণ কোন্দল হিসাবে বর্ণনা করা হয়েছে।

১৯৯৬ সালের রাষ্ট্রপতি নির্বাচন

[সম্পাদনা]
 •  Summary of the 14 May 2002 Sierra Leone presidential election results
Candidates - Parties Votes %
Ahmad Tejan Kabbah - Sierra Leone People's Party 70.1
Ernest Bai Koroma - All People's Congress 22.3
Johnny Paul Koroma -Peace and Liberation Party 3.0
Alimamy Pallo Bangura - Revolutionary United Front Party 1.7
John Karefa-Smart - United National People's Party 1.0
Total 100.0
Source: Sierra Leone Web
 •  Summary of the 26-27 February and 16 March 1996 Sierra Leone presidential election results
Candidates - Parties First round Second round
Votes % Votes %
Ahmed Tejan Kabbah - Sierra Leone People's Party 266,893 35.80 175,419 59.50
John Karefa-Smart - United National People's Party 168,666 22.62 414,335 40.50
Thaimu Bangura - People's Democratic Party 119,782 16.07
John Karimu - National Unity Party 39,617 5.31
Edward Turay - All People's Congress 38,316 5.14
Abu Aiah Koroma - Democratic Centre Party 36,779 4.93
Abass Bundu - People's Progressive Party 21,557 2.89
Amadu Jalloh - National Democratic Alliance 17,335 2.33
Edward Kargbo - People's National Convention 15,798 2.12
Desmond Luke - National Unity Movement 7,918 1.06
Andrew Lungay - Social Democratic Party 5,202 0.70
Andrew Turay - National Peoples Party 3,925 0.53
Mohamed Sillah - National Alliance Democratic Party 3,723 0.50
Total 1,022,754
Source: Elections in Sierra Leone database

অভ্যুত্থান এবং নির্বাসন

[সম্পাদনা]

১৯৯৬ সালে, জনি পল করোমা এবং সিয়েরা লিওন আর্মির অন্যান্য জুনিয়র কর্মকর্তারা একটি অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল, তবে ফ্রিটাউনে সামরিক ও সরকারী কর্মকর্তাদের উপর কাবাহের নিয়ন্ত্রণ দুর্বল হচ্ছিল বলে লক্ষ করা যায়।

১৯৯৭ সালের মে মাসে একটি সামরিক অভ্যুত্থান কাব্বাকে প্রতিবেশী গিনিতে নির্বাসনে বাধ্য করেছিল। এই অভ্যুত্থানের নেতৃত্বে ছিল সশস্ত্র বাহিনী বিপ্লবী কাউন্সিল এবং করোমাকে মুক্তি দিয়ে রাষ্ট্রপ্রধান হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছিল। গিনির নির্বাসনে কাবাহ আন্তর্জাতিক সমর্থন আদায় শুরু করেছিলেন। এই অভ্যুত্থানের ঠিক নয় মাস পরে, নাইজেরিয়ার নেতৃত্বাধীন ইকোমোগ (ইকোওয়াস ক্লাইফায়ার মনিটরিং গ্রুপ) এবং অনুগত নাগরিকের নেতৃত্বে পশ্চিম আফ্রিকার রাজ্যের অর্থনৈতিক সম্প্রদায় (ইকোওয়াস) এর সেনাবাহিনী দ্বারা সামরিক-বিদ্রোহী জান্তা সরানো হওয়ায় কাব্বার সরকার পুনরুদ্ধারিত হয়েছিল। সামরিক প্রতিরক্ষা বাহিনী, উল্লেখযোগ্যভাবে কামাজাররা স্যামুয়েল হিঙ্গা নরম্যানের নেতৃত্বে।

সিয়েরা লিওনে প্রত্যাবর্তন

[সম্পাদনা]

আবারও শান্তির তাগিদে, রাষ্ট্রপতি কাবাহ জুলাই, ১৯৯৯ সালে আরইউএফের বিদ্রোহী নেতা ফোদয় সংহোকের সাথে লোম পিস অ্যাকর্ডে স্বাক্ষর করেন। আরইউএফ দ্বারা বারবার লঙ্ঘন করা সত্ত্বেও দস্তাবেজটি লোম পিস চুক্তি হিসাবে পরিচিত এবং এটি সিয়েরা লিওনে টেকসই শান্তি, সুরক্ষা, ন্যায়বিচার এবং জাতীয় পুনর্মিলনের মূল ভিত্তি ছিল। ১৮ ই জানুয়ারী, ২০০২, সিয়েরা লিওনে (ইউএনএএমএসআইএল) জাতিসংঘ মিশনের পৃষ্ঠপোষকতায় প্রাক্তন যোদ্ধাদের নিরস্ত্রীকরণ ও জনগণের নিরীকরণের সমাপ্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে তিনি ঘোষণা করেছিলেন যে বিদ্রোহী যুদ্ধ শেষ হয়েছে।

নাইজেরিয়া এবং ব্রিটেন সংরক্ষিত

[সম্পাদনা]

রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেও, তিনি একজন পাশবিক শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের মুখোমুখি হয়েছিলেন। তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক সহায়তা ছিল বাইরে থেকে; জেনারেল সানী আবাছার নেতৃত্বে তৎকালীনভাবে হস্তক্ষেপ করার কারণে নাইজেরিয়া সর্বাগ্রে অংশগ্রহণকারী ছিল, যিনি তখন তার দেশের সামরিক প্রধান ছিলেন। ১৯৯৮ সালের ফেব্রুয়ারিতে, তিনি জনি পল করোমা এবং স্যাম বোকারি, যিনি মাসকিতা নামে পরিচিত, এর কুখ্যাত সামরিক জান্তা এবং বিদ্রোহী জোটকে সরিয়ে দেওয়ার জন্য তাঁর সৈন্য পাঠিয়েছিলেন। রাষ্ট্রপতি কাবাহর সাথে অসংখ্য শান্তি চুক্তি স্বাক্ষর করেও বিদ্রোহীরা কাব্বার সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা চালিয়ে যায়। ২০০০ সালের মে মাসে ফোদায়ে সায়বানাহ সানকোহ, যিনি তৎকালীন কাবাহর মন্ত্রিসভায় ছিলেন, তিনি জাতিসংঘের বেশ কয়েকটি সৈন্যকে অপহরণ করেছিলেন এবং তার বিদ্রোহীদের ফ্রিটাউনে যাত্রা করার নির্দেশ দেন। ৬ই জানুয়ারী, ১৯৯৯, পরিস্থিতি নিয়ে রাজধানী আরও একবার হুমকির সম্মুখীন হওয়ায়। কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সময়োপযোগী হস্তক্ষেপে ৮০০ জন ব্রিটিশ সেনা ফ্রিটাউনে শহরে আসন্ন বিদ্রোহী পদযাত্রা থামানোর জন্য প্রেরণ করা হয়েছিল। রাষ্ট্রপতি কাব্বাহ ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, তাঁর হস্তক্ষেপকে "সময়োপযোগী" এবং একটিকে "সিয়েরা লিওনিয়ান জনগণ কখনই ভুলতে পারবেন না" বলে অভিহিত করেছিলেন।

গৃহযুদ্ধের সমাপ্তি

[সম্পাদনা]

রাষ্ট্রপতি হিসাবে কাবাহ গৃহযুদ্ধের অবসানের জন্য আরইউএফ বিদ্রোহীদের সাথে সরাসরি আলোচনা শুরু করেছিলেন। তিনি ১৯৯৯ এর লোম পিস অ্যাকর্ড সহ বিদ্রোহী নেতা ফোদে সংহোহর সাথে একাধিক শান্তি চুক্তি স্বাক্ষর করেছিলেন, যেখানে বিদ্রোহীরা প্রথমবারের মতো সিয়েরা লিওন সরকারের সাথে সাময়িকভাবে যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল। বিদ্রোহীদের সাথে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গেলে কাবা বাহিনী বিদ্রোহীদের পরাজিত করতে এবং সিয়েরা লিওনে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়তা করার জন্য ব্রিটিশ, জাতিসংঘের সুরক্ষা কাউন্সিল, আফ্রিকান ইউনিয়ন এবং পশ্চিম আফ্রিকার রাজ্যের অর্থনৈতিক সম্প্রদায়ের কাছ থেকে আন্তর্জাতিক সহযোগী হিসাবে প্রচার করেছিলেন।

অক্টোবর ১৯৯৯ সালে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাহায্য করতে এবং বিদ্রোহীদের নিরস্ত্র করতে জাতিসংঘ শান্তিরক্ষীদের পাঠাতে সম্মত হয়। ৬,০০০ সদস্যের প্রথম বাহিনীটি ডিসেম্বরে আসতে শুরু করেছিল এবং জাতিসংঘের সুরক্ষা কাউন্সিল ২০০০ সালের ফেব্রুয়ারিতে এই বাহিনীকে ১১,০০০ এবং পরে ১৩,০০০ করতে ভোট দিয়েছিল। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী মূলত ব্রিটিশ বিশেষ বাহিনী, ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের সৈন্যদের সমন্বয়ে গঠিত ছিল। আফ্রিকার ইউনিয়নের বিশেষ বাহিনী সিয়েরা লিওনে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সরকারকে সহায়তা করার জন্য প্রেরণ করা হয়েছিল মূলত নাইজেরিয়া, গিনি, ঘানা, কেনিয়া, মালি, জাম্বিয়া এবং গাম্বিয়া থেকে আসা সৈন্যদের সমন্বয়ে। ব্রিটিশ সেনার নেতৃত্বে আন্তর্জাতিক বাহিনী আরইউএফ বিদ্রোহীদের দমন করতে এবং বিদ্রোহের নিয়ন্ত্রণাধীন দেশের অনেক অঞ্চল পুনরায় দখল করতে বেশ কয়েকটি সফল সামরিক অভিযান শুরু করে। বিদ্রোহীদের যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল এবং বহু প্রবীণ বিদ্রোহী নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল বা পালিয়ে গিয়েছিল, আর বিদ্রোহী নেতা ফোদয় সংকোহকে ধরা হয়েছিল।

বিদ্রোহীরা অবশেষে নিরস্ত্র হতে সম্মত হয়েছিল; এর বদলে কাব্বার নেতৃত্বে সিয়েরা লিওন সরকার তাদের সাধারণ ক্ষমা ও কর্মজীবনের সুযোগ ও পরামর্শ দেওয়ার প্রস্তাব দেয়। শিশু বিদ্রোহীদের পাবলিক স্কুলে ভর্ততি করা হয়েছিল, কাউন্সেলিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল এবং পরিবারের সদস্যদের সাথে পুনরায় একত্রিত হয়েছিল। ২০০১ সালে, জাতিসংঘের সেনাবাহিনী বিদ্রোহী-অধীন অঞ্চলে চলে এসে বিদ্রোহীদের নিরস্ত্র করতে শুরু করে।

গৃহযুদ্ধটি আনুষ্ঠানিকভাবে ২০০২ সালের গোড়ার দিকে কাবা দ্বারা ঘোষণা করা হয়েছিল। যুদ্ধের সমাপ্তি উদযাপনের জন্য দেশজুড়ে কয়েক হাজার সিয়েরা লিওনিয়ান রাস্তায় নেমেছিল। কাব্বাহ তার বছরের শেষের দিকে রাষ্ট্রপতি নির্বাচনে তার চূড়ান্ত পাঁচ বছরের মেয়াদে ৭০.১% ভোট পেয়ে জয়লাভ করেছিলেন, তার প্রধান বিরোধী মূল বিরোধী অল পিপলস কংগ্রেসের (এপিসি) আর্নেস্ট বাই কোরোমাকে পরাজিত করেছিলেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নির্বাচন অবাধ ও সুষ্ঠু ঘোষণা করেছেন।

২০০২ সালের রাষ্ট্রপতি নির্বাচন

[সম্পাদনা]
 •  Summary of the 14 May 2002 Sierra Leone presidential election results
Candidates - Parties Votes %
Ahmad Tejan Kabbah - Sierra Leone People's Party 70.1
Ernest Bai Koroma - All People's Congress 22.3
Johnny Paul Koroma -Peace and Liberation Party 3.0
Alimamy Pallo Bangura - Revolutionary United Front Party 1.7
John Karefa-Smart - United National People's Party 1.0
Total 100.0
Source: Sierra Leone Web

দ্বিতীয় মেয়াদ

[সম্পাদনা]

কাববাহ তার দ্বিতীয় ৫ বছরের মেয়াদ শেষে ২০০৭ সালের সেপ্টেম্বরে অফিস ত্যাগ করেন। সাংবিধানিকভাবে, তিনি পুনর্নির্বাচনে অক্ষম ছিলেন। তাঁর সহ-রাষ্ট্রপতি সলোমন বেরেওয়া কাব্বাকে সফল করতে এসএলপিপি প্রার্থী হিসাবে দৌড়েছিলেন তবে এপিসির বিরোধী প্রার্থী আর্নেস্ট বাই কোরোমা পরাজিত হন।

কাববাহ ২০০৭ সালের ডিসেম্বরের কেনিয়ার নির্বাচনের জন্য কমনওয়েলথের পর্যবেক্ষক মিশনের প্রধান ছিলেন, পাশাপাশি ২০০৮ সালের মার্চ জিম্বাবুয়ের নির্বাচনের জন্য আফ্রিকান ইউনিয়নের পর্যবেক্ষক মিশনের প্রধান ছিলেন। []

মৃত্যু

[সম্পাদনা]

কাবাহ সাময়িক অসুস্থতার পরে ১৩ ই মার্চ, ২০১৪, ৮৮ বছর বয়সে ফ্রিটাউনের পশ্চিম প্রান্তের মধ্যবিত্ত পাড়া যুবা হিলের বাড়িতে তাঁর মৃত্যু হয়। [][][] কাাাব্বহের মৃত্যুর ঘোষণার পর সিয়েরা লিওন প্রেসিডেন্ট আর্নেস্ট বাই করোোোমাম জাতীয় এক সপ্তাহের শোক ঘোষণা করেন এবং তিনি সিয়েরা লিওন জুড়ে দেশের পতাকা অর্ধনমিত রাখার দিয়েছিলেন।

কাবার জন্য রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হয়। অন্ত্যেষ্টিক্রিয়ায় বেশ কয়েকটি প্রাক্তন রাষ্ট্রপ্রধান, আন্তর্জাতিক প্রতিনিধি, প্রাক্তন ও বর্তমান সরকারী আধিকারিকরা তাদের রাজনৈতিক দল নির্বিশেষে এবং সিভিল সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

২১ শে মার্চ, ২০১৪-এ সিয়েরা লিওন সশস্ত্র বাহিনীর সৈন্যরা কাবাবাহের কফিনটি বহন করে পার্লামেন্টের সিয়েরা লিওন হাউসে নিয়ে যায় যেখানে পার্লামেন্টের সিয়েরা লিওন হাউসে নিয়ে যায়সংসদ সদস্যরা রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপ্রধানকে শেষ শ্রদ্ধা জানান। ২৩ শে মার্চ, ২০১৪-এ, কাববাহের কফিনটি জাতীয় স্টেডিয়ামে আনা হয়েছিল, যখন হাজার হাজার সিয়েরা লিওনীয়রা ফ্রিটাউনের রাস্তায় তাদের প্রাক্তন নেতার বিদায় জানাতে দাঁড়িয়েছিল। এরপরে কাব্বার মরদেহ সৈন্যরা ফ্রেইটাউনের ম্যান্ডিঙ্গো কেন্দ্রীয় মসজিদে নিয়ে যায় যেখানে তাকে তার মা হাজাহ আদামা কাব্বাহর সমাধির পাশে কিসি রোড কবরস্থানে দাফন করার আগে একটি জানাজার নামাজ পড়ানো হয়। [১০]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

কাববাহের স্ত্রী প্যাট্রিসিয়া, শেরব্রো জনগোষ্ঠীর, ১৯৯৮ সালে মারা গিয়েছিলেন। তার পাঁচটি সন্তান রয়েছে: মারিয়ামামা, আবু, মাইকেল এবং তেজান জুনিয়র এবং নাতি নাতনি: সাইমোন, আইদন, আবুবকর সিদ্দিক, মারিয়ামা এবং এনকোয়া কাববাহ। ২০০৮ সালে তিনি ইসতা জাব্বি কাববাহকে বিয়ে করেছিলেন, যিনি তার প্রায় ৪০ বছরের ছোট ছিলেন।

সম্মাননা

[সম্পাদনা]

রাষ্ট্রপতি কাবাহ, ফ্রিটাউনের সিয়েরা লিওন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসাবে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সম্মানিত ডাক্তার ছিলেন। ২০০১ এর সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে দক্ষিণী কানেকটিকাট স্টেট বিশ্ববিদ্যালয় তাকে দেশে শান্তি ফিরিয়ে আনার প্রচেষ্টার স্বীকৃতি স্বরূপ তাকে ডক্টর অফ লসের সম্মানসূচক ডিগ্রি প্রদান করে। এক দশকের গৃহযুদ্ধের পরে তার দেশে শান্তি ফিরিয়ে আনতে এবং অবদানের পরে রাজনৈতিক ও অর্থনৈতিক পুনর্গঠনের দিকে কাজ করার জন্য তাঁর অবদানের জন্য ২০০৬ সালের জুলাইয়ে তিনি যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ লসের আরেকটি সম্মানসূচক ডিগ্রি অর্জন করেছিলেন।

কাবাবাহ সিয়েরা লিওন প্রজাতন্ত্রের সর্বাধিনায়ক ছিলেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Shepherd, Melinda C.। "Ahmad Tejan Kabbah | president of Sierra Leone"Encyclopedia Britannica (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০২-১১ 
  2. Gberie, Lans। "Tejan Kabbah: This Is My Life"NewAfrican। NewAfrican। নভেম্বর ৬, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  3. Turay, Aruna (মে ১১, ২০০৮)। "The Wedding of Sierra Leone's Former President Ahmad Tejan Kabbah to Mrs. Isata Kabbah"Awareness Times Newspaper। Awareness Times Newspaper। ফেব্রুয়ারি ১৬, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  4. Dictionary of African Biography। OUP USA। ২ ফেব্রুয়ারি ২০১২। পৃষ্ঠা 244। আইএসবিএন 978-0-195-38207-5 
  5. Randall, Bryan (মার্চ ১৭, ২০১৪)। "Late President Kabbah Was Sent By God"Awareness Times Newspaper। Awareness Times Newspaper। এপ্রিল ৮, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  6. Cris Chinaka, "Mugabe to chair meeting", Reuters (IOL), April 3, 2008.
  7. "Ahmad Tejan Kabbah, Who Guided Sierra Leone to Peace, Dies at 82"The New York Times। The New York Times। মার্চ ১৪, ২০১৪। 
  8. "Sierra Leone war-time leader Ahmad Tejan Kabbah dies"BBCBBC। মার্চ ১৩, ২০১৪। 
  9. "As Tejan Kabbah Passes On… 7 Days Mourning Begins Today!"Sierra Leone News Hunters। Sierra Leone News Hunters। মার্চ ১৪, ২০১৪। এপ্রিল ৬, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  10. "State funeral for president Kabba on Sunday 23 March"Sierra Leone Telegraph। Sierra Leone Telegraph। মার্চ ১৮, ২০১৪। এপ্রিল ৫, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ

[সম্পাদনা]