আলাপ:রূপপুর বালিশ কেলেঙ্কারি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপ্রকল্প বাংলাদেশ (মূল্যায়ন - মান প্রাথমিক, গুরুত্ব মধ্য)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প বাংলাদেশের অংশ, যা উইকিপিডিয়ায় বাংলাদেশ সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 প্রাথমিক  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী প্রাথমিক-শ্রেণী হিসাবে মূল্যায়িত হয়েছে।
 মধ্য  এই নিবন্ধটি গুরুত্বের মাপনী অনুযায়ী মধ্য-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
 

শিরোনাম[সম্পাদনা]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।


জনাব @Mehediabedin:,
ঘটনাটি রূপপুরের একটি কেলেঙ্কারি। পাতাটিকে রূপপুর বালিশ কেলেঙ্কারি নামে স্থানান্তর করলে সর্বসাধারণের বেশি বোধগম্য হতো। ~ নোমান (আলাপঅবদান) ০৭:২৮, ৪ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@MdaNoman, @Mehediabedin কথা সত্য। উপরের নামে স্থানান্তর করুন। Deloar Akram (আলাপঅবদানলগ) ০৭:৩২, ৪ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@DeloarAkram @MdaNoman বিভিন্ন পত্রপত্রিকায় এই ঘটনাটি রূপপুর বালিশকাণ্ড নামেই বেশি পরিচিত। এই নামে রেখে দেওয়াটাই কি ভালো হবেনা? আমার মনে হয় এই স্থানান্তরে আরো ব্যবহারকারীর ঐক্যমত প্রয়োজন। তারপর না হয় স্থানান্তর করা যাবে। মেহেদী আবেদীন ০৭:৩৪, ৪ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Mehediabedin পত্র পত্রিকায় দুই রকমেরই দেখা যাচ্ছে। যেমন: প্রথম আলো 'কান্ড' লিখেছে, কালের কণ্ঠ লিখেছে 'কেলেঙ্কারি'। এরকম দুর্নীতিকে কেলেঙ্কারি হিসেবে বাংলা উইকিতে রাখা হয়। যেমন: পদ্মা সেতু ঘুষ কেলেঙ্কারি । তাছাড়া নিবন্ধটির ইংরেজি নামকে ভাবানুবাদ করলে ' কেলেঙ্কারি ' শব্দটি চলে আসে। আপনি চাইলে উল্লিখিত পাতা থেকে পুনর্নির্দেশ তৈরি করতে পারেন। এবিষয়ে আপনার মতামত প্রত্যাশী। ~ নোমান (আলাপঅবদান) ০৭:৪৪, ৪ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@MdaNoman করা যেতে পারে। মেহেদী আবেদীন ০৭:৫৫, ৪ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।