আলাপ:রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপ্রকল্প বাংলাদেশ
এই নিবন্ধটি উইকিপ্রকল্প বাংলাদেশের অংশ, যা উইকিপিডিয়ায় বাংলাদেশ সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 
উইকিপ্রকল্প রাজশাহী
এই নিবন্ধটি উইকিপ্রকল্প রাজশাহীর অংশ, যা উইকিপিডিয়ায় রাজশাহী সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

অনুচ্ছেদ[সম্পাদনা]

@Marufacc: আমার মনে হয় না নোটিশ ও যোগাযোগ অনুচ্ছেদ দুটির দরকার আছে। যোগাযোগ অনুচ্ছেদটি অবস্থান অনুচ্ছেদ হিসেবে দেয়া যায়। তবে নোটিশ অনুচ্ছেদ অপ্রয়োজনীয় মনে হয়। আফতাব (আলাপ) ১৩:৩৪, ২০ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

কিছু লিখা আছে যা উইকিপিডিয়া এর মানের সাথে যায় না। নিবন্ধটির পরিস্কারকরণ প্রয়োজন। --নাহিদ হোসেন (আলাপ) ১৩:৪৪, ২০ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধের নাম[সম্পাদনা]

বিশ্ববিদ্যালয়টি ইউজিসি এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক "রাজশাহী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি (আরএসটিইউ), নাটোর" (ইংরেজিতে-"Rajshahi Science & Technology University (RSTU), Natore") নামে অনুমোদিত এবং কোথাও "রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়" নামটির ব্যবহার পাওয়া যায় নি। Md. Haseeb Afeef (আলাপ) ১৫:০৭, ২৮ মার্চ ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]