আলাপ:যজ্ঞ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হোম (হিন্দু আচার)[সম্পাদনা]

@আফতাবুজ্জামান: নিবন্ধটি হোম (হিন্দু আচার) নামে পুননিরদেশনা ছাড়াই স্থানান্তর করুন, কারণ ইংরেজিতে যজ্ঞ হল আলাদা একটি নিবন্ধ যার বাংলা করার জন্য অনুবাদ তালিকায় জমা দেওয়া হয়েছে (Yajna)। 103.134.25.90 (আলাপ) ০৪:১০, ২৫ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

আমার তো মনে হয়, আন্তঃউইকি সংযোগ ঠিক করতে হবে। এই নিবন্ধের সকল তথ্য যজ্ঞ নিয়ে, ফলে এটিকে হোম নামকরণ করার কারণ দেখি না। বরং মনে হয় তো, হোম নামে নিবন্ধ সৃষ্টি করতে হবে। @শরদিন্দু ভট্টাচার্য্য এবং Jonoikobangali: একটু দেখে বলবেন কী যে এখানে কী করা উচিত? আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৪৬, ২৫ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: যজ্ঞের পাঁচ ভাগের এক ভাগ হোম৷ নিবন্ধটিতে লেখা রয়েছে যজ্ঞ সম্পর্কে অথচ উইকিসংযোগ রয়েছে হোমের সঙ্গে৷ এক্ষেত্রে নিবন্ধটি "Yajna"-র সাথে যুক্ত করে হোম-এর নতুন নিবন্ধ তৈরি করা যেতে পারে৷ - শরদিন্দু ভট্টাচার্য্য (আলাপ) ১৫:৫৫, ২৫ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
আন্তঃউইকি সংযোগ ঠিক করা হয়েছে। আফতাবুজ্জামান (আলাপ) ১৬:০৭, ২৫ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
হোম ও যজ্ঞের মধ্যে কিছু পার্থক্য আছে। তাই দু'টি আলাদা নিবন্ধ হওয়া উচিত। ইংরেজি উইকিতেও তাই করা হয়েছে। --অর্ণব দত্ত (আলাপ) ১৮:৫৩, ২৫ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]