আলাপ:মোহাম্মদ লুৎফর রহমান
আলোচনা যোগ করুনএই পাতাটি মোহাম্মদ লুৎফর রহমান নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
উইকিপ্রকল্প জীবনী | ||||||||||||||
|
মোহাম্মদ লুৎফর রহমান নিবন্ধ থেকে একটি তথ্য ২২ ফেব্রুয়ারি ২০০৮ তারিখে উইকিপিডিয়ার প্রধান পাতার আপনি জানেন কি? কলামে প্রদর্শিত হয়েছে (পরিদর্শন পরীক্ষা করুন)। প্রদর্শিত তথ্যটি নিম্নে দেওয়া হলো:
|
দয়াকরে এ নিবন্ধের উল্লেখযোগ্যতা প্রমাণে আরও তথ্যযোগ করে সাহায্য করুন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:৪২, ২৯ ডিসেম্বর ২০০৭ (ইউটিসি)
- বাংলাপিডিয়ার নিবন্ধ। ডাঃ লুৎফর রহমান বিংশ শতকের প্রথমার্ধে উপদেশমূলক প্রচুর প্রবন্ধ ও উপন্যাস রচনা করেন, এবং সেই সময়কার মুসলিম সাহিত্যিকদের মধ্যে অন্যতম। আমার মনে হয় নিবন্ধটার বর্তমান তথ্যে ভুল আছে ... বাংলাপিডিয়া থেকে বিস্তারিত সংশোধন করা যেতে পারে। --রাগিব (আলাপ | অবদান) ০৮:৩১, ২৯ ডিসেম্বর ২০০৭ (ইউটিসি)
ডা লুৎফর রহমান এর এর জন্মতারিখ নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে। মুহম্মদ এনামুল হকের মতে ১৮৮৭, ডক্টর আনিসুজ্জামান, মুহম্মদ আব্দুল হাই ও এবাদত হোসেনের মতে ১৮৮৯, আলী আহমদ এর মতে ১৮৯১ সালে তিনি জন্মগ্রহণ করেন। কিন্তু ডক্টর সিরাজুল হক (তার জীবনীকার) ডা. লুৎফর রহমান এর পুত্র নিয়ামত উল্লাহর হস্তলিখিত জীবনী থেকে এ সাল ১৮৯৭ বলে উল্লেখ করেছেন। আমি এ তথ্য গুলো নিয়েছি সালিম সাবরিন সম্পাদিত ডা. লুৎফর রহমান রচনাসমগ্র থেকে। আর যদি কোনো ভুল থাকে তবে দয়া করে উল্লেখ করে দিবেন। --Sam jhang ১০:০২, ২৯ ডিসেম্বর ২০০৭ (ইউটিসি)
উল্লেখযোগ্যতা
[সম্পাদনা]এই নিবন্ধটির উল্লেখযোগ্যতা নিয়ে আর কোন সংশয় থাকার আবকাশ আছে বলে মনে হয় না।--রায়হান আবীর ০৭:০৩, ৩০ ডিসেম্বর ২০০৭ (ইউটিসি)
- হ্যা, উল্লেখযোগ্যতা নিয়ে কোন সংশয় থাকার প্রশ্নই উঠেনা। -- মুহাম্মদ ০৭:১৭, ৩০ ডিসেম্বর ২০০৭ (ইউটিসি)
মোহাম্মদ লুৎফর রহমান এবং লুৎফর রহমান নিবন্ধদ্বয় প্রসঙ্গে পরামর্শ
[সম্পাদনা]নিবন্ধ মোহাম্মদ লুৎফর রহমান তৈরি হয়েছে- ১৭ আগস্ট ২০০৬ এবং লুৎফর রহমান তৈরি হয়েছে- ২৯ ডিসেম্বর ২০০৭; এক্ষেত্রে সাভাবিকভাবে প্রথম তৈরি হওয়া নিবন্ধ প্রণেতার দিক বিবেচনায় রেখে মোহাম্মদ লুৎফর রহমান নিবন্ধটি সংরক্ষণের বিষয়ে মত দিচ্ছি। যদিও লুৎফর রহমান (দ্বিতীয়) নিবন্ধটি মোহাম্মদ লুৎফর রহমান (প্রথম) নিবন্ধের চেয়ে অধিক সমৃদ্ধ। তাই দুটি নিবন্ধের মধ্যে সমন্বয় করে একটি নিবন্ধ রাখা প্রয়োজন। লুৎফর রহমান নিবন্ধের যাবতীয় উপাত্ত মোহাম্মদ লুৎফর রহমান নিবন্ধে স্থানান্তর করা যায়। ~ মহীন (আলাপ) ১৭:০৭, ৯ মে ২০১৬ (ইউটিসি)
যদি এই রকম নিয়ম থাকে যে প্রথম তৈরিকৃত নিবন্ধটিই সব সময় অগ্রাধিকার পাবে তাহলে সেটা করা হোক। কিন্তু দ্বিতীয় পাতাটির তথ্যগুলি প্রথম পাতায় স্থানান্তর করার পূর্বে দ্বিতীয় নিবন্ধটির প্রণেতা যদি উইকিপিডিয়ায় সক্রিয় থাকেন তবে অবশ্যই তাকে জানানো হোক। পরমাণু আলাপ ০৪:২৯, ১৪ মে ২০১৬ (ইউটিসি)
- প্রথম নিবন্ধটিকে অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে সংরক্ষণ করা উচিত। দ্বিতীয় নিবন্ধকার প্রথমটি উন্নয়ন করতে পারতেন কিন্তু তিনি তা করেনি। একটি নিবন্ধ থাকতে একই বিষয়ে আরেকটি নিবন্ধ তৈরির কোন যুক্তিকতা দেখি না। প্রথমটি সংরক্ষণ করে অবশ্যই নাম স্থানান্তরের পরামর্শ দিবো কেননা লুৎফর রহমান নামে তিনি পরিচিত। --কায়সার আহমাদ (আলাপ) ০৬:৪৩, ১৪ মে ২০১৬ (ইউটিসি)
- লুৎফর রহমান নিবন্ধটি মোহাম্মদ লুৎফর রহমান নিবন্ধে একত্রীকরণ করা হয়েছে। এবং কিছুটা হালনাগাদও করা হয়েছে। ~ মহীন (আলাপ) ১৭:০৬, ১৫ মে ২০১৬ (ইউটিসি)