বিষয়বস্তুতে চলুন

আলাপ:মুহম্মদ সিরাজুল ইসলাম

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Factcheckerhuman কর্তৃক ২ বছর পূর্বে "একই ব্যক্তি নয়" অনুচ্ছেদে

ভুল[সম্পাদনা]

সকলকে শুভেচ্ছা।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২য় উপাচার্য মুহম্মদ সিরাজুল ইসলাম এবং বাংলাপিডিয়ার সম্পাদক ও বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম একই ব্যক্তি নন। প্রথম জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এবং দ্বিতীয় জন ইতিহাস বিভাগের অধ্যাপক ছিলেন।

বিভিন্ন জায়গায় মুহম্মদ সিরাজুল ইসলামের নাম সংক্ষেপে সিরাজুল ইসলাম লেখা এবং তাঁদের বিভাগের নাম কাছাকাছি হওয়ার কারণে অধিকাংশ ব্যক্তি দুই সিরাজুল ইসলামকে একই ব্যক্তি ভেবে এই পাতাটি সমৃদ্ধ করার চেষ্টা করেছেন। ফলে এই পাতাটি মারাত্মক তথ্য বিভ্রাট সৃষ্টি করছে।

বাংলাপিডিয়া সম্পাদক সিরাজুল ইসলামের নামে পৃথক পাতা তৈরি করা এবং এই পাতা থেকে তাঁর সংশ্লিষ্ট তথ্য অপসারণ করা প্রয়োজন। যেহেতু এই পাতাটা দীর্ঘদিন ধরে সমৃদ্ধ হয়ে আসছে সেহেতু সরাসরি নতুন পাতা তৈরি ও এই পাতা সংশোধন করার আগে এই আলাপের অবতারণা।

দ্বিমত না থাকলে আমি প্রয়োজনীয় সম্পাদনা ও নতুন পাতা তৈরি করতে পারি।

ধন্যবাদ।

Factcheckerhuman (আলাপ) ১৪:০৩, ১৭ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

Factcheckerhuman: বাংলাপিডিয়া সম্পাদকদের তালিকায় প্রধান সম্পাদক হিসেবে সিরাজুল ইসলাম লেখা। আবার নিচের সম্পাদকদের তালিকায় সিরাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় লেখা। আবার প্রথম আলোর সূত্রে দেখলাম তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন ও পরে তিনি ৫ বছরের জন্য ইবিতে নিয়োগ পেয়েছিলেন। তবে এখনো একটু সন্দেহ রয়েছে গেছে কারণ ২০০৬ সালের এক সূত্রে তিনি যে ইবির উপাচার্য ছিলেন তা লেখা নেই। আপনি যদি শতভাগ নিশ্চিত থাকেন, অগ্রসর হোন। --আফতাবুজ্জামান (আলাপ) ২২:৫০, ১৮ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন
আফতাবুজ্জামান: এ বিষয়ে আমি অবগত। এই পাতায় প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে। বাংলাপিডিয়া সম্পাদক সিরাজুল ইসলামের নামে দ্রুতই নতুন পাতা তৈরি করা হবে। ইংরেজি পাতাতেও একই বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় সেটিও সংশোধন করা প্রয়োজন। ধন্যবাদ। -- Factcheckerhuman (আলাপ) ১৩:০৮, ১৯ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

একই ব্যক্তি নয়[সম্পাদনা]

@Mehediabedin ভাই, বাংলাপিডিয়ার প্রধান সম্পাদক আর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২য় উপাচার্য একই ব্যক্তি নন। নিবন্ধগুলো এরকম গুলিয়ে ফেললো কে?? উপরে এর পুরো ব্যপার User:Factcheckerhuman ব্যাখ্যা করেছেন। এদের একজন একজন বাংলাপিডিয়ার প্রধান সম্পাদক, একজন সাধারণ লেখক/সম্পাদক। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ১৫:৩৩, ২৯ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Prodipto Deloar: কিন্তু দুজনই দেখছি বাংলাপিডিয়ার সম্পাদক! (আমার সম্পাদনা করার আগের ইতিহাস দেখুন)। তাই আমি ভেবেছিলাম দুজন একই ব্যক্তি! মেহেদী আবেদীন ১৫:৩৬, ২৯ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Mehediabedin এই ভুলটা আমি আর আফতাব ভাই একসাথে করেছিলাম, পরে ফ্যাক্টচেকহিউমার সেটা ধরিয়ে দিয়েছেন। তার ভাষ্যমতে (উনি মেবি ব্যক্তিগতভাবে জানে) এরা আলাদা ব্যক্তি। কিন্তু অনলাইন সূত্র থেকে যাচাই করা খুব কঠিন ছিলো। নিবন্ধগুলো আগেরমত করে দিন। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ১৫:৪০, ২৯ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Prodipto Deloar: আগের অবস্থায় ফিরিয়ে এনেছি৷ একটি প্রশ্ন,সেক্ষেত্রে কি এই নিবন্ধে বাংলাপিডিয়ায় সম্পাদকের তথ্যটিও থাকবে? দুজনই কি সম্পাদক ছিলেন? মেহেদী আবেদীন ১৫:৪৪, ২৯ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Mehediabedin হ্যা, সিরাজুল ইসলাম ছিলেন প্রধান সম্পাদক। আর ইবি উপাচার্য মুহাম্মদ সিরাজুল ইসলাম ছিলেন একজন সাধারণ লেখক/সম্পাদক (মেবি ১৫৯০ জনের মধ্যে একজন)। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ১৫:৪৯, ২৯ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@মেহেদী আবেদীন এবং Prodipto Deloar, আপনারা শতভাগ নিশ্চিত হতে পারেন, এই দুজন পৃথক ব্যক্তি। কোভিড পরবর্তী ব্যস্ততার কারণে আমি সিরাজুল ইসলামের নামে পাতা তৈরিতে প্রয়োজনীয় সময় দিতে পারছি না। আমার কাছে প্রয়োজনীয় সকল তথ্য-উপাত্ত রয়েছে। একটু সময় বের করতে পারলেই পাতাটা তৈরি করবো। এক্ষেত্রে আরও একটু সমস্যা রয়েছে, যে কারণে আমি কাজটিতে হাত দিইনি। সেখানে হয়ত আফতাব ভাইয়ের বা অন্য কোনো প্রশাসকের সাহায্য প্রয়োজন হবে। অভিনেতা সিরাজুল ইসলাম এর নামে একটি পাতা রয়েছে। ইংরেজি পাতায় নামের সাথে ‘অ্যাকটর’ সংযুক্ত থাকলেও বাংলায় কেবল সিরাজুল ইসলাম রয়েছে। খেয়াল করলে দেখবেন, ঐ পাতায় অসংখ্য পাতার সংযোগ রয়েছে যেগুলো প্রকৃতপক্ষে বাংলাপিডিয়ার সম্পাদক সিরাজুল ইসলামের পাতা হিসেবে এসেছে। যেহেতু তিনি বাংলাপিডিয়ার প্রধান সম্পাদক, কেবল তার নাম দিয়ে ভবিষ্যতেও এমন বহু রেফারেন্স আসবে। নামের মিলের কারণে রেফারেন্সগুলো অভিনেতা সিরাজুল ইসলামের পাতায় নিয়ে যাচ্ছে। তাই রেফারেন্সের সুবিধার্থে অভিনেতা সিরাজুল ইসলামের নামের সাথে ‘অভিনেতা’ শব্দটি যুক্ত করে কেবল ‘সিরাজুল ইসলাম’ নামটি খালি পেলে সেখানে ইতিহাসবিদ ও বাংলাপিডিয়ার সম্পাদক সিরাজুল ইসলামের পাতাটি তৈরি করতে আগ্রহী। এ বিষয়ে আপনারা কী মনে করেন, জানতে পারলে উপকৃত হব। ধন্যবাদ। --Factcheckerhuman (আলাপ) ১৬:১১, ৩০ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@Factcheckerhuman...। @আফতাবুজ্জামান ভাই, ইংরেজি উইকির মত করে সিরাজুল ইসলাম নাম পরিবর্তন করে সিরাজুল ইসলাম (অভিনেতা) করে দিন। এবং বাংলাপিডিয়ার প্রধান সম্পাদক সিরাজুল ইসলাম (ইতিহাসবিদ) এবং এই নিবন্ধের ইতিহাসবিদ অংশটুকু মুছে দিন। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ১৬:৩৯, ৩০ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
গতকাল অধ্যাপক সিরাজুল ইসলামের জন্মদিন ছিল। কেউ একজন তার নামে পাতা তৈরি করেছেন দেখছি, বাহ্। পাতাটি দেখে খুবই খুশি হলাম। সময় পেলে পাতাটি আরও সমৃদ্ধ করার চেষ্টা করবো।--Factcheckerhuman (আলাপ) ১৬:৪৬, ৩০ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
করা হয়েছে। -- আফতাবুজ্জামান (আলাপ) ২৩:২৪, ৩০ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার তড়িৎ সহযোগিতা সত্যিই অনুপ্রাণিত করার মতো। কৃতজ্ঞতা জানবেন। -- Factcheckerhuman (আলাপ) ১৫:৪০, ৩১ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@Factcheckerhuman: হ্যাঁ উনারদের মতন রত্নদের নিয়ে আমাদের আরো বেশি বেশি নিবন্ধ তৈরি করা উচিত। মেহেদী আবেদীন ১৮:০৪, ৩০ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন