আলাপ:মালালা ইউসুফজাই

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভালো নিবন্ধ মালালা ইউসুফজাই সামাজিক বিজ্ঞান এবং সমাজবিষয়ক ভালো নিবন্ধের মানদণ্ড অনুসারে একটি ভালো নিবন্ধ হিসেবে চিহ্নিত। আপনি যদি নিবন্ধটির আরো উন্নয়ন করতে সমর্থ হন, তবে অনুগ্রহপূর্বক তা করুন। আপনি যদি মনে করেন যে নিবন্ধটিতে মানদণ্ড অনুসৃত হয়নি তাহলে এটির পুনঃপর্যালোচনা আহবান করতে পারেন।
এপ্রিল ১, ২০১৫ প্রস্তাবিত ভাল নিবন্ধ তালিকাভুক্ত

ভালো নিবন্ধের পর্যালোচনা[সম্পাদনা]

এই পর্যালোচনাটি আলাপ:মালালা ইউসুফজাই/ভালো নিবন্ধ ১ থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুচ্ছেদের সম্পাদনা লিঙ্কটি পর্যালোচনাতে মন্তব্য যোগ করতে ব্যবহার করা যেতে পারে।

পর্যালোচক: Jonoikobangali (আলাপ · অবদান) ১৮:০৩, ২৩ মার্চ ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]


নিবন্ধটির মান যথেষ্ট ভাল। তবে উদ্ধৃতি বক্সের লেখাদুটির অনুবাদ থাকলে ভাল হয়।--Jonoikobangali (আলাপ) ১৮:০৩, ২৩ মার্চ ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
-অর্ণব, উদ্ধৃতি বক্সের লেখাদুটির অনুবাদ করলাম। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৬:২৩, ২৪ মার্চ ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]
-এবারে নিবন্ধটিকে ভাল নিবন্ধ পর্যায়ে উন্নীত করা যায়। অন্যান্য ব্যবহারকারীদের সম্মতির অপেক্ষায় রইলাম।--Jonoikobangali (আলাপ) ১৩:২৩, ২৫ মার্চ ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

  1. সুলিখিত
    ক) গদ্য:
    খ) রচনাশৈলী সহ বিন্যাস, তালিকা ইত্যাদি:
    উত্তীর্ণ
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) তথ্যসূত্র:
    খ)নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে:
    গ) মৌলিক গবেষণা:
    ঘ) তথ্যসূত্র হালনাগাদ করা হয়েছে:
    উত্তীর্ণ
  3. নিবন্ধের ব্যাপকতা বা ব্যপ্তি রয়েছে
    ক) প্রধান বিষয়:
    খ) মূল বিষয়েই নিবন্ধ আছে কিনা:
    উত্তীর্ণ
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:
    উত্তীর্ণ
  5. স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ বা পরিবর্তনশীল হচ্ছে কিনা:
    উত্তীর্ণ
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) সকল মুক্ত ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তা ঠিক বর্ননা করা আছে কিনা:
    খ) ছবিতে ছবির উপযোগী বর্ণনা আছে কিনা:
    '
  1. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ:
    '

পর্যালোচক: : অর্ণব দত্ত (আলাপ) ১৩:১৫, ১ এপ্রিল ২০১৬ (ইউটিসি)[উত্তর দিন]

প্রধান পাতার জন্য অনুচ্ছেদ[সম্পাদনা]

২০১৫ খ্রিস্টাব্দে মালালা ইউসুফজাই
২০১৫ খ্রিস্টাব্দে মালালা ইউসুফজাই

মালালা ইউসুফজাই একজন পাকিস্তানি শিক্ষা আন্দোলনকর্মী, যিনি ২০১৪ খ্রিস্টাব্দে বিশ্বের সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াট উপত্যকা অঞ্চলে শিক্ষা এবং নারী অধিকারের ওপর আন্দোলনের জন্য পরিচিত মালালার ওপর ২০১২ খ্রিস্টাব্দে উগ্রপন্থী তালিবান গুলিবর্ষণ করে, কিন্তু উন্নত চিকিৎসার সাহায্যে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন। তাঁর আন্দোলনের স্বীকৃতিস্বরূপ ২০১৩, ২০১৪, ২০১৫ খ্রিস্টাব্দে টাইম পত্রিকা ইউসুফজাইকে বিশ্বের ১০০জন সর্বাধিক প্রভাবশালী ব্যক্তিত্বের একজন বলে গণ্য করে। তিনি ২০১১ খ্রিস্টাব্দে পাকিস্তানের প্রথম জাতীয় যুব শান্তি পুরস্কার এবং ২০১৩ খ্রিস্টাব্দে শাখারভ পুরস্কার লাভ করেন। ২০১৩ খ্রিস্টাব্দের জুলাই মাসে জাতিসংঘের সদর দপ্তরে বিশ্বব্যাপী শিক্ষার পক্ষে সওয়াল করেন ও অক্টোবর মাসে কানাডা সরকার তাঁকে কানাডীয় নাগরিকত্ব প্রদান করার কথা ঘোষণা করে। (বাকি অংশ পড়ুন...)