আলাপ:ভার্জিনিয়া ম্যাকেনা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শিরোনাম[সম্পাদনা]

@Zaheen:, ইউটিউবে ভার্জিনিয়ার কয়েকটি ইন্টারভিউ দেখেছিলাম। কিন্তু নামের উচ্চারণটা স্পষ্ট হয়নি। তাই একই বানানে সম্বলিত নাম ইয়ান ম্যাক্কেলেন-এর মত করে প্রতিবর্ণীকরণ করেছিলাম। তাহলে কি ইয়ান ম্যাক্কেলেনের নামের ম্যাক্কেলেন > ম্যাকেলেন হবে?--ওয়াকিম (আলাপ) ০৮:৩১, ৮ জুন ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

@Wakim32:হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। সঠিক প্রতিবর্ণীকরণ "ইয়ান ম্যাকেলেন"-ই হবে। এখানেও উচ্চারণে ক-এর দ্বিত্ব হবে না। আসলে ক-ও নয়, খ-এর কাছাকাছি শোনায় ("ম্যখেল্যন্‌" -এর মত অনেকটা)। মূল নিবন্ধের শিরোনামে আমাদের অত সঠিক হতে হবে না, বাংলা বানানের দুর্বোধ্যতা বেড়ে যাবে। "ম্যখেল্যন্‌" প্রথম লাইনে ধ্বনিগত বানানে দেখিয়ে দেওয়া যেতে পারে; এই ধ্বনিগত বানানগুলি User:সামীরুদ্দৌলা খুব ভাল পারতেন; ওনার অভাব বোধ করছি।
তবে মনে রাখতে হবে যে ইংরেজি ব্যক্তি বা স্থান নামের প্রতিবর্ণীকরণের ব্যাপারে কোন সহজ বাঁধাধরা নিয়ম নেই, সব সময়ই অডিও শুনে যাচাই করে অগ্রসর হওয়া উচিত। হয়ত Mck জাতীয় বানানে হঠাৎ করে exceptionally দ্বিত্ব হতেও পারে। আমি ইংরেজিভাষী দেশে বহু বছর ছিলাম বলে অনেকগুলি ধরতে পারি। তবে বাংলাদেশে বসেও ইউটিউব থেকেই সঠিক উচ্চারণ বেশিরভাগ ক্ষেত্রে বের করা সম্ভব। সৌভাগ্যবশত ইয়ান ম্যাকেলেনের অনেক ইন্টারভিউ ইউটিউবে আছে, সুতরাং এক্ষেত্রে সহজেই যাচাই করা সম্ভব। --অর্ণব (আলাপ | অবদান) ১৪:০২, ৮ জুন ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
আমি নিজেও যাচাই করে দেখলাম। এই ইউটিউব ভিডিওতে Mckenna-কে স্পষ্ট বলছে "ম্যখেনা", যার সহজ বাংলা বানান হবে "ম্যাকেনা"। কোন "ক্ক" নেই।--অর্ণব (আলাপ | অবদান) ১৪:০৮, ৮ জুন ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]