বিষয়বস্তুতে চলুন

আলাপ:বাঁটুল দি গ্রেট

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Ahmed Reza Khan কর্তৃক ১৩ দিন আগে "নিবন্ধটির শিরোনাম" অনুচ্ছেদে

নিবন্ধটির শিরোনাম[সম্পাদনা]

নারায়ণ দেবনাথের এই কমিকসটি 'বাঁটুল দি গ্রেট' শিরোনামে প্রকাশিত হতো, 'বাঁটুল দ্য গ্রেট' শিরোনামে নয়।[১][২] আমি এখন নিবন্ধটিকে প্রচলিত 'বাঁটুল দি গ্রেট' শিরোনামে স্থানান্তর করে দিচ্ছি। Ahmed Reza Khan (আলাপ) ০৬:৩৯, ৮ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@MdsShakil ভাই, নিবন্ধটি আমি স্থানান্তর করতে পারছি না, error দেখাচ্ছে। আপনি স্থানান্তর করে দিন। Ahmed Reza Khan (আলাপ) ০৬:৪৫, ৮ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
 করা হয়েছেশাকিল (আলাপ · অবদান) ০৭:৩৫, ৮ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil, এরকম ক্ষেত্রে আমি কীভাবে স্থানান্তর করতে পারবো? আমি আরেকটি পাতা স্থানান্তর করতে চাইছিলাম, কিন্তু আগেরবারের মতো একই লেখা আসছে-
"এই শিরোনামে একটি পাতা ইতিমধ্যে সৃষ্টি হয়ে গেছে, অথবা আপনি যে শিরোনামটি পছন্দ করেছেন তা গ্রহণযোগ্য নয়। দয়া করে অন্য একটি শিরোনাম দিয়ে চেষ্টা করুন।"
অথচ আমি যে শিরোনামে স্থানান্তর করতে চাইছি ওই শিরোনামের পাতাটি বর্তমানে যেটা থেকে স্থানান্তর করবো ওই পাতার পুনর্নির্দেশ পাতা হিসেবে আছে। Ahmed Reza Khan (আলাপ) ১১:০৪, ৯ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil, ২ দিন আগে প্রশ্ন করেছিলাম। আমার মনে হলো প্রশ্নটি হয়তো আপনার নজরে আসেনি, তাই এখন আবার উল্লেখ করলাম আপনাকে। উত্তরটি দিলে কৃতজ্ঞ হবো। Ahmed Reza Khan (আলাপ) ০৪:১৩, ১১ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@Ahmed Reza Khan ব্যবহারকারী:Yahya/swap ব্যবহার করতে পারেন তবে এই ক্ষেত্রগুলোতে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করতে হবে যাতে পাতার ইতিহাসের বিকৃতি না হয়। —শাকিল (আলাপ · অবদান) ০৫:১৫, ১১ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil, আচ্ছা। আরেকটি উপায় আমি ভেবে দেখলাম। আমি নিবন্ধটিকে যে শিরোনামে স্থানান্তর করতে চাই, ওটা বর্তমানে একটি পুনর্নির্দেশ পাতা, তাও ওই শিরোনামে স্থানান্তর করা যাচ্ছে না। তো প্রথমে আমি ওই পুনর্নির্দেশ পাতাটিকে অন্য শিরোনামে স্থানান্তর করবো, তারপর মূল নিবন্ধটিকে ওই শিরোনামে স্থানান্তর করবো। আমি একটা স্থানান্তর করে আপনাকে জানাচ্ছি, তারপর বলবেন আমার পদ্ধতিটা ঠিক ছিল কি না! Ahmed Reza Khan (আলাপ) ০৫:২৭, ১১ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন