আলাপ:পৃথ্বী

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপ্রকল্প হিন্দুধর্ম (মূল্যায়ন - মান প্রাথমিক, গুরুত্ব নিম্ন)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প হিন্দুধর্মের অংশ, যা উইকিপিডিয়ায় হিন্দুধর্ম সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 প্রাথমিক  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী প্রাথমিক-শ্রেণী হিসাবে মূল্যায়িত হয়েছে।
 নিম্ন  এই নিবন্ধটি গুরুত্বের মাপনী অনুযায়ী নিম্ন-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
 

স্থানান্তরের কারণ?[সম্পাদনা]

@Gc Ray: আপনি কোনও আলোচনা ছাড়াই পৃথিবী>পৃথ্বী করেছেন। এটা কি হিন্দির অনুকরণে? উপেন্দ্রকিশোর রায়ের লেখা পুরাণের গল্প বইয়ে পৃথিবীর পিতা অংশে তিনি পুরো ঘটনার বর্ণনায় পৃথিবী ব্যবহার করেছেন। শুধু বিকল্প নাম হিসেবে পৃথ্বী উল্লেখ করেছেন। অর্থাৎ, তিনি পৃথিবী বানানকেই প্রাধান্য দিয়েছেন। একইভাবে বাংলার সবচেয়ে কাছাকাছি ভাষা অসমীয়াতে as:পৃথিৱী (দেৱী) নামে রয়েছে। তাই আমি পূর্ব-বানানে ফিরিয়ে নিতে চাচ্ছি। ≈ MS Sakib  «আলাপ» ১৭:১৪, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

লক্ষ্য করলাম @Moheen: ভাই, "পৃথিবী (দেবী)" নামে স্থানান্তর করেছেন। এজন্য ধন্যবাদ। এটাই একদম যথাযথ শিরোনাম। কিন্তু আলোচনা যেহেতু চলমান, তাই একটু অপেক্ষা করা উচিত ছিল। ≈ MS Sakib  «আলাপ» ১৭:২৭, ৯ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
দেবী হিসেবে তার নাম "পৃথ্বী"। পৃথু তাকে পৃথিবী নামকরণ করেন। এছাড়াও ইংরেজি নিবন্ধের নামও "পৃথ্বী"।Gc Ray (আলাপ) ০৫:০১, ১০ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
বাংলা অভিধানে পৃথ্বী বানানটিও রয়েছে। তাই পৃথ্বী বানানটি বাংলায় ব্যবহার ভুল নয়। দেবতা বুঝাতে পৃথ্বী বানানটিই ব্যবহার করা উচিত। আমি অনেক যায়গাতেই দেবতা বুঝাতে এই বানানটির ব্যবহার দেখেছি। যেহেতু সংস্কৃত সাহিত্যে পৃথ্বী বানানটি পাওয়া যায় (হিন্দি অনুকরণ নয়), সেহেতু সংস্কৃত বানানটিই এক্ষেত্রে অনুসরণ করা উচিত। কেননা নিবন্ধটি সংস্কৃত সাহিত্যের একটি চরিত্রকে নির্দেশ করছে। Robin Saha. (আলাপ🎙/ ই-মেইল) ০৯:০০, ১২ অক্টোবর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]