আলাপ:নৈহাটি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

বিষয় যথাযথ।[সম্পাদনা]

দারুণ হয়েছে। এরকম আরও চাই। MAHARSHI SARKAR (আলাপ) ২০:৩৮, ১৫ নভেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

বানান[সম্পাদনা]

আমরা জানি যে বাংলা একাডেমীর বানানরীতি স্থানীয় নামের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিন্তু পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির বানানরীতি আদৌ স্থানীয় নামের ক্ষেত্রে প্রযোজ্য কিনা সেটা আমি জানিনা। কেউ কেউ স্থানীয় নামে বানানরীতি প্রয়োগ করে (যেমন: মেমারি, পান্ডুয়া, নৈহাটি, অন্ডাল), কেউ কেউ আবার প্রয়োগ করে না (যেমন: মেমারী, পাণ্ডুয়া, নৈহাটী,‌ অণ্ডাল)। আনন্দবাজার পত্রিকা অবশ্য অনেক স্থানীয় নামে বানানরীতি প্রয়োগ করে (যেমন: মেমারি, নৈহাটি, অন্ডাল), আবার কিছু স্থানীয় নামে বানানরীতি প্রয়োগ করে না (যেমন: পাণ্ডুয়া, পুণে)। "হুগলি" বানানটি পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির অভিধানে থাকায় বাংলা উইকিপিডিয়ায় এই বানানটি গৃহীত হয়েছে, নাহলে আমি "হুগলী" বানানকে সমর্থন করতাম। কিন্তু নৈহাটি শহরের ক্ষেত্রে কোন বানানটি গৃহীত হবে? এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৮:০১, ২৯ অক্টোবর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

আকাদেমির বানান অভিধানে যদি স্থানীয় নামে বানানরীতি প্রয়োগের কথা থাকে, তাহলে সমগ্র পশ্চিমবঙ্গের স্থানীয় নামের জন্য সেটি মানা হবে। নাহলে অভিধানে যেসব স্থানের নাম উল্লেখ থাকবে তাদের প্রমিত বানান ব্যবহার করা হবে এবং অন্যান্য ক্ষেত্রে সুপরিচিত বানান ব্যবহার করা হবে। উল্লেখ্য, আমার কাছে কোনো বানান অভিধান নেই। আমি Jonoikobangali ওরফে অর্ণব দত্তের কাছ থেকে এসব কথা জানতে পেরেছি। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৮:০৯, ২৯ অক্টোবর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
নৈহাটি - এই বানানটি বেশি প্রচলিত, তাই এই বানানটি লেখা উচিত। পৌর প্রশাসনিক ভাবনের গায়েও এই বানানটি আছে। Salil Kumar Mukherjee (আলাপ) ০৭:২৫, ১৮ নভেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
উত্তরের জন্য আপনাকে ধন্যবাদ। এসবিবি১৪১৩ (আলাপঅবদান) ০৭:২৬, ১৮ নভেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]