আলাপ:নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Mhrummann কর্তৃক ১ বছর পূর্বে "নেসকো ও নওজোপাডিকো নিবন্ধ একত্রীকরণ" অনুচ্ছেদে

নেসকো ও নওজোপাডিকো নিবন্ধ একত্রীকরণ[সম্পাদনা]

@আফতাবুজ্জামান, ভাইয়া, দুটি নিবন্ধ একই প্রতিষ্ঠান সম্পর্কে। নওজোপাডিকো ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়। ২০১৬ সালে নতুন করে স্বতন্ত্রভাবে বিদ্যুৎ বিতরণের জন্য চুক্তিবদ্ধ হয় এবং ২০১৭ সালে নাম পরিবর্তিত হয়। সরকারি নথি হিসেবে এই ফাইলের পৃষ্ঠা-১ এ নেসকোর পূর্বনাম নওজোপাডিকো বলা আছে। এছাড়া সরকারি কোনো প্রজ্ঞাপন খুঁজে পাওয়া যায় নি।
পরে তৈরি নিবন্ধটির প্রণেতা হিসেবে @MdsShakil ভাইকে পিং করা হলো। — আফিফ (আলাপ) ১৪:৩৪, ২৯ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ঢাকা ট্রিবিউনের এই রিপোর্টটি দেখুন। এখানে Bangladesh Power Development Board (BPDB) ভেঙে নর্থ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সৃষ্টির কথা বলা হয়েছে, যেখানে নতুন চুক্তি বা ভিন্ন কিছুর উল্লেখ দেখছি না। নেসকোর ওয়েবসাইটের ইতিহাসে বলা হচ্ছে এটি ১ লা অক্টোবর, ২০১৬ প্রতিষ্ঠিত হয় (২০১৬ সালেই আবার নর্থ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড প্রতিষ্ঠিত হয়)। তাই দুটো কোম্পানি এক হতে পারে হয়তো প্রতিষ্ঠার পরবর্তীতে নাম পরিবর্তন করা হয়েছে। তবে এই নিবন্ধে লেখা আছে

নেসকো ২০০৫ সালের আগস্টে ১৯৯৪ সালের পাবলিক লিমিটেড কোম্পানি আইনের অধীনে প্রতিষ্ঠিত হয়।

আদতে এই নিবন্ধটির বিষয়বস্তু কোন কোম্পানি নিয়ে সেটা নিয়েও প্রশ্ন সৃষ্টি হচ্ছে। —শাকিল (আলাপ · অবদান) ১৫:০৩, ২৯ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Mhrummann, আপনি কী কোনও তথ্য দিতে পারবেন? আফতাবুজ্জামান (আলাপ) ১৫:০৮, ২৯ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil, ভাইয়া নেসকোর ওয়েবসাইটে কিন্তু প্রতিষ্ঠার কথা বলা নেই; সকল সম্পদ ও দায়দায়িত্ব গ্রহণের কথা বলা আছে। মানে প্রতিষ্ঠা হয়েছে আগেই। আগে থেকেই (২০১৬ সালের আগে থেকে) এই কোম্পানি বিদ্যুৎ বিতরণ করে আসছিল। তখন সম্ভবত শুধুমাত্র বিদ্যুৎ বিতরণের দায়িত্বে ছিল। ২০১৬ সালের চুক্তির মাধ্যমে বিদ্যুৎ বিতরণ, সংযোগসহ সকল কাজের দায়িত্ব এবং সম্পদের মালিকানা পায়। — আফিফ (আলাপ) ১৫:৪৫, ২৯ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Afeef সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক সহ কয়েকজনকে এনিয়ে একটা মেইল করার চিন্তা করতেছি আমি, দেখি তাদের উত্তর পাওয়া যায় কিনা। —শাকিল (আলাপ · অবদান) ১৬:১১, ২৯ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান ভাইয়া, এই নিবন্ধে বলা আছে, নওজোপাডিকো'র নাম পরিবর্তন করে নেসকো রাখা হয়েছে। Mhrummann (আলাপ) ১৯:৩৭, ২৯ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন