আলাপ:দ্বিতীয় আলবার্ট (বানর)

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: মো. মাহমুদুল আলম কর্তৃক ২ বছর পূর্বে "নাম পরিবর্তন" অনুচ্ছেদে

নাম পরিবর্তন[সম্পাদনা]

আমি নিবন্ধে শুধু আলবার্ট লিখেছিলাম। এটাই ঠিক। কিন্তু কে যেন শিরোনাম পাল্টে দ্বিতীয় আলবার্ট লিখলো, যা ভুল। আশা করি ঠিক করে দিবেন। — মো. মাহমুদুল আলম (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

@মো. মাহমুদুল আলম: নিবন্ধের নাম ঠিকই আছে। ইংরেজি উইকিতে নাম দেখুন, https://en.wikipedia.org/wiki/Albert_II_(monkey)। প্রশাসক আফতাবুজ্জামান ভাই নাম পরিবর্তন করেছিলো, উনি দেখেই করেছে। সমস্যা নাই। — Prodipto Deloar (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
@মো. মাহমুদুল আলম: ভি-২ রকেটে করে মহাকাশে প্রথম ভ্রমণ করা বানরের নাম ছিল "দ্বিতীয় আলবার্ট" (বা আলবার্ট ২)। খোদ নাসার ওয়েবসাইটে তা লেখা দেখুন। শুধু আলবার্ট বা আলবার্ট ১ নামে যে বানরটি ছিল, সেটি মহাকাশে প্রথম ভ্রমণ করা বানর ছিল না। আপনি নিজেই লিখেছেন: "এই ভি-২ রকেটে করে মহাকাশ দিকে তাক করিয়ে তাতে বসিয়ে দেওয়া হয় রেসাস প্রজাতির একটি পুরুষ বানরকে, যার নাম ছিলো আলবার্ট। বানরটিকে নিয়ে ভুপৃষ্ঠ থেকে প্রায় ৬২ কিলোমিটার উপরে উঠতে সমর্থ হয়েছিলো ভি-২। তবে এই অভিযান সফল ছিলো না, কারণ উৎক্ষেপণের সময়েই সম্ভবত অক্সিজেনের অভাবে মারা যায় আলবার্ট।" --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:২৩, ১৩ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন
প্রথম আলবার্ট, ২য় আলবার্ট, ৩য় আলবার্ট এরা সবাই মহাকাশে যায়। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৫:৩৪, ১৩ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@মো. মাহমুদুল আলম: আমি তর্ক-বিতর্ক করে আপনার উদ্যমকে থামাতে চাই না। তবে কিছু কথা বলতে চাই: মহাকাশ অনুসারে "মহাকাশ ভূ-পৃষ্ঠের উপরে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে শুরু হয় না। প্রচলিত রীতি অনুযায়ী বিভিন্ন মহাকাশ-সংক্রান্ত চুক্তিতে ও বায়বাকাশ-সংক্রান্ত নথিপত্র লিপিবদ্ধকরণের জন্য সমুদ্র সমতল থেকে ১০০ কিমি (৬২ মা) উচ্চতায় অবস্থিত কার্মান রেখাকে মহাকাশের প্রারম্ভ বলে গণ্য করা হয়।" এখন, নিবন্ধে আপনি নিজেই লিখেছেন "এই ভি-২ রকেটে করে মহাকাশ দিকে তাক করিয়ে তাতে বসিয়ে দেওয়া হয় রেসাস প্রজাতির একটি পুরুষ বানরকে, যার নাম ছিলো আলবার্ট। বানরটিকে নিয়ে ভুপৃষ্ঠ থেকে প্রায় ৬২ কিলোমিটার উপরে উঠতে সমর্থ হয়েছিলো ভি-২। তবে এই অভিযান সফল ছিলো না, কারণ উৎক্ষেপণের সময়েই সম্ভবত অক্সিজেনের অভাবে মারা যায় আলবার্ট।" ফলে প্রথম আলবার্ট মহাকাশে গিয়েছিল তা সঠিক তথ্য নয়।
এখন এই নিবন্ধটা কি নিয়ে লিখতে চান? যদি কোন বানর সর্বপ্রথম মহাকাশে যায় তা নিয়ে হয়, তবে "দ্বিতীয় আলবার্ট (বানর)" নাম ঠিক আছে। যদি কোন বানানগুলিকে নিয়ে মহাকাশে যাওয়ার গবেষণা চালানো হয়েছিল তা নিয়ে হয়, তবে নিবন্ধের নাম মহাকাশে প্রাণী বা আলবার্ট (বানরসমূহ) নামকরণ করা যায় বা আপনি কোন নামকরণের পরামর্শ দেন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:০১, ১৩ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ, উচ্চতার বিচারে আপনি ঠিক আছেন। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৬:৪০, ১৩ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন