আলাপ:দুররে শাহওয়ার সুলতান

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শিরোনাম[সম্পাদনা]

তুর্কি ও আরবি (উসমানীয় তুর্কি) ভাষার প্রতিবর্ণ হিসেবে পাতাটির শিরোনাম দুররে শাহওয়ার সুলতান নামে স্থানান্তর করার প্রস্তাবনা দিচ্ছি। ~ খাত্তাব , , ... ১৯:২২, ১ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@খাত্তাব হাসান: Dür দুররু ও şehvar শেহওয়ার হবে না? আর বানান একত্রে দুররুশেহওয়ার হবে না? -- আফতাবুজ্জামান (আলাপ) ১৮:২০, ১১ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: মূল নাম উসমানীয় তুর্কিতে, যেটির বর্ণ ও হরকত আরবি ছিল। মনে করেন, আয়শাকে আয়শে লেখা হয় আধুনিক তুর্কিতে। কিন্তু উসমানীয় আরবিতে নয়। আবার দুররে শব্দের ব্যবহার বাংলায় রয়েছে পৃথকভাবে। যেমন: আরবি আরবি: الدرالمختار দুররে মুখতার বা দুররে মানসুর। যদি একত্রে লেখা হয়, দুররুশশাহওয়ার বা প্রচলিত দুররে শব্দের ব্যবহার হলে - দুররে শাহওয়ার। আশা করছি, বুঝাতে পেরেছি। -- খাত্তাব ( | | ) ১৯:৪৩, ১১ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
খাত্তাব হাসান: করা হয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ০১:৩৫, ১২ এপ্রিল ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]