আলাপ:ডাংগ জেলা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নামের বানান[সম্পাদনা]

@খাঁ শুভেন্দু এবং শরদিন্দু ভট্টাচার্য্য: গুজরাটি, মারাঠিহিন্দি উইকিতে এই জেলার নামের বানান ডাংগ এবং সংস্কৃত উইকিতে বানান ডাঙ্গ। তাই এই দুটো বানানের কোনও একটাতে স্থানান্তর করা প্রয়োজন বলে মনে করছি। আপনাদের মতামত কী? ≈ MS Sakib  «আলাপ» ২০:৩০, ১০ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

গুজরাটি ভাষার বানান অনুসরণ করা উচিত।.... খাঁ শুভেন্দু (আলাপ) ০৩:৩৫, ১১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
User:MS_Sakibখাঁ শুভেন্দু, গুজরাতিতে ડાંગ হল ড-এ আ-কার, তারপরে অনুস্বার (উপরে ফোঁটাটা হল বাংলার অনুস্বার), তারপরে গ। তাহলে বাংলায় অনুস্বার দিয়ে ডাংগ বা ঙ দিয়ে ডাঙ্গ লিখলে সঠিক প্রতিবর্ণীকরণ হয়। আমি আপাতত "ডাংগ জেলা" শিরোনামে সরিয়ে দিচ্ছি। --অর্ণব (আলাপ | অবদান) ০৪:৩৩, ১১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
প্রসঙ্গক্রমে, যারা আগ্রহী, তারা এই ইউটিউব ভিডিওটা দেখতে পারেন। এটায় গুজরাতি ভাষায় কীভাবে অনুস্বারযুক্ত (গুজরাতি লিপিতে স্বরবর্ণের কার চিহ্নের উপরে ফোঁটা) শব্দ উচ্চারণ করা হয়, তার অনেক উদাহরণ আছে।--অর্ণব (আলাপ | অবদান) ০৪:৪৬, ১১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আরও সঠিকভাবে বললে গুজরাতির অনুস্বারটি একেক সময় একেক উচ্চারণ হবে। ক-বর্গীয় বর্ণের আগে গুজরাতি অনুস্বার (ফোঁটা) ঙ-র মতো উচ্চারিত হবে, যেটাকে বাংলায় ং বা ঙ দিয়ে প্রতিবর্ণীকরণ করা যায়। কিন্তু চ-বর্গীয় বর্ণের আগে ঞ-র মতো, ট-বর্গীয় হলে ণ-এর মতো, ত বর্গীয় হলে দন্ত্য ন-এর মতো, প-বর্গীয় হলে ম-এর মতো হবে। তাই গুজরাতি অনুস্বারের বাংলাতে একটিমাত্র প্রতিবর্ণীকরণ হবে না, একেকটা নাম ধরে ধরে সঠিক প্রতিবর্ণীকরণ করতে হবে। --অর্ণব (আলাপ | অবদান) ০৫:৪৬, ১১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]