আলাপ:জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মডেল মাদ্রাসা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Prodipto Deloar কর্তৃক ২ বছর পূর্বে "অধ্যক্ষের নাম" অনুচ্ছেদে

অধ্যক্ষের নাম[সম্পাদনা]

নিচের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।



@মো. মাহমুদুল আলম ভাই, আপনি অধ্যক্ষের নাম মুছে দিয়েছেন কেন? আর তথ্য মুছে দেওয়ার সময় ছোট্ট করে একটা নোট লিখে দিবেন, যাতে সবার বুঝতে অসুবিধা হয়। -- Prodipto Deloar (আলাপঅবদান) ০৬:১১, ১০ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

অধ্যক্ষের নাম দুযায়গায় ব্যবহার হয়েছে। যেটা নিবন্ধের দৃষ্টি কটু। মো. মাহমুদুল আলম (আলাপ) ০৭:৪৫, ১০ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@মো. মাহমুদুল আলম হ্যা, একই তথ্যের পুনরাবৃত্তি ঠিক না। তবে এই নিবন্ধে অধ্যক্ষের নাম একবারই ছিলো। আর একবার তথ্যছকে রয়েছে। তথ্যছকে তো থাকবেই, সেটা আলাদা ব্যপার, গুরুত্বপূর্ণ জিনিসের সারসংক্ষেপ হলো তথ্যছক। আর সবচেয়ে বড় কথা রেফারেন্স সরিয়ে দিবেন না। রেফারেন্স খুবই গুরুত্বপূর্ণ। আমি দুঃখিত আপনার সম্পাদনাটি বাতিল করেছি। -- Prodipto Deloar (আলাপঅবদান) ০৭:৫৩, ১০ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@মো. মাহমুদুল আলম আর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা নিবন্ধের উল্লেখযোগ্য ব্যক্তিদের নাম রেফারেন্স সরানো উচিত হয়নি। কারণ, এখনো নিবন্ধটির কাজ চলছে, প্রথম ব্যক্তি সম্পর্কে দুইটা রেফারেন্স দেওয়া হয়েছিলো, নিচের ব্যক্তিদের সম্পর্কেও রেফারেন্স দেওয়া হতো। নিবন্ধের কাজ চলাকালীন তথ্য বা রেফারেন্স অপসারণ করা উচিৎ না। -- Prodipto Deloar (আলাপঅবদান) ০৭:৫৮, ১০ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

এসব ব্যক্তির নাম উইকিপিডিয়ায় নাই। তাই মুছে দিয়েছি। মো. মাহমুদুল আলম (আলাপ) ০৮:০২, ১০ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@মো. মাহমুদুল আলম সেটাও যদি বলেন, রেফারেন্স কেন সরিয়ে নিচ্ছেন? ত্থ্যছকের মধ্যে রেফারেন্স ব্যবহার করুন। যদিও সকল শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেই তথ্যছকে আবার নিবন্ধের মধ্যেও থাকে। কারণ প্রাথমিক অনুচ্ছেদের একরকম ব্যবহার, তথ্যছকের একরকম ব্যবহার। দয়া করে নিবন্ধ থেকে রেফারেন্স সরাবেন না। যতটুকু ভুল ততটুকু সংশোধন করুন। -- Prodipto Deloar (আলাপঅবদান) ০৮:১৫, ১০ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

অধ্যক্ষের নাম তথ্য ছকে থাকলেই হলো। দুযায়গায় তাকরার করা ঠিক না। মো. মাহমুদুল আলম (আলাপ) ০৮:০৬, ১০ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন


উপরের আলোচনাটি সমাপ্ত হয়েছে। অনুগ্রহপূর্বক এটি পরিবর্তন করবেন না। পরবর্তী মন্তব্যসমূহ যথাযথ আলোচনার পাতায় করা উচিত। এই আলোচনাটিতে আর কোনও সম্পাদনা করা উচিত নয়।