আলাপ:গুজরাটি ভাষা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভাষার নামের বানান[সম্পাদনা]

বাংলায় গুজরাতী ভাষার বানান হবে “গুজরাতী”, “গুজরাটী” নয়, আমরা কি এখন থেকে এই বানানো চলতে পারি? আর যদি চলি, তবে কি এই পাচারের ঐ নামে স্থানন্তর করা যায়? Shohure Jagoron (আলাপ) ১৮:৩২, ২৩ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Shohure Jagoron: বিদেশি বানানে ী বর্জনীয়। গুজরাতি হতে পারে। -- আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৩৯, ২৩ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

আচ্ছা তবে এই নামেই কি স্থানন্তর ও সম্পাদন করা যায়? Shohure Jagoron (আলাপ) ১৮:৪১, ২৩ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

এটা তো আপনার নিজস্ব মত। এখানে প্রদর্শনের মতো উপযুক্ত দলিল কি আপনি দেখাতে পারবেন? ভারতের অঞ্চলগুলোর ক্ষেত্রে সেখানকার অভিধান, রাষ্ট্রীয় দলিলাদি ও দাপ্তরিকভাবে অনুসৃত বানান ইত্যাদি দলিল এখানে গ্রহণযোগ্য হবে। — Meghmollar2017আলাপ০৬:০২, ২৪ মে ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]