আলাপ:গাজীপুর সিটি কর্পোরেশন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

পরামর্শ[সম্পাদনা]

পাতাটি সীমিত সময়ের জন্য লক করে দেয়া যায় কিনা? EndzoneEnthusiast (আলাপ) ০৬:৩৬, ২৬ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

@EndzoneEnthusiast, অতিরিক্ত ধ্বংসপ্রবণতাত ফলে কোনো পাতায় সুরক্ষা দেওয়া হয়। দেখুন wp:সুরক্ষা নীতি কিন্তু এখানেতো দেখতে পাচ্ছি ধ্বংসপ্রবণ সম্পাদনা আপনি নিজেই করেছেন।Tanbiruzzaman 💬 ০৬:৪৪, ২৬ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
সেটি কিভাবে জানতে পারি? EndzoneEnthusiast (আলাপ) ০৭:৫৩, ২৬ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
আচ্ছা বুঝতে পারলাম, সম্পাদনা সারাংশে বুঝিয়ে বলার জন্য ধন্যবাদ। শপথ গ্রহণ করলে হালনাগাদ করার অনুরোধ থাকলো। → Tanbiruzzaman 💬 ০৯:০২, ২৬ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

মেয়র পদ "শূন্য" দেখানো প্রসঙ্গে[সম্পাদনা]

@আফতাবুজ্জামান@EndzoneEnthusiast এই নিবন্ধটি নিয়ে এখন এক প্রকার সম্পাদনা দন্দ চলছে বলা যায়। গত ২৫ মে অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জায়েদা খাতুন মেয়র নির্বাচিত হন। কিন্তু তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন নি। তাকে এখনই মেয়র হিসেবে উল্লেখ করা যাবে কিনা সেটি নিয়ে একটি সমস্যা সৃষ্টি হয়েছে। এ সমস্যাটির দ্রুত সমাধান করা দরকার। এখন জায়েদা খাতুনের মতো আরও অনেকেই একটি পদে নির্বাচিত হবেন আর উইকিপিডিয়ায় কি সম্পাদনা দন্দ চলতে থাকবে। এ বিষয়ে একটি সুস্পষ্ট নিয়ম কি থাকা উচিত নয়?


এছাড়া এখানে মেয়র পদ শূন্য দেখানোর যৌক্তিকতা কতটুকু? এখন কি গাজীপুর সিটি করপোরেশনে কোনো মেয়র নেই? নির্বাচনের পূর্বে আনিসুর রহমান গাজীপুর সিটির মেয়র ছিলেন। নতুন মেয়র দায়িত্ব গ্রহণ করা পর্যন্ত তিনিই গাজীপুরের মেয়র হিসেবে উল্লেখযোগ্য বলে কি মনে হয়? তানভীর (আলাপঅবদান) ২৩:৫৩, ২৯ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

বর্তমানে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে আছেন আসাদুর রহমান কিরন। চাইলে তার নাম সংযোজন করা যায়। ধন্যবাদ। EndzoneEnthusiast (আলাপ) ০৪:২৬, ৩০ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
নতুন মেয়র শপথ না নেওয়ার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত মেয়রের নাম যোগ করে দিয়েছি। আফতাবুজ্জামান (আলাপ) ০৯:৪৮, ৩০ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ। তার সঙ্গে এ পাতাটি সুরক্ষিত করার অনুরোধ রইল। তানভীর (আলাপঅবদান) ১০:৪৯, ৩০ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]