আলাপ:গওহর রিজভী

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উইকিপ্রকল্প জীবনী
এই নিবন্ধটি উইকিপ্রকল্প জীবনীর অংশ, যা উইকিপিডিয়ায় জীবনী সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 ???  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী কোন মূল্যায়ন অর্জন করেনি।
 

চোখ নিচু করা ফোটো পরিবর্তন করা দরকার[সম্পাদনা]

নিবন্ধে সংযুক্ত ফোটো সুনির্বাচিত কি? ফোটোতে দেখা যাচ্ছে ড. গওহর রিজভী চোখ নিচু করে আছেন। — Faizul Latif Chowdhury (আলাপ) ১৫:৩৭, ৫ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Faizul Latif Chowdhury: না এটি নির্বাচিত ছবি নয়, ছবিটি ফ্লিকারে ঢাকাস্থ মার্কিন দূতাবাস কর্তৃক প্রকাশিত হয়েছিল, যেটা কমন্সে আমদানি করা হয়েছে। আপনার কাছে ভালো কোন চিত্র থাকলে আপলোড করতে পারেন —শাকিল (আলাপ · অবদান) ১৫:৫০, ৫ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
ফোটো আছে, সমস্যা সেটি নয়। প্রতিস্থাপন করা ঝুঁকিপূর্ণ কারণ আগেরটি যিনি সেঁটেছেন তিনি বিরাগভাজন হবেন কিনা তা বিবেচনা করতে হয়। সম্প্রতি উইকির অনেককেই দেখছি অসহিষ্ণু; ভুল লেখা সংশোধন করলেও মনে কষ্ট অনুভব করেন ও প্রতিক্রিয়া ব্যক্ত করতে দ্বিধা করেন না। ভাষা সংশোধন করলেও তা উল্টে ফেলেন। এ কারণেই হেসিটেট করা। — Faizul Latif Chowdhury (আলাপ) ১১:১৪, ৭ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]