বিষয়বস্তুতে চলুন

আলাপ:কেনোপনিষদ্

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Robin shaha কর্তৃক ২ বছর পূর্বে "ভালো নিবন্ধের পর্যালোচনা" অনুচ্ছেদে
উইকিপ্রকল্প হিন্দুধর্ম (মূল্যায়ন - মান সর্বোচ্চ, গুরুত্ব মধ্য)
এই নিবন্ধটি উইকিপ্রকল্প হিন্দুধর্মের অংশ, যা উইকিপিডিয়ায় হিন্দুধর্ম সম্পর্কিত বিষয়ের উন্নতির একটি সম্মিলিত প্রচেষ্টা। আপনি যদি প্রকল্পে অংশগ্রহণ করতে চান, তাহলে প্রকল্প পৃষ্ঠায় যান, যেখানে আপনি প্রকল্পের আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন এবং করণীয় কাজসমূহের একটি তালিকা দেখতে পাবেন।
 অমূল্যায়িত  এই নিবন্ধটি প্রকল্পের মানের মাপনী অনুযায়ী সর্বোচ্চ-শ্রেণী হিসাবে মূল্যায়িত হয়েছে।
 মধ্য  এই নিবন্ধটি গুরুত্বের মাপনী অনুযায়ী মধ্য-গুরুত্ব হিসাবে মূল্যায়িত হয়েছে।
 

ভালো নিবন্ধের পর্যালোচনা

[সম্পাদনা]
এই পর্যালোচনাটি আলাপ:কেনোপনিষদ্‌/ভালো নিবন্ধ ১ থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই অনুচ্ছেদের সম্পাদনা লিঙ্কটি পর্যালোচনাতে মন্তব্য যোগ করতে ব্যবহার করা যেতে পারে।

পর্যালোচক: Robin shaha (আলাপ · অবদান) ০৪:৪৭, ১৬ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন


পরিবর্তন প্রয়োজন

[সম্পাদনা]

অত্যন্ত সুলিখিত তথ্য সমৃদ্ধ নিবন্ধ সন্দেহ নেই। দুই একটি জায়গায় পরিবর্তন প্রয়োজন।

  • জ্ঞানের প্রকৃতি - প্রথম খণ্ড" “আত্মজাগরণই অন্তরের শক্তির উৎস - দ্বিতীয় খণ্ড” -উদ্ধৃতি অংশে “এটি” ও “সেটি” ব্যবহার করা হয়েছে যা বস্তুবাচক সর্বনামের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই ব্যবহারের পরিবর্তে যথাযথ শব্দটি ব্যবহার করতে হবে। সম্ভব হলে উদ্ধৃত অংশটুকুই আরও সুন্দর করে উপস্থাপন করা যেতে পারে।
  • একটি মাত্র ছবিই নিবন্ধটিতে ব্যবহার হয়েছে। সেই ছবিটি সবার উপরে অর্থাৎ উপনিষদ টেমপ্লেটির উপরে সংযুক্ত করতে হবে। --রবিন সাহা ০৫:০৬, ১৬ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন
-- যতটুকু পারি, আমিই তা করে দিয়েছি। রবিন সাহা ১৩:৫৩, ২২ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনা

[সম্পাদনা]

  1. সুলিখিত
    ক) গদ্য:
    খ) রচনাশৈলী সহ বিন্যাস, তালিকা ইত্যাদি:
    উত্তীর্ণ
  2. তথ্যগতভাবে নির্ভুল এবং যাচাইযোগ্য
    ক) তথ্যসূত্র:
    খ)নির্ভরযোগ্য উৎস থেকে উদ্ধৃতি করা হয়েছে:
    গ) মৌলিক গবেষণা:
    ঘ) তথ্যসূত্র হালনাগাদ করা হয়েছে:
    উত্তীর্ণ
  3. নিবন্ধের ব্যাপকতা বা ব্যপ্তি রয়েছে
    ক) প্রধান বিষয়:
    খ) মূল বিষয়েই নিবন্ধ আছে কিনা:
    উত্তীর্ণ
  4. নিরপেক্ষভাবে লিখিত
    পক্ষপাত ব্যতীত তুল্যমূল্য উপস্থাপনা:
    উত্তীর্ণ
  5. স্থিতিশীল
    কোনো সম্পাদনা যুদ্ধ বা পরিবর্তনশীল হচ্ছে কিনা:
    উত্তীর্ণ
  6. যথাযথ স্থানে বর্ণনাসহ চিত্র ব্যবহৃত হয়েছে।
    ক) সকল মুক্ত ছবি আছে কিনা বা কোনো সৌজন্যমূলক ছবি থাকলে তা ঠিক বর্ণনা করা আছে কিনা:
    খ) ছবিতে ছবির উপযোগী বর্ণনা আছে কিনা:
    উত্তীর্ণ
  1. সিদ্ধান্ত:
    উত্তীর্ণ: