আলাপ:কুরআনে প্রাণী

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শিরোনাম প্রস্তাবনা[সম্পাদনা]

এই প্রবন্ধটির শিরোনাম ইসলাম ও প্রাণি এর পরিবর্তে কুরআনে প্রাণী হওয়া উচিত। কারণ, এখানে কেবল কুরআন সংক্রান্ত আলোচনা হয়েছে

সরঞ্জাম

উৎস খুঁজুন: "ইসলাম ও প্রাণি" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র
উৎস খুঁজুন: "কুরআনে বিড়াল" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র

‍~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ১৩:০৪, ৮ মে ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

@খাত্তাব হাসান জ্বি এটা করা যায়! ~ Deloar Akram (আলাপঅবদানলগ) ০৩:১৬, ৯ আগস্ট ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@খাত্তাব হাসান স্থানান্তর ও আলোচনা সম্পর্কে আমি অবগত ছিলাম না। তবে যেহেতু স্থানান্তর হয়ে গেছে তাই আমি এর ইংরেজি পাতায় গিয়েছিলাম। খেয়াল করলাম যে এর ইংরেজি নিবন্ধে কুরআনের পাশাপাশি হাদিস ও ইসলামের সাথে সম্পর্কিত অন্যান্য বিষয়বস্তুতে প্রাণি সম্পর্কে তুলে ধরা হয়েছে। তাই আমার পরামর্শ হল ইংরেজি উইকিপিডিয়া থেকে নিবন্ধটি নতুন করে সম্পূর্ণ অনুবাদ করে এর নাম পূর্বের অবস্থায় নেওয়া যেতে পারে। আগ্রহ থাকলে @DeloarAkram এই কাজে হাত দিতে পারেন। মেহেদী আবেদীন ১৯:৩১, ১৭ অক্টোবর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@Mehediabedin দীর্গ তিনমাস অপেক্ষা করেছিলাম। ড্যাশবোর্ডে গেলেই পেতেন। যাইহোক, এখন কথা হল- ইসলামে প্রাণী হবে নাকি ইসলাম ও প্রাণি হবে? ‍~ কাপুদান পাশা (বার্তা - অবদান) ১৯:৩৪, ১৭ অক্টোবর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@খাত্তাব হাসান আমার মনে হয় স্থানান্তর সংক্রান্ত বিষয়াদি এখন বিবেচ্য নয়। আমি অবগত ছিলাম না এটা বলার কারণ হল কেন আমি ইংরেজি পাতায় গিয়েছিলাম আর কেন এখন এসব বলছি তা বিশদে ব্যাখ্যা করার জন্য। যাই হোক, আমার মতে ইংরেজি শিরোনামের সাথে মিল রেখে ইসলামে প্রাণিজগত রাখা যেতে পারে যেহেতু ইংরেজি শিরোনামে "Animals" অর্থাৎ বহুবচন ব্যবহার করা হয়েছে। মেহেদী আবেদীন ১৯:৪৩, ১৭ অক্টোবর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]