আলাপ:কসোভোর ইতিহাস

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: MS Sakib কর্তৃক ২ বছর পূর্বে "যান্ত্রিক অনুবাদ" অনুচ্ছেদে

যান্ত্রিক অনুবাদ[সম্পাদনা]

সুপ্রিয় @ইশতিয়াক আব্দুল্লাহ: বাংলা উইকিপিডিয়ার অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতায় অংশ নিয়ে কসোভোর ইতিহাস নিবন্ধটি পূর্ণাঙ্গ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। তবে পুরো নিবন্ধজুড়েই কম বেশি যান্ত্রিক অনুবাদের ছোঁয়া রয়েছে। আপনি অনুগ্রহপূর্বক পুনরায় পুরো নিবন্ধ পড়ে, যেসব বাক্য যান্ত্রিক মনে হয় সেগুলো সংশোধন করুন। উদাহরণসরূপ এটা দেখুন। ≈ MS Sakib  «আলাপ» ১৩:২৮, ১৭ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

MS Sakib (আলাপ · অবদান) আশা করছি এখন ঠিক আছে । সাহায্যের জন্য ধন্যবাদ ।সৈয়দ মুহাম্মাদ ইশতিয়াক মাহফুজ আব্দুল্লাহ (আলাপ) ০১:০৯, ১৯ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@ইশতিয়াক আব্দুল্লাহ: সংশোধন করার জন্য অসংখ্য ধন্যবাদ। নিবন্ধটি প্রায় ঠিক আছে। তবে অল্পকিছু স্থানে এখনও "কিঞ্চিত" যান্ত্রিকতা রয়েছে। আপনি আরেকবার নিবন্ধটি পড়ে যেসব ছোট-খাট সমস্যা রয়েছে সেগুলো ঠিক করুন। এরপর আমাকে জানালেই আমি নিবন্ধটা গ্রহণ করব। -- ≈ MS Sakib  «আলাপ» ১১:৪০, ১৯ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@ইশতিয়াক আব্দুল্লাহ: আরেকটা বিষয়, এই নিবন্ধের অনেক স্থানেই বিরামচিহ্নের আগে-পরে অপ্রয়োজনীয় স্পেস ছিল। ভবিষ্যতে এই বিষয়ে সচেতন থাকার অনুরোধ করছি। আর, "গুলি" যুক্ত হয় সাধুভাষায়; এর চলিত রূপ হচ্ছে "গুলো"। উইকিতে যেহেতু চলিত ভাষায় লেখা হয়, তাই নিবন্ধে সবসময় "গুলো" ব্যবহার করবেন। ধন্যবাদ। -- ≈ MS Sakib  «আলাপ» ১৬:৫২, ২৬ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আমি ইনশাআল্লাহ এ দুইটি বিষয় ভবিষ্যতে খেয়াল রাখবো। একইসাথে এ নিবন্ধে আমি এসব ত্রুটিসমূহ সম্পাদনা করছি। ধন্যবাদান্তে -- সৈয়দ মুহাম্মাদ ইশতিয়াক মাহফুজ আব্দুল্লাহ (আলাপ) ১৬:৫৯, ২৬ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@ইশতিয়াক আব্দুল্লাহ ভাইয়া, আপনার জমা দেওয়া বাকি নিবন্ধগুলোও (সেন্ট কিটস ও নেভিস, ইসোয়াতিনি, শ্রীলঙ্কার ইতিহাস, লিথুয়ানিয়ার ইতিহাস) আমি পর্যালোচনা করছি। নিবন্ধগুলোতে হালকা চোখ বুলিয়ে লক্ষ্য করলাম, আপনার বেশ ভালো অনুবাদের সক্ষমতা আছে। এই নিবন্ধগুলোও বেশ ভালো হলেও এটার মতোই কিছু কিছু জায়গায় ছোটখাটো ত্রুটি ও যান্ত্রিক অনুবাদের ছোঁয়া আছে। তাই এটার পর, ওগুলোও একে একে সংশোধন করার অনুরোধ করছি। আসলে, আপনার মানসম্মত অবদানের কারণে, আপনার কাছে প্রত্যাশাটাও একটু বেশি। ধন্যবাদ। -- ≈ MS Sakib  «আলাপ» ১৯:০০, ২৬ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@MS Sakib (আলাপ · অবদান) আশা করছি যান্ত্রিকতা সম্পূর্ণ দূরীভূত হয়েছে। ধন্যবাদ। --সৈয়দ মুহাম্মাদ ইশতিয়াক মাহফুজ আব্দুল্লাহ (আলাপ) ০৫:৪৮, ২৯ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@ইশতিয়াক আব্দুল্লাহ: ধন্যবাদ। গৃহীত হয়েছে। এবার একে একে উপরে উল্লিখিত নিবন্ধগুলো একইভাবে সংশোধন করার অনুরোধ করছি। ≈ MS Sakib  «আলাপ» ০৬:২০, ২৯ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন