আলাপ:করতোয়া নিম্ন নদী

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শিরোনাম[সম্পাদনা]

নদীর নামের পাশে কোন একটি নির্দিস্ট স্থানের নাম যোগ করা কি যৌক্তিক? একটি নদী বিশাল এলাকা জুড়ে বিস্তৃত থাকে, সেখানে সেই নদীর নামের পাশে কোন এক স্থানের নাম যোগ করা নিষ্প্রয়োজন।--মাসুম-আল-হাসান রকি (আলাপ) ০৭:০৪, ১১ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

সহমত। নদীকে জেলা অনুযায়ী আলাদা না করে একক নদী হিসেবে বর্ণনা করা উচিত। -=-ফেরদৌস ০৭:২২, ১১ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
করতোয়া নদী নামে আরো একটি নদী আছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড একই নামের নদীগুলোকে সেভাবেই চিহ্নিত করেছে। নিবন্ধ তৈরি করার সময় তথ্যসূত্রে উল্লেখিত বই অনুসারে নাম দেয়া হয়েছিল।--সাদি (আলাপ) ১৬:৪০, ১১ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

@Anup Sadi: ভাই দুই করতোয়াই কি একটি নদী নয়? যদি তাই হয় একটি নদীর নামে ২টি নিবন্ধ থাকা কি সমীচীন হবে? বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তাদের কাজের সুবিধার্তে হয়তো এমনটি করে থাকতে পারে।--মাসুম-আল-হাসান রকি (আলাপ) ০৬:৪৯, ১৫ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

মাসুম, দুটি আলাদা নদী হিসেবেই জানি। সেই হিসেবেই নিবন্ধ দুটি আলাদা।--সাদি (আলাপ) ১২:০২, ১৫ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

সাদি ভাই 'করতোয়া নদী' এখানে বলা হয়েছে টেকটোনিক অসহনশীলতার কারণে করতোয়া নদী চারটি আলাদা ভাগে বিভক্ত হয়ে পড়েছে। সে হিসেবে করতোয়া নদীর সংখ্যা ৪টি হওয়ার কথা। তবে আমি ব্যক্তিগতভাবে একাধিক নিবন্ধের পরিবর্তে একটি নিবন্ধ রাখার পক্ষপাতি। ধন্যবাদ।--মাসুম-আল-হাসান রকি (আলাপ) ১৮:৩৭, ১৬ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

মাসুম, এখন দুটি নদীকে একটি বলা কোনোভাবেই সম্ভব না। কেননা পঞ্চগড় থেকে যে নদীটি এসেছে সেটা মূল করতোয়া মানে উপরের করতোয়া ধরলে বগুড়া অঞ্চলের করতোয়াটির সাথে তার সংযোগ কোনোভাবেই নেই। অন্তত শ চারেক বছর আগে সেই সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। গুগল আর্থ দেখলে পুরোটা তোমার কাছে সুস্পষ্ট হবে। পঞ্চগড়-দিনাজপুরের করতোয়া পরে আত্রাই নদী হয়েছে। ফলে নাম নিয়ে সমস্যা থেকে যাচ্ছে। যেহেতু বগুড়া অঞ্চলের করতোয়া দক্ষিণে বা নিচে প্রবাহিত, ফলে এটিকে লোয়ার করতোয়া নাম দেয়া যেতে পারে, পানি উন্নয়ন বোর্ডের দেয়া নামটিতে বিশেষভাবে নীলফামারি জেলা উল্লেখ থাকায় কিছু মানুষ হয়ত এটিকে স্বাভাবিকভাবে গ্রহণ করবেন না। লোয়ার বা নিম্ন করতোয়া নদী উল্লেখ করতে আমার কোনো আপত্তি নেই।--সাদি (আলাপ) ০৩:১৫, ১৭ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]
মন্তব্য পানি উন্নয়ন বোর্ডের তথ্যের ভিত্তিতে লিখিত উল্লেখিত বইয়ে নদীটিকে নীলফামারী জেলার বলেই উল্লেখ করা হয়নি। অথচ নামটি দেয়া হয়েছে নীলফামারী উল্লেখ করে।--সাদি (আলাপ) ০৩:৫৭, ১৭ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

ধন্যবাদ সাদি ভাই। করতোয়া নদী সম্পর্কে এই আলাপে অনেক কিছু জানতে পারলাম। একটি বিষয়ে আপনার সাথে একমত, কোন একটি জেলার নামে নাম না দিয়ে নিম্ন করতোয়া নদী নাম দেয়া যেতে পারে।--মাসুম-আল-হাসান রকি (আলাপ) ১০:৫৫, ১৭ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]