আলাপ:আল-জামেয়াতুস সিদ্দিকীয়া দারুল উলুম মাদ্রাসা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জুন ২০২২[সম্পাদনা]

@DeloarAkram: নিবন্ধটিতে তথ্যগত ভুল পরিলক্ষিত হচ্ছে। শুরুতে লিখেছেন, ১৯৮১ সালে (তিন বুজুর্গের) সম্মিলিত উদ্যোগে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। কিন্তু এটি অসম্ভব। উক্ত বুযুর্গত্রয়ের দুই জন মাদ্রাসা প্রতিষ্ঠার শত বছর পূর্বে মারা গেছেন।

এখানে লেখা আছে, হযরত ইমদাদুল্লাহ মোহাজেরে মক্কী (রহ:), কারামত আলী জৌনপুরী (রহ:) ও আবুবকর সিদ্দিকী ফুরফুরাভী (রহ:) এই তিন বুজুর্গের ইয়াদগারে এবং......

ইয়াদ মানে স্বরণ। তাহলে এখানে সম্মিলিত উদ্যোগে না হয়ে তাদের স্মরণে হবে।

দ্বিতীয়ত, কওমি মাদ্রাসার অর্থ যদিও বেসরকারি মাদ্রাসা বলা যায়। কিন্তু ভারতে এগুলো কওমি মাদ্রাসা নামে পরিচিত না। তাই এগুলোকে বেসরকারি মাদ্রাসা লিখলে ভালো হয়। তাছাড়া কওমি শব্দটা দেওবন্দি শব্দের সাথে মিলে একাকার হয়ে গেছে। ফুরফুরা আর দেওবন্দি, দুইটা চিন্তাধারায় বিস্তর পার্থক্য আছে।

তৃতীয়ত, আমার জানামতে ভারতে কওমি মাদ্রাসা বোর্ড বলে যেটা আছে, সেটা হল রাবেতায়ে মাদারিসে ইসলামিয়া আরাবিয়া। এছাড়া সরকার স্বীকৃত কোনো কওমি বোর্ড নাই। তাই আপনার লেখা মাদ্রাসাটি ভারতের কওমি মাদ্রাসা বোর্ডের ও অভ্যন্তরীন শিক্ষা উন্নয়ন বোর্ডের সাথে সংযুক্ত রয়েছে। সঠিক মনে হচ্ছে না। এখানে লেখা আছে, অত্র মাদ্রাসার সিলেবাস কওমী মাদ্রাসা বোর্ডের সাথে সমন্বয়ের পাশাপাশি আভ্যন্তরীন শিক্ষা উন্নয়ন বোর্ড এবং আব্দুল কাহহার সিদ্দিকী রহঃ বড় সাহেবজাদা ও বর্তমান গদ্দিনিশীন পীর সাহেব আল্লামা আবুবকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী এর পরামর্শক্রমে নতুনভাবে ঢেলে সাজানো হয়েছে।

অর্থাৎ মাদ্রাসার পাঠ্যক্রমটা ওই বোর্ডের সাথে সমন্বয় করেছে মাত্র। বাকি সেখানে আরও পরিবর্তন এনেছে। সংযুক্ত হলে তো বোর্ডের সিলেবাস-ই মানতে হবে। তাই এখানে সংযুক্ত বিষয়টা অস্পষ্ট।

আরও কয়েকটা ভুল আছে। আপনার মন্তব্য জানতে চাই। ধন্যবাদ।–ধর্মমন্ত্রী (আলাপ) ০৫:০২, ১৪ জুন ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@DeloarAkram:–ধর্মমন্ত্রী (আলাপ) ০৯:১৪, ২১ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Owais Al Qarni হ্যা, ইয়াদ মানে স্মরণ। ওটা ভুল হয়েছে, ওখানে তাদের স্মরণে দেওয়া উচিত। আর বাদ-বাকি কিছু সম্পর্কে আমি যা কিছু তাদের ওয়েবসাইটে পেয়েছি, সেইভাবে লেখার চেষ্টা করেছি। ভুল হতে পারে। আর কিছু মন্তব্য নাই। Deloar Akram (আলাপঅবদানলগ) ০৯:২৫, ২১ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Owais Al Qarni ভাই!! নিবন্ধে প্রয়োজন মতো সম্পাদনা পরিবর্তন আনলে ভালো হয়। Deloar Akram (আলাপঅবদানলগ) ১২:০৯, ২১ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]