আলাপ:অটো ষ্টের্ন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধের নাম প্রসঙ্গে[সম্পাদনা]

@আফতাবুজ্জামান: শুভেচ্ছা নিন। এই নিবন্ধের নাম অটো স্টার্ন কি রাখা যায়? — কুউ পুলক ০৮:২০, ২৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

খুব সম্ভবত "স্টেন" হবে। @Zaheen: --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:২২, ২৩ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
আলোচ্য ব্যক্তি একজন জার্মানভাষী। তার নামের জার্মান উচ্চারণ স্টার্ন নয়, অর্থাৎ ইংরেজি s-এর মতো উচ্চারণ হয় না, বরং তালব্য শ বা মূর্ধন্য ষ (যেমন - কষ্ট) হিসেবে উচ্চারিত হয়। আর - ern অংশটা -আর্ন নয় বরং -এর্ন এর মতো উচ্চারিত হয়। তাই সব মিলিয়ে "ষ্টের্ন" হচ্ছে সঠিক জার্মান উচ্চারণের সবচেয়ে কাছাকাছি প্রতিবর্ণীকরণ। --অর্ণব (আলাপ | অবদান) ০৬:৩৮, ২৪ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]