আদাবুল মুআশারাত
অবয়ব
লেখক | আশরাফ আলী থানভী |
---|---|
মূল শিরোনাম | آداب معاشرت |
অনুবাদক |
|
প্রচ্ছদ শিল্পী | ইবনে মুমতায |
দেশ | ভারত |
ভাষা | উর্দু (মূল) |
মুক্তির সংখ্যা | ১ খণ্ড |
বিষয় | সামাজিক শিষ্টাচার[১][২] |
ধরন | ইসলামি |
প্রকাশিত | ১৯২৮ (উর্দু) |
প্রকাশক | মদিনা বুক এজেন্সি (উর্দু), মুমতায লাইব্রেরি (বাংলা) |
মিডিয়া ধরন | |
পৃষ্ঠাসংখ্যা |
|
আইএসবিএন | ৯৭৮৮১৭১০১১৪৫২ |
ওসিএলসি | ৪১১২১৮৩০ |
২৯৭.৫ | |
এলসি শ্রেণী | বিজে১২৯১ .টি৫১৩ ১৯৯৫ |
ওয়েবসাইট | আদাবুল মুআশারাত |
আদাবুল মুআশারাত (উর্দু: آداب معاشرت) দেওবন্দি ইসলামি পণ্ডিত আশরাফ আলী থানভী কর্তৃক উর্দু ভাষায় রচিত একটি জনপ্রিয় ইসলামি বই যেখানে তিনি ইসলামের সামাজিক বিধিবিধান নিয়ে আলোচনা করেছেন। গ্রন্থটির মূল ভিত্তি কুরআন ও সুন্নাহ। গ্রন্থে তাত্ত্বিক কোনো আলোচনা নেই, পুরোটাই ব্যবহারিক জীবনাচরণের উপর লিখিত। গ্রন্থের শুরুতে লেখক মুআশারাত বা সামাজিক শিষ্টাচারের গুরুত্ব বর্ণনা করে সে সম্পর্কে ইসলামের বিধিবিধান তুলে ধরেছেন। থানভী গ্রন্থটি এতই পছন্দ করেছিলেন যে, তিনি এটিকে তার পরিচালিত আত্মশুদ্ধি কেন্দ্র খানকায়ে এমদাদিয়ার সার শিক্ষা আখ্যায়িত করেছেন। প্রায় প্রধান ভাষায় গ্রন্থটির অনুবাদ সহজলভ্য।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ পারভেজ, মুহাম্মদ (২০০৮)। "মাওলানা আশরাফ আলী থানভীর আর্থ-সামাজিক সংস্কারের একটি গবেষণা"। ইসলামিক স্টাডিজ বিভাগ, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়): ৭৫-৭৬।
- ↑ আবদুল্লাহ, মুহাম্মদ (১৯৯৭)। দ্যা লাইফ এন্ড টিচিং'স অফ মাওলানা মুজাদ্দিদ আশরাফ আলী থানভী রহ. (ইংরেজি ভাষায়)। দিল্লি, ভারত: আদম পাবলিশার্স এন্ড ডিস্ট্রিবিউটর'স। পৃষ্ঠা ৫৪—৬৪। আইএসবিএন 8174351116। এএসআইএন B00B5MYE4U। ওসিএলসি 63015280।
- ↑ থানভী, আশরাফ আলী (১৯২৮)। আদাবুল মুআশারাত (পিডিএফ) (উর্দু ভাষায়)। আবু ইউসুফ কর্তৃক অনূদিত। ভারত: মদিনা বুক এজেন্সি। আইএসবিএন 978-81-7101-145-2। এএসআইএন B07MPXPXWN। ওসিএলসি 41121830।